ETV Bharat / entertainment

Deepika-Ranveer Watch RRKPK: জ্যাকেটে রণবীরের মুখ, হাবিকে নিয়েই রকি আর রানির প্রেম দেখতে গেলেন দীপিকা - রকি অর রানি কি প্রেম কাহানি

তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত রকি অর রানি কি প্রেম কাহানি দেখাতে দীপিকা পাড়ুকোনকে মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে নিয়ে গেলেন রণবীর সিং ৷ তাঁর ফিল্মের প্রচারে একটি কাস্টমাইজড জ্যাকেট পড়েছিলেন দীপিকা ৷

Deepika-Ranveer Watch RRKPK
Deepika-Ranveer Watch RRKPK
author img

By

Published : Jul 30, 2023, 3:46 PM IST

হায়দরাবাদ, 30 জুলাই: নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত ফিল্ম 'রকি অর রানি কি প্রেম কাহানি' স্ত্রী দীপিকা পাড়ুকোনকে দেখাতে নিয়ে গেলেন রণবীর সিং ৷ পাপারাৎজিদের তোলা বলিউডের তারকা দম্পতির যে ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে, তা দেখেই এ কথা মনে হয়েছে ভক্তদের ৷ স্পেশাল স্ক্রিনিং মিস করেছিলেন দীপিকা ৷ তাই তাঁকে নিয়ে মুম্বইয়ের পিভিআর-এ ছবিটি দেখালেন রণবীর ৷ ওই প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে দীপিকা-রণবীরকে ৷ শুক্রবার মুক্তি পায় আরআরকেপিকে ।

কাস্টমাইজড জ্যাকেট পরেন দীপিকা: তাঁদের প্রিয় রসায়নের পাশাপাশি, দীপিকার পোশাকও ভক্তদের প্রশংসা কুড়িয়েছে । ভাইরাল ফুটেজে রণবীরকে কালো পোশাকে দেখা গিয়েছে ৷ সঙ্গে ছিল একটি কালো টুপি, একটি কালো মাস্ক ও কালো সানগ্লাস ৷ দীপিকা একটি ডেনিম জ্যাকেট পরেছিলেন, যেখানে সেলাই করে লেখা ছিল রণবীরের আদ্যক্ষর 'আরএস'৷ শুধু তাই নয়, তাঁর জ্যাকেটের পিছনে রণবীরের একটি বড় ছবিও ছিল । বলিউডের মস্তানির অনন্য ফ্যাশন সেন্স বারবার বিস্মিত করে ভক্তদের । এ বার তিনি তাঁর হাবির সমর্থনে নিজের জ্যাকেটটি কাস্টমাইজ করে তারিফ কুড়োলেন অনুরাগীদের ৷

সেলফি পোস্ট রণবীরের: যখন তাঁরা ফিল্ম দেখতে যাচ্ছিলেন, সেই সময় দীপিকার সঙ্গে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি সুন্দর সেলফি পোস্ট করেন রণবীর । ছবিটির সঙ্গে তিনি একটি পোলও পোস্ট করেন ৷ সেখানে তিনি অনুগামীদের জিজ্ঞাসা করেন যে, দীপিকা কি ছবিটি পছন্দ করবেন ? নাকি করবেন না ৷ উত্তর দেওয়ার অপশনে তিনি লেখেন, 'তিনি পছন্দ করবেন,' 'তিনি হাসবেন' এবং 'চুপ কর চপ্পল খায়েগা' (চুপ করো নয়তো আমি তোমাকে আমার চপ্পল দিয়ে মারব )।

Deepika-Ranveer Watch RRKPK
দীপ-বীরের সেলফি

আরও পড়ুন: বক্স অফিসে দুরন্ত ওপেনিং, রণবীর-আলিয়ার ফিল্মের 2 দিনে আয় 27 কোটি

স্পেশাল স্ক্রিনিং-এ যাননি দীপিকা: পিকু অভিনেত্রী সম্প্রতি অনুষ্ঠিত চলচ্চিত্রটির তারকাখচিত স্পেশাল স্ক্রিনিং মিস করলে তাই নিয়ে চর্চা শুরু হয় ৷ তবে জানা গিয়েছে,দীপিকা হায়দরাবাদে তাঁর পূর্বের কাজের প্রতিশ্রুতির কারণে রকি অর রানি কি প্রেম কাহানি বিশেষ স্ক্রিনিংয়ে অংশ নিতে পারেননি । তবে তিনি তা পুষিয়ে দিয়েছেন, আলিয়া ও রণবীরের সঙ্গে করণ জোহরের বাড়ির পার্টিতে ফিল্মের উদ্বোধনী সেলিব্রেট করে ৷

সম্পর্কে ফাটলের জল্পনায় জল: তবে হাবি রণবীরের সঙ্গে তাঁর সাম্প্রতিক সিনেমা আউটিং তাঁদের মধ্যে ফাটলের সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছে । অভিনেত্রী তাঁর পছন্দের পোশাক পরে সবাইকে চমকে দিয়েছেন ৷ একইসঙ্গে তিনি তাঁর হাবির চলচ্চিত্রের সমর্থনে প্রচারও চালিয়েছেন ৷ ছবিটি ছয় বছরেরও বেশি সময় পর পরিচালক হিসেবে করণ জোহরের প্রত্যাবর্তনকে চিহ্নিত করে ।

