মুম্বই, 7 অক্টোবর: হলিউডেও ছড়িয়ে রয়েছে বর্ণ বিদ্বেষী মানসিকতা ৷ আর তার শিকার হতে হয়েছিল দীপিকা পাড়ুকোনকেও ! সম্প্রতি তাঁর এই সংক্রান্ত অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী (Deepika Padukone on racism in Hollywood )৷ 2017 সালে 'এক্স এক্স এক্স: রিটার্ন অফ দ্য জেন্ডার কেজ' ছবির মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করেন ৷ তার প্রায় পাঁচ বছর পর এই নিয়ে মুখ খুললেন তিনি (Deepika Padukone on racism )৷
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলতে গিয়ে দীপিকা বলেন, "আমি একজন অভিনেতাকে চিনতাম । একটি ভ্যানিটি ফেয়ার পার্টিতে আমার তাঁর সঙ্গে দেখা হয়েছিল । তিনি আমায় বললেন,আমি খুব ভালো ইংরেজি বলতে পারি । আমি এর অর্থ কী তা প্রথমে বুঝতেও পারিনি। কিন্তু পরে তাঁর থেকে জানতে চাইলাম এটা বলে তিনি কি প্রমাণ করতে চান?' তিনি কি এটাই মনে করতেন যে আমি ইংরাজি জানি না !"
তিনি জানান তিনি যতবার আমেরিকা যান এই কথাটি বারবার তাঁকে কষ্ট দেয় (Deepika Padukone on facing racism in Hollywood)৷ তাঁর কথায়,'আমেরিকায় গেলেই আজও এটা(সেই ঘটনা) আমায় কষ্ট দেয়' ৷
আরও পড়ুন: এসে গেল 'হামি 2' এর মিউজিক্যাল ট্রেলার
কর্মক্ষেত্রে এই মুহূর্তে বেশ ব্যস্ত পিকু স্টার ৷ পরবর্তীতে অ্যাকশন থ্রিলার 'পাঠান'-এ দেখা যাবে দীপিকাকে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে থাকছেন শাহরুখ খান ও জন আব্রাহাম ৷ সিদ্ধার্থ আনন্দের এই ফিল্ম 2023 সালের 25 জানুয়ারি মুক্তি পাচ্ছে ৷ এ ছাড়াও 'দ্য ইন্টার্ন'-এ থাকছেন অভিনেত্রী ৷ এই ফিল্মে তিনি আবারও স্ক্রিন শেয়ার করবেন অমিতাভ বচ্চনের সঙ্গে ৷ এ ছাড়াও প্যান-ইন্ডিয়া ফিল্ম 'প্রজেক্ট-কে'-তে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী স্টার প্রভাস ও বিগ বি ৷