মুম্বই, 25 জুলাই: অপেক্ষার অবসান, অবশেষে সামনে এল 'পাঠান'-এ দীপিকা পাড়ুকোনের প্রথম লুক ৷ শাহরুখের ছবির লুক কেমন হতে চলেছে তার আভাস মিলেছিল আগেই, এবার সামনে এল দীপিকার নতুন অবতারের ঝলক (Deepika Padukone Pathaan motion poster)৷ 'ওম শান্তি ওম' ছবির পর 'পাঠান' ছবিতে ফের একসঙ্গে কাজ করছেন দীপিকা-শাহরুখ ৷
ইনস্টাগ্রামে এই মোশন পোস্টারটি শেয়ার করে দীপিকা পাড়ুকোন লিখেছেন, "পাঠান আসছে 25 জানুয়ারি 2023 । হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় ৷" সঙ্গে নিজের এই নতুন রূপটিকে বর্ণনা করতে একটি একটি বিস্ফোরনের ইমোজিও শেয়ার করেছেন তিনি ৷ এর আগেও রীতিমতো ব্লকবাস্টার হিট দিয়েছে এই জুটি ৷ এবারও নির্মাতাদের আশা দীপিকা-শাহরুখ পর্দায় ঝড় তুলে দেবেন ৷ দীপিকাকে এখানে দেখা গিয়েছে একেবারে একজন 'অ্যাংরি ওম্যান' হিসাবে ৷ কপালে রক্তের ছিটে, বন্দুক হাতে উদ্যত । সবমিলিয়ে 'গেঁহরাইয়াঁ'-র পর একেবারে অন্য অবতারে সামনে আসতে চলেছেন দীপিকা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন : মুক্তি পেল 'ডার্লিংস' এর ট্রেলার, প্রযোজিত প্রথম ছবিতে অভিনয়ে মন কাড়লেন আলিয়া
যশ রাজ ফিল্মসের প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় পর্দায় আসতে চলেছে এই ছবি ৷ তিনি এই ছবি সম্পর্কে ভীষণ আশাবাদী ৷ তিনি বলেন, "যখন আপনার ছবিতে শাহরুখ খান রয়েছেন এবং তার সঙ্গে দীপিকা এবং জন আব্রাহামের মত দু'জন সুপারস্টার আপনাকে প্রতিটা বিভাগে স্টার পাওয়ার চেষ্টা করতে হবে ৷ আর আমার মনে হয় না যে পাঠান সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারবে না ৷"