ETV Bharat / entertainment

কবে মুক্তি পাচ্ছে হৃতিক-দীপিকার 'ফাইটার' ট্রেলার, তারিখ ঘোষণা নির্মাতাদের - ফাইটার

Fighter Trailer: অনুরাগীদের অপেক্ষার অবসান হতে চলেছে ৷ হৃতিক রোশন-দীপিকা পাডু়কোন অভিনীত 'ফাইটার' ট্রেলার মুক্তির পাবে কবে, সামনে এল তারিখ ৷

Etv Bharat
আসছে ফাইটার ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 4:54 PM IST

হায়দরাবাদ, 13 জানুয়ারি: প্রথম থেকেই চর্চায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'ফাইটার' ৷ ছবির তিনটি গান মুক্তি পেলেও ট্রেলার কবে আসবে তা নিয়ে প্রতীক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ অবশেষে ছবির নির্মাতারা জনালেন, ট্রেলার মুক্তির তারিখ ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান হল, ছবি মুক্তির 9 দিন আগেই আসবে 'ফাইটার' ট্রেলার ৷

প্রযোজনা সংস্থা মারফ্লিক্স পিকচার্সের তরফে ইন্সটাগ্রাম হ্যান্ডেলে তারকাদের প্রথম ঝলকের পোস্টার শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, "টার্গেট ইজ লকড অ্যান্ড লোডেড ৷ হ্যাশট্যাগ ফাইটার ট্রেলার 15 জানুয়ারি ঠিক দুপুর 12টায় আসবে ৷" ছবির টিজার মুক্তি পায় 2023 সালের 8 ডিসেম্বর ৷ ছোট্ট ঝলকেই নেটিজেনদের নজর কাড়ে এই ছবি ৷ যেখানে হৃতিককে দেখা যাবে স্কোয়াড্রন লিডার সামশের পাঠানিয়া (প্যাটি)-র চরিত্রে ৷ দীপিকাকে দেখা যাবে স্কোয়াড্রন লিডার মিনাল (মিন্নি) রাথোরের ভূমিকায় ৷ অন্যদিকে অনিল কাপুরকে দেখা যাবে গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং (রকি)-এর ভূমিকায় ৷

1 মিনিট 14 সেকেন্ডের টিজারে আকাশপথে যুদ্ধের বেশ কিছু ঝলক তাক লাগিয়েছে অনুরাগীদের ৷ তার সঙ্গে মুক্তি পেয়েছে তিনটি গান যা ইতিমধ্যেই জনপ্রিয় নেটপাড়ায় ৷ পার্টি মুডের গান 'শের খুল গয়ে', রোমান্টিক গান 'ইশক জ্যায়সা কুছ' ও দেশাত্ববোধক গান 'হির আশমানি' গান প্রশংসিত হয়েছে দর্শক দরবারে ৷ সুরকার বিশাল দদলানি ও শেখর রবজিয়ানির গানের ছন্দে মজে সকলেই ৷

এই ছবির হাত ধরেই বলিউড পেতে চলেছে নতুন জুটি হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোনের ৷ 25 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ সূত্রের খবর এই ছবির বাজেট 250 কোটি টাকা ৷ ছবির শুটিংয়ের জন্য সত্যিকারের যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে ৷ অসমের তেজপুর এয়ার ফোর্স স্টেশনে সুখোই যুদ্ধবিমান নিয়ে ছবির শুটিং করা হয়েছে ৷ অন্যদিকে, কাশ্মীরের পহেলগাম বেস ও হায়দরাবাদে দুন্ডিগাল এয়ার ফোর্স অ্যাকাডেমিতেও শুটিং হয়েছে 'ফাইটার' ছবির ৷

আরও পড়ুন:

1. বিমান বিভ্রাটে নষ্ট পাঁচ ঘণ্টা! স্পাইসজেটের পরিষেবায় ক্ষোভ উগরে দিলেন 'খড়কুটো' অভিনেত্রী

2. এআর রহমানের গাড়ি আটকালেন বিদেশি অনুরাগী, তারপর যা হল দেখুন ভিডিয়োয়

3. দেখতে অনেকটা হৃতিকের মতো, হাতে হাত রেখে মুম্বইয়ের রাস্তায় কার সঙ্গে কঙ্গনা!

