ETV Bharat / entertainment

Deepika Padukone: শাহরুখের 'লাকি চার্ম', 'জওয়ান'-এ অভিনয় করেও তাই পারিশ্রমিক নেননি দীপিকা! - Deepika Padukone in Jawan

Deepika Padukone Guest Appearance in Jawan: 'জওয়ান' ছবিতে অভিনয়ের জন্য কোনও টাকা নেননি দীপিকা পাড়ুকোন ৷ সম্প্রতি একটি ইন্টারভিউতে তিনি জানালেন সেকথা ৷ অভিনেত্রীর মতে শাহরুখের জন্য তিনি বারবার ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে প্রস্তুত রয়েছেন ৷

Deepika Padukone
জওয়ান ছবির জন্য পারিশ্রমিক নেননি দীপিকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 5:29 PM IST

হায়দরাবাদ, 15 সেপ্টেম্বর: ছোট্ট একটি চরিত্র ৷ কিন্তু তাতেই দীপিকা পাড়ুকোন যে 'জওয়ান' ছবির প্রাণকেন্দ্র হয়ে উঠেছেন এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ এমনকী করণ জোহর পর্যন্ত তাঁর অভিনয় দেখে মন্ত্রমুগ্ধ হয়েছেন ৷ ছবিতে প্রথম পর্বে শাহরুখের স্ত্রী এবং পরবর্তীতে একজন মায়ের চরিত্রে দেখানো হয়েছে দীপিকাকে ৷ তাই চরিত্রটি ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ কিন্তু এবার জানা গেল এই চরিত্রের জন্য় নাকি এক টাকাও পারিশ্রমিক নেননি তিনি ৷

সম্প্রতি একটি ইন্টারভিউতে তিনি জানিয়েছেন, এর আগে '83' ছবির জন্যও তিনি কোনও পারিশ্রমিক নেননি ৷ স্বামী রণবীরের জীবনের এই বিশেষ মাইলস্টোনটির একটা অংশ হতে চেয়েছিলেন অভিনেত্রী ৷ আর সেই কারণেই কোনও টাকা নেওয়ার কথা ভাবেননি তিনি ৷ কিন্তু শাহরুখের ছবিতে কাজ করেও কেন নায্য পারিশ্রমিক নিলেন না নায়িকা?

পুরো বিষয়টি নিয়ে বলতে গিয়ে দীপিকা বলেন, "না আমি নিইনি ৷ কারণ আমি মন থেকে চেয়েছিলাম 83 ছবিটার অংশ হতে ৷ আমার স্বামী যখন এতখানি প্রশংসা পাচ্ছেন আমি তাঁর পাশে দাঁড়াতে চেয়েছিলাম ৷ আমি আমার মাকেও এটা করতে দেখেছি ৷ আমি সেইসমস্ত মহিলাদের শ্রদ্ধা জানাতে এটা করেছি যাঁরা স্বামীকে তাঁদের কেরিয়ারের ক্ষেত্রে সাহায্য করতে গিয়ে একের পর এক আত্মত্যাগ করে থাকেন ৷ এছাড়া শাহরুখের জন্য় আমি যে কোনও ক্যামিয়ো করতে প্রস্তুত ৷ আর রোহিত শেট্টির জন্যও ৷"

আরও পড়ুন: আজ ইঞ্জিনিয়ার্স ডে, 'মিশন রানিগঞ্জ' ছবির পোস্টারকে সামনে এনে আবেগি হলেন অক্ষয়

শাহরুখ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি জানান, তাঁরা একে অপরের লাকি চার্ম তাই পারিশ্রমিকের প্রশ্নই উঠে না ৷ তিনি বলেন, "শাহরুখ আর আমি একে অপরের লাকি চার্ম ৷ আর তার থেকেও বড় কথা দু'জনেরই দু'জনের ওপর একটা অধিকার বোধ আছে ৷" 'জওয়ান'-এর আগে 'পাঠান' ছবিতেও জুটি বেঁধেছিলেন শাহরুখ-দীপিকা ৷ আর সেই ছবির হাত ধরেই আবার কামব্যাক করেন কিং খান ৷

হায়দরাবাদ, 15 সেপ্টেম্বর: ছোট্ট একটি চরিত্র ৷ কিন্তু তাতেই দীপিকা পাড়ুকোন যে 'জওয়ান' ছবির প্রাণকেন্দ্র হয়ে উঠেছেন এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ এমনকী করণ জোহর পর্যন্ত তাঁর অভিনয় দেখে মন্ত্রমুগ্ধ হয়েছেন ৷ ছবিতে প্রথম পর্বে শাহরুখের স্ত্রী এবং পরবর্তীতে একজন মায়ের চরিত্রে দেখানো হয়েছে দীপিকাকে ৷ তাই চরিত্রটি ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ কিন্তু এবার জানা গেল এই চরিত্রের জন্য় নাকি এক টাকাও পারিশ্রমিক নেননি তিনি ৷

সম্প্রতি একটি ইন্টারভিউতে তিনি জানিয়েছেন, এর আগে '83' ছবির জন্যও তিনি কোনও পারিশ্রমিক নেননি ৷ স্বামী রণবীরের জীবনের এই বিশেষ মাইলস্টোনটির একটা অংশ হতে চেয়েছিলেন অভিনেত্রী ৷ আর সেই কারণেই কোনও টাকা নেওয়ার কথা ভাবেননি তিনি ৷ কিন্তু শাহরুখের ছবিতে কাজ করেও কেন নায্য পারিশ্রমিক নিলেন না নায়িকা?

পুরো বিষয়টি নিয়ে বলতে গিয়ে দীপিকা বলেন, "না আমি নিইনি ৷ কারণ আমি মন থেকে চেয়েছিলাম 83 ছবিটার অংশ হতে ৷ আমার স্বামী যখন এতখানি প্রশংসা পাচ্ছেন আমি তাঁর পাশে দাঁড়াতে চেয়েছিলাম ৷ আমি আমার মাকেও এটা করতে দেখেছি ৷ আমি সেইসমস্ত মহিলাদের শ্রদ্ধা জানাতে এটা করেছি যাঁরা স্বামীকে তাঁদের কেরিয়ারের ক্ষেত্রে সাহায্য করতে গিয়ে একের পর এক আত্মত্যাগ করে থাকেন ৷ এছাড়া শাহরুখের জন্য় আমি যে কোনও ক্যামিয়ো করতে প্রস্তুত ৷ আর রোহিত শেট্টির জন্যও ৷"

আরও পড়ুন: আজ ইঞ্জিনিয়ার্স ডে, 'মিশন রানিগঞ্জ' ছবির পোস্টারকে সামনে এনে আবেগি হলেন অক্ষয়

শাহরুখ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি জানান, তাঁরা একে অপরের লাকি চার্ম তাই পারিশ্রমিকের প্রশ্নই উঠে না ৷ তিনি বলেন, "শাহরুখ আর আমি একে অপরের লাকি চার্ম ৷ আর তার থেকেও বড় কথা দু'জনেরই দু'জনের ওপর একটা অধিকার বোধ আছে ৷" 'জওয়ান'-এর আগে 'পাঠান' ছবিতেও জুটি বেঁধেছিলেন শাহরুখ-দীপিকা ৷ আর সেই ছবির হাত ধরেই আবার কামব্যাক করেন কিং খান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.