ETV Bharat / entertainment

Ranveer-Deepika: একসঙ্গে রণবীর-দীপিকা-রাম চরণ-তৃষা ! হচ্ছেটা কী ? - দীপিকা পাড়ুকোন

রণবীর, দীপিকা, রামচরণ ও তৃষাকে এক সুতোয় বেঁধেছেন পরিচালক ৷ সামনে এসেছে ছোট্ট ঝলক, যা ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

Etv Bharat
প্রকাশ্যে দীপ-বীরের 'সিক্রেট'
author img

By

Published : Jul 3, 2023, 11:35 AM IST

হায়দরাবাদ, 3 জুলাই: রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও তৃষা একসঙ্গে পর্দায় ৷ সামনে এসেছে ছোট্ট একটি ক্লিপিংস, যা ঝড় তুলেছে নেট দুনিয়ায় ৷ প্রজেক্টের নাম এখনও সামনে আসেনি ৷ তবে রবিবার সোশাল মিডিয়ায় 'সিক্রেট' শেয়ার করেছেন অভিনেতা রণবীর সিং ৷ সেই রহস্য দর্শকদের মধ্যে বাড়িয়ে তুলেছে কৌতুহল ৷

'রামলীলা' থেকে শুরু করে 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত' কিংবা '83'- বলিউডের পাওয়ার কাপল রণবীর-দীপিকা যখনই পর্দায় এসেছেন ম্যাজিক দেখিয়েছেন ৷ সেই জুটি আরও একবার চর্চায় ৷ সঙ্গে উপরি পাওনা হিসাবে রয়েছে 'আরআরআর' খ্যাত অভিনেতা রামচরণ ও 'পন্নিয়ান সেলভান' খ্যাত অভিনেত্রী তৃষা ৷ চার মেগাস্টারকে একসঙ্গে দেখা গিয়েছে কয়েক সেকেন্ডের ক্লিপিংসে ৷ কোন সিনেমা আসতে চলেছে ? এই প্রশ্নে ছেয়ে গিয়েছে নেট দুনিয়া ৷

ভিডিয়ো ক্লিপিংসে দেখা গিয়েছে, একটি পুলিশ স্টেশনে নিজের স্বামী নিখোঁজ ডায়েরি লেখাতে এসেছেন দীপিকা ৷ তিনি যছেষ্ট চিন্তায় ৷ পরবর্তী শটে দেখা গিয়েছে, কোনও একটা টার্গেটকে নির্দেশ মতো অনুসরণ করছেন রণবীর ৷ রামচরণকে দেখা গিয়েছে, তিনি কোনও একজনকে ধরার চেষ্টা করছেন ৷ শেষ শটে দেখা যায় পুলিশ স্টেশনে দাঁড়িয়ে তৃষা ৷ চোখেমুখে চিন্তার ছাপ স্পষ্ট ৷ ভিডিয়োতে লেখা, "কিছু রহস্যের সমাধান না হওয়াই ভালো ৷"

ভিডিয়োটি পোস্ট করে ট্যাগলাইনে ধোঁয়াশা আর রহস্য তৈরি করেছেন অভিনেতা রণবীর ৷ লিখেছেন, "বড় কিছু সামনে আসতে চলেছে ৷ সিক্রেট টা কী তা সকলেই জানতে পারবেন ৷" অভিনেতার এই পোস্ট দেখে উৎসুক অনুরাগীরা জানতে চেয়েছেন, কাজটা কী? সকলেই আশা করছেন এটা হয়তো কোনও ছবির শুটিং ক্লিপ ৷ এক অনুরাগী লিখেছেন, "দয়া করে বলবেন না এটা কোনও অ্যাড" ৷ অপর এক অনুরাগী লিখেছেন, "আশা করব এটা কোনওরকম মিশোর বিজ্ঞাপন হবে না ৷" তবে সূত্রের খবর, এটা কোনও ছবির শুটিং নয় ৷ কোনও একটি কোম্পানির ব্র্যান্ডের বিজ্ঞাপন হতে চলেছে এই ক্লিপিংস৷

আরও পড়ুন: বক্স অফিসে লড়াই, মুখোমুখি জনের 'দ্য ডিপ্লোম্যাট' ও প্রভাসের 'প্রজেক্ট কে'

