ETV Bharat / entertainment

Deepika in Hyderabad : জুটি বাঁধছেন প্রভাস-দীপিকা, রামোজি ফিল্ম সিটিতে 'প্রজেক্ট কে'-র শ্যুটিং নায়িকার - Project K Shoot in Ramoji Film City

নতুন ছবি 'প্রজেক্ট কে'-র শ্যুটিংয়ের জন্য এবার হায়দরাবাদে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone in Ramoji Film City)৷ এই ছবিতে প্রভাসের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা ৷ ছবিটি আগামি বছর পর্দায় আসার কথা রয়েছে ৷

Deepika Padukone in Hyderabad
'প্রজেক্ট কে'-র শ্যুটিংয়ের জন্য এবার হায়দরাবাদে দীপিকা পাড়ুকোন
author img

By

Published : Apr 13, 2022, 11:08 AM IST

হায়দরাবাদ, 13 এপ্রিল : নিজের নতুন ছবি 'প্রজেক্ট কে'-র শ্যুটিংয়ের পরবর্তী পর্যায়ের জন্য এবার হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে দীপিকা পাড়ুকোন ৷ পরিচালক নাগ অশ্বিনের আসন্ন এই ছবিতে প্রভাসের সঙ্গে একদিকে যেমন স্ক্রিনশেয়ার করবেন অমিতাভ বচ্চন, তেমনই রয়েছন দীপিকাও ৷ এই ট্যুরের জন্য সোমবার রাতেই মুম্বই বিমানবন্দরে পৌঁছান তিনি ৷ ডেনিম জ্যাকেট এবং ট্রাউজারে এদিন ক্য়ামেরার সামনে ধরা দেন রণবীর পত্নী ৷ চোখে কালো রোদচশমা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল তাঁর সৌন্দর্য ৷

হায়দরাবাদের রামোজি ফ্লিম সিটিতেই চলবে ছবির শ্যুটিংয়ের একটি বড় পর্ব (Project K Shoot in Ramoji Film City)৷ 'প্রজেক্ট কে' নামটি অবশ্য় অস্থায়ী, প্যান ইন্ডিয়া বিগ বাজেট এই ছবিটি মূলত একটি সাই-ফাই বা সায়েন্স ফিকশন ৷ অনুমান অনুযায়ী, দীপিকা এবং প্রভাসের দৃশ্যগুলি শ্যুটিংয়ের এই পর্বেই সেরে ফেলবেন পরিচালক ৷ এই ছবির হাত ধরেই একদিকে যেমন প্রথম বিগ বির সঙ্গে কাজ করছেন প্রভাস, তেমনই এই ছবিতেই প্রথমবার অনস্ক্রিনে জুটি বাঁধবেন প্রভাস-দীপিকাও ৷

আরও পড়ুন : 'বেলাশুরু'-র 'টাপা টিনি' চ্যালেঞ্জে মাতোয়ারা ইমন, মনামী, স্বস্তিকা

বিগ বির সঙ্গে দীপিকা অবশ্য় আগেই কাজ করেছেন সুজিত সরকার পরিচালিত 'পিকু' ছবিতে ৷ ছবিটি যে যথেষ্ট মনযোগ আকর্ষণ করেছিল দর্শকদের তা বাহুল্য় ৷ দীপিকা অনুরাগীরা তাই অবশ্যই চাইবেন এই ছবিতেও অমিতাভের সঙ্গে তাঁর যুগলবন্দি আগের মতই সফলতা পাবে ৷ তেলেগু প্রযোজক সি. অশ্বিনী দত্তের এই মেগা বাজেট ছবিটি আগামি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেই মনে করছেন সকলে ৷

হায়দরাবাদ, 13 এপ্রিল : নিজের নতুন ছবি 'প্রজেক্ট কে'-র শ্যুটিংয়ের পরবর্তী পর্যায়ের জন্য এবার হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে দীপিকা পাড়ুকোন ৷ পরিচালক নাগ অশ্বিনের আসন্ন এই ছবিতে প্রভাসের সঙ্গে একদিকে যেমন স্ক্রিনশেয়ার করবেন অমিতাভ বচ্চন, তেমনই রয়েছন দীপিকাও ৷ এই ট্যুরের জন্য সোমবার রাতেই মুম্বই বিমানবন্দরে পৌঁছান তিনি ৷ ডেনিম জ্যাকেট এবং ট্রাউজারে এদিন ক্য়ামেরার সামনে ধরা দেন রণবীর পত্নী ৷ চোখে কালো রোদচশমা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল তাঁর সৌন্দর্য ৷

হায়দরাবাদের রামোজি ফ্লিম সিটিতেই চলবে ছবির শ্যুটিংয়ের একটি বড় পর্ব (Project K Shoot in Ramoji Film City)৷ 'প্রজেক্ট কে' নামটি অবশ্য় অস্থায়ী, প্যান ইন্ডিয়া বিগ বাজেট এই ছবিটি মূলত একটি সাই-ফাই বা সায়েন্স ফিকশন ৷ অনুমান অনুযায়ী, দীপিকা এবং প্রভাসের দৃশ্যগুলি শ্যুটিংয়ের এই পর্বেই সেরে ফেলবেন পরিচালক ৷ এই ছবির হাত ধরেই একদিকে যেমন প্রথম বিগ বির সঙ্গে কাজ করছেন প্রভাস, তেমনই এই ছবিতেই প্রথমবার অনস্ক্রিনে জুটি বাঁধবেন প্রভাস-দীপিকাও ৷

আরও পড়ুন : 'বেলাশুরু'-র 'টাপা টিনি' চ্যালেঞ্জে মাতোয়ারা ইমন, মনামী, স্বস্তিকা

বিগ বির সঙ্গে দীপিকা অবশ্য় আগেই কাজ করেছেন সুজিত সরকার পরিচালিত 'পিকু' ছবিতে ৷ ছবিটি যে যথেষ্ট মনযোগ আকর্ষণ করেছিল দর্শকদের তা বাহুল্য় ৷ দীপিকা অনুরাগীরা তাই অবশ্যই চাইবেন এই ছবিতেও অমিতাভের সঙ্গে তাঁর যুগলবন্দি আগের মতই সফলতা পাবে ৷ তেলেগু প্রযোজক সি. অশ্বিনী দত্তের এই মেগা বাজেট ছবিটি আগামি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেই মনে করছেন সকলে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.