মুম্বই, 7 সেপ্টেম্বর: 'পাঠান' ছবির হাত ধরে হারানো সিংহাসন আবারও ফিরে পেয়েছিলেন বলিউডের বাদশা ৷ রাজা সিংহাসন ফিরে পেলেন আর রাজ্যে তার জন্য উৎসব হবে না তাও কি হতে পারে? 'জওয়ান' ছবিটিকে সেই উৎসবেরই নামান্তর বলা চলে ৷ অ্যাটলির এই ছবি নিয়ে এখন চর্চা চলেছে সামাজিক মাধ্যমে ৷ জওয়ানকে কেউ বলছেন ব্লকবাস্টার। আবার কারও ব্যাখ্যায় ছবিটি মাস এন্টারটেইনার ৷ টলিউডের নীল-তৃণাও হাজির ছিলেন ছবির প্রথম শোয়ে ৷ তবে উন্মাদনা যে শুধু প্রথম শো ঘিরে তা নয় ৷ স্ক্রিনিংয়েও হাজির ছিলেন একাধিক তারকা ৷ দীপিকা পাড়ুকোনের সঙ্গে শাহরুখ নিজেই হাজির ছিলেন। সঙ্গে ছিলেন এসআরকে কন্যা সুহানা এবং পত্নী গৌরিও ৷ দেখা মিলল হৃতিক রোশন, ক্যাটরিন কাইফ এবং জওয়ান টিমের অন্য কলাকুশলীদেরও ৷
-
#HrithikRoshan at the screening of #Jawan
— Greek God (@trends_HRITHIK) September 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Movie review soon 🙄???#ShahRukhKhan #JawanFirstDayFirstShow #JawanTsunamiTomorrow pic.twitter.com/R97Rp6xM6x
">#HrithikRoshan at the screening of #Jawan
— Greek God (@trends_HRITHIK) September 6, 2023
Movie review soon 🙄???#ShahRukhKhan #JawanFirstDayFirstShow #JawanTsunamiTomorrow pic.twitter.com/R97Rp6xM6x#HrithikRoshan at the screening of #Jawan
— Greek God (@trends_HRITHIK) September 6, 2023
Movie review soon 🙄???#ShahRukhKhan #JawanFirstDayFirstShow #JawanTsunamiTomorrow pic.twitter.com/R97Rp6xM6x
বুধবার সন্ধ্যায় মুম্বইয়ের যশ রাজ স্টুডিয়োয় এই স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয় ৷ এর আগে যশ রাজ ফিল্মসের সঙ্গে জুটি বেঁধেই অনুরাগীদের 'পাঠান' উপহার দিয়ছিলেন বাদশা ৷ হৃতিককে শাহরুখের সঙ্গে পর্দায় দেখা গিয়েছিল 'কভি খুশি কভি গম' ছবিতে ৷ এদিনও স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হলেন কিং খানের এক সময়ের সহ-অভিনেতা ৷ তাঁকে এদিন দেখা কালো সোয়েট শার্ট আর বাদামি টুপিতে ৷
'জব তক হ্যায় জান' ছবিতে শাহরুখের পর্দার সঙ্গী ছিলেন ক্যাটরিনা কাইফ ৷ এদিন অভিনেত্রী নিজেকে সাজিয়েছিলেন ধূসর শার্টে ৷ আর সঙ্গে ছিল কালো সানগ্লাস ৷ ক্যামেরাবাজদের লেন্সে বন্দি হলেন সুহানাও ৷ এই বিশেষ সন্ধ্যার জন্য তিনি নিজেকে সাজিয়েছিলেন ঝলমলে কালো পোশাকে ৷ এছাড়া 'জওয়ান' ছবির অন্য সদস্যরাও হাজির হন স্ক্রিনিংয়ে ৷ সুনীল গ্রোভার, শানায়া মালহোত্রা, ব়্যাপ সিঙ্গার রাজা কুমারীর মতো অনেককেই দেখা গেল স্ক্রিনিংয়ে ৷
-
Katrina kaif at the screening of #Jawan ? 😯❤️#JawanFirstDayFirstShow READY?? pic.twitter.com/XSwBZLYRIc
— Nayanthara Fan Account (@NayanthaaraF) September 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Katrina kaif at the screening of #Jawan ? 😯❤️#JawanFirstDayFirstShow READY?? pic.twitter.com/XSwBZLYRIc
— Nayanthara Fan Account (@NayanthaaraF) September 6, 2023Katrina kaif at the screening of #Jawan ? 😯❤️#JawanFirstDayFirstShow READY?? pic.twitter.com/XSwBZLYRIc
— Nayanthara Fan Account (@NayanthaaraF) September 6, 2023
আরও পড়ুন: 'তোমাদের সিনেমা হলে যেতে দেখব বলে সারা রাত জেগেছিলাম', ফ্যানেদের ধন্যবাদ জানালেন কিং খান
জন্মাষ্টমীরতে মুক্তি পেয়েছে কিং খানের নতুন ছবি ৷ আর সকালের শো শেষ হতে না হতেই বোঝা গেল ছবিটি দর্শকের মন কেড়েছে ৷ এমনকী এই অ্যাকশন এন্টারটেইনার দেখে বেশ খুশি অনেক সিনে সমালোচকও ৷ তথা কথিত মশালা ছবির বাজারে এই ছবি যে বেশ শোরগোল ফেলতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।