প্রসঙ্গত, চলতি মাসেই মুক্তি পেতে চলেছে করণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে রণবীর সিং ও আলিয়া ভাটকে ৷ অন্যদিকে, দীপিকাও ব্যস্ত রয়েছে 'প্রোজেক্ট কে' ছবির শুটিংয়ে ৷

হায়দরাবাদ, 3 জুলাই: রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও তৃষা একসঙ্গে পর্দায় ৷ সামনে এসেছে ছোট্ট একটি ক্লিপিংস, যা ঝড় তুলেছে নেট দুনিয়ায় ৷ প্রজেক্টের নাম এখনও সামনে আসেনি ৷ তবে রবিবার সোশাল মিডিয়ায় 'সিক্রেট' শেয়ার করেছেন অভিনেতা রণবীর সিং ৷ সেই রহস্য দর্শকদের মধ্যে বাড়িয়ে তুলেছে কৌতুহল ৷

'রামলীলা' থেকে শুরু করে 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত' কিংবা '83'- বলিউডের পাওয়ার কাপল রণবীর-দীপিকা যখনই পর্দায় এসেছেন ম্যাজিক দেখিয়েছেন ৷ সেই জুটি আরও একবার চর্চায় ৷ সঙ্গে উপরি পাওনা হিসাবে রয়েছে 'আরআরআর' খ্যাত অভিনেতা রামচরণ ও 'পন্নিয়ান সেলভান' খ্যাত অভিনেত্রী তৃষা ৷ চার মেগাস্টারকে একসঙ্গে দেখা গিয়েছে কয়েক সেকেন্ডের ক্লিপিংসে ৷ কোন সিনেমা আসতে চলেছে ? এই প্রশ্নে ছেয়ে গিয়েছে নেট দুনিয়া ৷

ভিডিয়ো ক্লিপিংসে দেখা গিয়েছে, একটি পুলিশ স্টেশনে নিজের স্বামী নিখোঁজ ডায়েরি লেখাতে এসেছেন দীপিকা ৷ তিনি যছেষ্ট চিন্তায় ৷ পরবর্তী শটে দেখা গিয়েছে, কোনও একটা টার্গেটকে নির্দেশ মতো অনুসরণ করছেন রণবীর ৷ রামচরণকে দেখা গিয়েছে, তিনি কোনও একজনকে ধরার চেষ্টা করছেন ৷ শেষ শটে দেখা যায় পুলিশ স্টেশনে দাঁড়িয়ে তৃষা ৷ চোখেমুখে চিন্তার ছাপ স্পষ্ট ৷ ভিডিয়োতে লেখা, "কিছু রহস্যের সমাধান না হওয়াই ভালো ৷"

ভিডিয়োটি পোস্ট করে ট্যাগলাইনে ধোঁয়াশা আর রহস্য তৈরি করেছেন অভিনেতা রণবীর ৷ লিখেছেন, "বড় কিছু সামনে আসতে চলেছে ৷ সিক্রেট টা কী তা সকলেই জানতে পারবেন ৷" অভিনেতার এই পোস্ট দেখে উৎসুক অনুরাগীরা জানতে চেয়েছেন, কাজটা কী? সকলেই আশা করছেন এটা হয়তো কোনও ছবির শুটিং ক্লিপ ৷ এক অনুরাগী লিখেছেন, "দয়া করে বলবেন না এটা কোনও অ্যাড" ৷ অপর এক অনুরাগী লিখেছেন, "আশা করব এটা কোনওরকম মিশোর বিজ্ঞাপন হবে না ৷" তবে সূত্রের খবর, এটা কোনও ছবির শুটিং নয় ৷ কোনও একটি কোম্পানির ব্র্যান্ডের বিজ্ঞাপন হতে চলেছে এই ক্লিপিংস৷

আরও পড়ুন: বক্স অফিসে লড়াই, মুখোমুখি জনের 'দ্য ডিপ্লোম্যাট' ও প্রভাসের 'প্রজেক্ট কে'

প্রসঙ্গত, চলতি মাসেই মুক্তি পেতে চলেছে করণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে রণবীর সিং ও আলিয়া ভাটকে ৷ অন্যদিকে, দীপিকাও ব্যস্ত রয়েছে 'প্রোজেক্ট কে' ছবির শুটিংয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.