হায়দরাবাদ, 13 জানুয়ারি: প্রথম থেকেই চর্চায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'ফাইটার' ৷ ছবির তিনটি গান মুক্তি পেলেও ট্রেলার কবে আসবে তা নিয়ে প্রতীক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ অবশেষে ছবির নির্মাতারা জনালেন, ট্রেলার মুক্তির তারিখ ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান হল, ছবি মুক্তির 9 দিন আগেই আসবে 'ফাইটার' ট্রেলার ৷

প্রযোজনা সংস্থা মারফ্লিক্স পিকচার্সের তরফে ইন্সটাগ্রাম হ্যান্ডেলে তারকাদের প্রথম ঝলকের পোস্টার শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, "টার্গেট ইজ লকড অ্যান্ড লোডেড ৷ হ্যাশট্যাগ ফাইটার ট্রেলার 15 জানুয়ারি ঠিক দুপুর 12টায় আসবে ৷" ছবির টিজার মুক্তি পায় 2023 সালের 8 ডিসেম্বর ৷ ছোট্ট ঝলকেই নেটিজেনদের নজর কাড়ে এই ছবি ৷ যেখানে হৃতিককে দেখা যাবে স্কোয়াড্রন লিডার সামশের পাঠানিয়া (প্যাটি)-র চরিত্রে ৷ দীপিকাকে দেখা যাবে স্কোয়াড্রন লিডার মিনাল (মিন্নি) রাথোরের ভূমিকায় ৷ অন্যদিকে অনিল কাপুরকে দেখা যাবে গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং (রকি)-এর ভূমিকায় ৷

1 মিনিট 14 সেকেন্ডের টিজারে আকাশপথে যুদ্ধের বেশ কিছু ঝলক তাক লাগিয়েছে অনুরাগীদের ৷ তার সঙ্গে মুক্তি পেয়েছে তিনটি গান যা ইতিমধ্যেই জনপ্রিয় নেটপাড়ায় ৷ পার্টি মুডের গান 'শের খুল গয়ে', রোমান্টিক গান 'ইশক জ্যায়সা কুছ' ও দেশাত্ববোধক গান 'হির আশমানি' গান প্রশংসিত হয়েছে দর্শক দরবারে ৷ সুরকার বিশাল দদলানি ও শেখর রবজিয়ানির গানের ছন্দে মজে সকলেই ৷

এই ছবির হাত ধরেই বলিউড পেতে চলেছে নতুন জুটি হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোনের ৷ 25 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ সূত্রের খবর এই ছবির বাজেট 250 কোটি টাকা ৷ ছবির শুটিংয়ের জন্য সত্যিকারের যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে ৷ অসমের তেজপুর এয়ার ফোর্স স্টেশনে সুখোই যুদ্ধবিমান নিয়ে ছবির শুটিং করা হয়েছে ৷ অন্যদিকে, কাশ্মীরের পহেলগাম বেস ও হায়দরাবাদে দুন্ডিগাল এয়ার ফোর্স অ্যাকাডেমিতেও শুটিং হয়েছে 'ফাইটার' ছবির ৷

আরও পড়ুন:

1. বিমান বিভ্রাটে নষ্ট পাঁচ ঘণ্টা! স্পাইসজেটের পরিষেবায় ক্ষোভ উগরে দিলেন 'খড়কুটো' অভিনেত্রী

2. এআর রহমানের গাড়ি আটকালেন বিদেশি অনুরাগী, তারপর যা হল দেখুন ভিডিয়োয়

3. দেখতে অনেকটা হৃতিকের মতো, হাতে হাত রেখে মুম্বইয়ের রাস্তায় কার সঙ্গে কঙ্গনা!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.