ETV Bharat / entertainment

Oscar 2023: অস্কার মঞ্চে 'নাতু নাতু'র পরিচয় দিয়ে গর্বিত দীপিকা - নাতু নাতু নিয়ে গর্বিত দীপিকা

উত্তেজনা ছিল প্রথম থেকেই ৷ মঞ্চের কেন্দ্রে দাঁড়িয়ে 'নাতু নাতু' গানকে অস্কার মঞ্চে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রথম থেকেই গর্বিত ছিলেন দীপিকা পাড়ুকোন (Naatu Naatu at Oscars) ৷

Etv Bharat
অস্কার মঞ্চে নাতু নাতুর পরিচয় দিয়ে গর্বিত দীপিকা
author img

By

Published : Mar 13, 2023, 10:23 AM IST

Updated : Mar 13, 2023, 11:53 AM IST

হায়দরাবাদ, 13 মার্চ: বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন 95তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডসের অন্যতম উপস্থাপক (Deepika Padukone Presenter at Oscars 2023) ৷ সম্মানিত এই অ্যাওয়ার্ড শো-তে তাঁর উপস্থিতি ছিল বেশ চিত্তাকর্ষক ৷ কালো গাউনে মোহময়ী অবতারে সোমবার অস্কারের মঞ্চে দেখা গিয়েছে তাঁকে ৷ আরআরআর ছবির জনপ্রিয় গান 'নাতু নাতু' গানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য দীপিকা মঞ্চের কেন্দ্রে উপস্থিত হন ৷ কারণ একটাই ৷ অনুষ্ঠানে উপস্থিত কারও কাছে সকলের নাচের জনপ্রিয় 'নাতু নাতু' গানটি যদি অজানা থাকে তাই ৷ দেশ তো বটেই বিদেশেও বহু মানুষকে ইতিমধ্যেই নাচতে দেখা গিয়েছে 'নাতু নাতু'-তে ৷ একইসঙ্গে তিনটি উল্লেখযোগ্য ভারতীয় সিনেমা এবারের অস্কারের মঞ্চে মনোনীত হয়েছে ৷

যে মুহূর্তে দীপিকা 'নাতু নাতু' গানটি নিয়ে বলতে শুরু করেছিলেন সেই সময় একাধিকবার দর্শকদের উল্লাসে তা বাধাপ্রাপ্ত হয় ৷ সেই উত্তেজনা থামাতে এবং ফের এই গান সম্পর্কে বলার আগে বিভিন্ন ভঙ্গিমা নিয়েছিলেন তিনি ৷ তবে এটা বলাই বাহুল্য যে 95 তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে অস্কার মনোনীত দেশীয় ছবির গান 'নাতু নাতু'-কে পরিচয় করিয়ে দেওয়ার সময় গর্বিত ছিলেন দীপিকা ৷ এর জন্য তিনি লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে গায়ক কালাভিরব ও রাহুল সিপলিগঞ্জের 'নাতু নাতু' লাইভ পারফরম্যান্সের পথ দেখিয়েছিলেন (Deepika Padukone Introduces Naatu Naatu at Oscars) ৷

2023 সালের অস্কারে নিকোলাস ঘেসকুয়েরের কাস্টম মেড লুই ভিটল গাউনে বিশ্বে মুগ্ধতা ছড়িয়েছেন দীপিকা ৷ অভিনেত্রীর অস্কারের এই বিশেষ লুক তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও স্টাইলিস্ট শালিনা নাথানি খুব ভালোভাবে করেছিলেন ৷ এই পোশাকে ভীষণ মার্জিত দেখাচ্ছিল দীপিকাকে ৷ 2023 অস্কারের জন্য এই ভিনটেজ লুক বেছে নিয়েছিলেন তিনি ৷ চুল বেঁধেছিলেন বানের সঙ্গে ৷ আর এতেই ভীষণ গ্ল্যামারাস লাগছিল তাঁকে ৷

আরও পড়ুন : অস্কার জিতে ইতিহাস গড়ল 'নাতু নাতু'

হায়দরাবাদ, 13 মার্চ: বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন 95তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডসের অন্যতম উপস্থাপক (Deepika Padukone Presenter at Oscars 2023) ৷ সম্মানিত এই অ্যাওয়ার্ড শো-তে তাঁর উপস্থিতি ছিল বেশ চিত্তাকর্ষক ৷ কালো গাউনে মোহময়ী অবতারে সোমবার অস্কারের মঞ্চে দেখা গিয়েছে তাঁকে ৷ আরআরআর ছবির জনপ্রিয় গান 'নাতু নাতু' গানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য দীপিকা মঞ্চের কেন্দ্রে উপস্থিত হন ৷ কারণ একটাই ৷ অনুষ্ঠানে উপস্থিত কারও কাছে সকলের নাচের জনপ্রিয় 'নাতু নাতু' গানটি যদি অজানা থাকে তাই ৷ দেশ তো বটেই বিদেশেও বহু মানুষকে ইতিমধ্যেই নাচতে দেখা গিয়েছে 'নাতু নাতু'-তে ৷ একইসঙ্গে তিনটি উল্লেখযোগ্য ভারতীয় সিনেমা এবারের অস্কারের মঞ্চে মনোনীত হয়েছে ৷

যে মুহূর্তে দীপিকা 'নাতু নাতু' গানটি নিয়ে বলতে শুরু করেছিলেন সেই সময় একাধিকবার দর্শকদের উল্লাসে তা বাধাপ্রাপ্ত হয় ৷ সেই উত্তেজনা থামাতে এবং ফের এই গান সম্পর্কে বলার আগে বিভিন্ন ভঙ্গিমা নিয়েছিলেন তিনি ৷ তবে এটা বলাই বাহুল্য যে 95 তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে অস্কার মনোনীত দেশীয় ছবির গান 'নাতু নাতু'-কে পরিচয় করিয়ে দেওয়ার সময় গর্বিত ছিলেন দীপিকা ৷ এর জন্য তিনি লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে গায়ক কালাভিরব ও রাহুল সিপলিগঞ্জের 'নাতু নাতু' লাইভ পারফরম্যান্সের পথ দেখিয়েছিলেন (Deepika Padukone Introduces Naatu Naatu at Oscars) ৷

2023 সালের অস্কারে নিকোলাস ঘেসকুয়েরের কাস্টম মেড লুই ভিটল গাউনে বিশ্বে মুগ্ধতা ছড়িয়েছেন দীপিকা ৷ অভিনেত্রীর অস্কারের এই বিশেষ লুক তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও স্টাইলিস্ট শালিনা নাথানি খুব ভালোভাবে করেছিলেন ৷ এই পোশাকে ভীষণ মার্জিত দেখাচ্ছিল দীপিকাকে ৷ 2023 অস্কারের জন্য এই ভিনটেজ লুক বেছে নিয়েছিলেন তিনি ৷ চুল বেঁধেছিলেন বানের সঙ্গে ৷ আর এতেই ভীষণ গ্ল্যামারাস লাগছিল তাঁকে ৷

আরও পড়ুন : অস্কার জিতে ইতিহাস গড়ল 'নাতু নাতু'

Last Updated : Mar 13, 2023, 11:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.