ভালো ব্যবসা বক্স অফিসে: এই ছবিতে আলিয়া ভাট এবং রণবীর সিং-এর প্রধান জুটি ছাড়াও জয়া বচ্চন, ধর্মেন্দ্র এবং শাবানা আজমি-সহ আরও অনেকে রয়েছেন ৷ ঘরোয়া বক্স অফিসে 11.10 কোটি টাকা ব্যবসার সম্মানজনক ওপেনিং​-এর পর ছবিটি দ্বিতীয় দিনে ব্যবসা অনেকটা বাড়িয়ে 16 কোটি টাকা আয় করেছে ।

হায়দরাবাদ, 30 জুলাই: নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত ফিল্ম 'রকি অর রানি কি প্রেম কাহানি' স্ত্রী দীপিকা পাড়ুকোনকে দেখাতে নিয়ে গেলেন রণবীর সিং ৷ পাপারাৎজিদের তোলা বলিউডের তারকা দম্পতির যে ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে, তা দেখেই এ কথা মনে হয়েছে ভক্তদের ৷ স্পেশাল স্ক্রিনিং মিস করেছিলেন দীপিকা ৷ তাই তাঁকে নিয়ে মুম্বইয়ের পিভিআর-এ ছবিটি দেখালেন রণবীর ৷ ওই প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে দীপিকা-রণবীরকে ৷ শুক্রবার মুক্তি পায় আরআরকেপিকে ।

কাস্টমাইজড জ্যাকেট পরেন দীপিকা: তাঁদের প্রিয় রসায়নের পাশাপাশি, দীপিকার পোশাকও ভক্তদের প্রশংসা কুড়িয়েছে । ভাইরাল ফুটেজে রণবীরকে কালো পোশাকে দেখা গিয়েছে ৷ সঙ্গে ছিল একটি কালো টুপি, একটি কালো মাস্ক ও কালো সানগ্লাস ৷ দীপিকা একটি ডেনিম জ্যাকেট পরেছিলেন, যেখানে সেলাই করে লেখা ছিল রণবীরের আদ্যক্ষর 'আরএস'৷ শুধু তাই নয়, তাঁর জ্যাকেটের পিছনে রণবীরের একটি বড় ছবিও ছিল । বলিউডের মস্তানির অনন্য ফ্যাশন সেন্স বারবার বিস্মিত করে ভক্তদের । এ বার তিনি তাঁর হাবির সমর্থনে নিজের জ্যাকেটটি কাস্টমাইজ করে তারিফ কুড়োলেন অনুরাগীদের ৷

সেলফি পোস্ট রণবীরের: যখন তাঁরা ফিল্ম দেখতে যাচ্ছিলেন, সেই সময় দীপিকার সঙ্গে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি সুন্দর সেলফি পোস্ট করেন রণবীর । ছবিটির সঙ্গে তিনি একটি পোলও পোস্ট করেন ৷ সেখানে তিনি অনুগামীদের জিজ্ঞাসা করেন যে, দীপিকা কি ছবিটি পছন্দ করবেন ? নাকি করবেন না ৷ উত্তর দেওয়ার অপশনে তিনি লেখেন, 'তিনি পছন্দ করবেন,' 'তিনি হাসবেন' এবং 'চুপ কর চপ্পল খায়েগা' (চুপ করো নয়তো আমি তোমাকে আমার চপ্পল দিয়ে মারব )।

Deepika-Ranveer Watch RRKPK
দীপ-বীরের সেলফি

আরও পড়ুন: বক্স অফিসে দুরন্ত ওপেনিং, রণবীর-আলিয়ার ফিল্মের 2 দিনে আয় 27 কোটি

স্পেশাল স্ক্রিনিং-এ যাননি দীপিকা: পিকু অভিনেত্রী সম্প্রতি অনুষ্ঠিত চলচ্চিত্রটির তারকাখচিত স্পেশাল স্ক্রিনিং মিস করলে তাই নিয়ে চর্চা শুরু হয় ৷ তবে জানা গিয়েছে,দীপিকা হায়দরাবাদে তাঁর পূর্বের কাজের প্রতিশ্রুতির কারণে রকি অর রানি কি প্রেম কাহানি বিশেষ স্ক্রিনিংয়ে অংশ নিতে পারেননি । তবে তিনি তা পুষিয়ে দিয়েছেন, আলিয়া ও রণবীরের সঙ্গে করণ জোহরের বাড়ির পার্টিতে ফিল্মের উদ্বোধনী সেলিব্রেট করে ৷

সম্পর্কে ফাটলের জল্পনায় জল: তবে হাবি রণবীরের সঙ্গে তাঁর সাম্প্রতিক সিনেমা আউটিং তাঁদের মধ্যে ফাটলের সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছে । অভিনেত্রী তাঁর পছন্দের পোশাক পরে সবাইকে চমকে দিয়েছেন ৷ একইসঙ্গে তিনি তাঁর হাবির চলচ্চিত্রের সমর্থনে প্রচারও চালিয়েছেন ৷ ছবিটি ছয় বছরেরও বেশি সময় পর পরিচালক হিসেবে করণ জোহরের প্রত্যাবর্তনকে চিহ্নিত করে ।

ভালো ব্যবসা বক্স অফিসে: এই ছবিতে আলিয়া ভাট এবং রণবীর সিং-এর প্রধান জুটি ছাড়াও জয়া বচ্চন, ধর্মেন্দ্র এবং শাবানা আজমি-সহ আরও অনেকে রয়েছেন ৷ ঘরোয়া বক্স অফিসে 11.10 কোটি টাকা ব্যবসার সম্মানজনক ওপেনিং​-এর পর ছবিটি দ্বিতীয় দিনে ব্যবসা অনেকটা বাড়িয়ে 16 কোটি টাকা আয় করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.