ETV Bharat / entertainment

Deepika Padukone Insta Post দীপিকার নয়া ইনস্টা পোস্টে ঘায়েল ভক্তরা - দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম পোস্ট

দীপিকা পাড়ুকোনের নয়া ইনস্টাগ্রাম পোস্টে মন মজল তাঁর ভক্তদের (Deepika Padukone Instagram)৷ নিজের দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মস্তানি স্টার (Deepika Padukone Insta Post )৷

deepika-padukone-instagram-post-will-leave-you-in-splits
থাম্বনেইল
author img

By

Published : Aug 30, 2022, 6:15 PM IST

Updated : Aug 30, 2022, 6:24 PM IST

হায়দরাবাদ (তেলেঙ্গানা), 30 অগস্ট: কীভাবে এটা শুরু হয়েছিল ? কীভাবে সেটা চলল ? ইনস্টাগ্রামে নয়া পোস্ট (Deepika Padukone instagram) করে নিজেই এই দুই প্রশ্ন উসকে দিয়ে নিজেই তার জবাব দিলেন বলিউডের ডিভা দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)৷ তাঁর এই পোস্ট বেশ মনে ধরেছে তাঁর ভক্ত থেকে শুরু করে সেলেবদের ৷

ইনস্টাগ্রামে পোস্ট করা এখন অনেকটাই কমিয়ে দিয়েছেন দীপিকা ৷ লিমিটেড কনটেন্ট পোস্ট করছেন বলে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দিকে চেয়ে অপেক্ষায় থাকেন তাঁর ভক্তরা ৷ তাঁদের জন্য এ বার পিকু স্টারের নয়া উপহার দুটি ছবি ৷ যার প্রথমটিতে ক্লোজ শটে দেখা যাচ্ছে হৃদয়ে আগুন জ্বালানো অভিনেত্রীর লাল টকটকে ঠোঁট ৷ আর পরের ছবিটিই ঝাপসা ৷ দেখে মনে হয় ছবি তুলতে গিয়ে ক্যামেরা যেন নড়ে গিয়েছে ৷

ছবি দুটি পোস্ট করে দীপিকা (Deepika Padukone latest news) ক্যাপশনে লিখেছেন, "কীভাবে এটা শুরু হল বনাম কীভাবে এটা চলছে..." এই লেখাটির পরেই লাল ঠোঁটের একটি ইমোজিও দিয়েছেন তিনি ৷ তাঁর এই পোস্ট দেখে আপ্লুত ভক্তরা ৷ বলিউডের মস্তানির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বানভাসি হয়েছে লাইক ও লাল হৃদয়ের ইমোজিতে ৷ গত সপ্তাহে একটি ভিডিয়ো শেয়ার করে তাঁর হাবি রণবীর সিং-কে (Ranveer Singh) চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ৷

আরও পড়ুন: গেহরাইয়াঁর প্রচারে বিগ বস 15 ফিনালে দীপিকা, পরনে এক লাখি ব্লেজার

কর্মক্ষেত্রে এই মুহূর্তে বেশ ব্যস্ত পিকু স্টার ৷ পরবর্তীতে অ্যাকশন থ্রিলার পাঠানে দেখা যাবে দীপিকাকে (Latest Instagram post of Deepika Padukone)৷ এই ছবিতে তাঁর সঙ্গে থাকছেন শাহরুখ খান ও জন আব্রাহাম ৷ সিদ্ধার্থ আনন্দের এই ফিল্ম 2023 সালের 25 জানুয়ারি মুক্তি পাচ্ছে ৷ এ ছাড়াও দ্য ইন্টার্নে থাকছেন গেহরাইয়াঁ স্টার ৷ এই ফিল্মে তিনি আবারও স্ক্রিন শেয়ার করবেন অমিতাভ বচ্চনের সঙ্গে ৷ এ ছাড়াও প্যান-ইন্ডিয়া ফিল্ম প্রজেক্ট-কেতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী স্টার প্রভাস ও বিগ বি ৷

হায়দরাবাদ (তেলেঙ্গানা), 30 অগস্ট: কীভাবে এটা শুরু হয়েছিল ? কীভাবে সেটা চলল ? ইনস্টাগ্রামে নয়া পোস্ট (Deepika Padukone instagram) করে নিজেই এই দুই প্রশ্ন উসকে দিয়ে নিজেই তার জবাব দিলেন বলিউডের ডিভা দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)৷ তাঁর এই পোস্ট বেশ মনে ধরেছে তাঁর ভক্ত থেকে শুরু করে সেলেবদের ৷

ইনস্টাগ্রামে পোস্ট করা এখন অনেকটাই কমিয়ে দিয়েছেন দীপিকা ৷ লিমিটেড কনটেন্ট পোস্ট করছেন বলে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দিকে চেয়ে অপেক্ষায় থাকেন তাঁর ভক্তরা ৷ তাঁদের জন্য এ বার পিকু স্টারের নয়া উপহার দুটি ছবি ৷ যার প্রথমটিতে ক্লোজ শটে দেখা যাচ্ছে হৃদয়ে আগুন জ্বালানো অভিনেত্রীর লাল টকটকে ঠোঁট ৷ আর পরের ছবিটিই ঝাপসা ৷ দেখে মনে হয় ছবি তুলতে গিয়ে ক্যামেরা যেন নড়ে গিয়েছে ৷

ছবি দুটি পোস্ট করে দীপিকা (Deepika Padukone latest news) ক্যাপশনে লিখেছেন, "কীভাবে এটা শুরু হল বনাম কীভাবে এটা চলছে..." এই লেখাটির পরেই লাল ঠোঁটের একটি ইমোজিও দিয়েছেন তিনি ৷ তাঁর এই পোস্ট দেখে আপ্লুত ভক্তরা ৷ বলিউডের মস্তানির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বানভাসি হয়েছে লাইক ও লাল হৃদয়ের ইমোজিতে ৷ গত সপ্তাহে একটি ভিডিয়ো শেয়ার করে তাঁর হাবি রণবীর সিং-কে (Ranveer Singh) চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ৷

আরও পড়ুন: গেহরাইয়াঁর প্রচারে বিগ বস 15 ফিনালে দীপিকা, পরনে এক লাখি ব্লেজার

কর্মক্ষেত্রে এই মুহূর্তে বেশ ব্যস্ত পিকু স্টার ৷ পরবর্তীতে অ্যাকশন থ্রিলার পাঠানে দেখা যাবে দীপিকাকে (Latest Instagram post of Deepika Padukone)৷ এই ছবিতে তাঁর সঙ্গে থাকছেন শাহরুখ খান ও জন আব্রাহাম ৷ সিদ্ধার্থ আনন্দের এই ফিল্ম 2023 সালের 25 জানুয়ারি মুক্তি পাচ্ছে ৷ এ ছাড়াও দ্য ইন্টার্নে থাকছেন গেহরাইয়াঁ স্টার ৷ এই ফিল্মে তিনি আবারও স্ক্রিন শেয়ার করবেন অমিতাভ বচ্চনের সঙ্গে ৷ এ ছাড়াও প্যান-ইন্ডিয়া ফিল্ম প্রজেক্ট-কেতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী স্টার প্রভাস ও বিগ বি ৷

Last Updated : Aug 30, 2022, 6:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.