ETV Bharat / entertainment

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল অর্জুন দত্ত'র 'ডিপফ্রিজ' - goa international film festival 2023

Deep Fridge Movie: গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে অর্জুন দত্ত পরিচালিত ছবি 'ডিপ ফ্রিজ'। উচ্ছ্বসিত পরিচালক ৷

Etv Bharat
অর্জুন দত্ত'র 'ডিপফ্রিজ'
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 9:17 PM IST

কলকাতা, 25 নভেম্বর: গোয়াতে আয়োজিত 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল অর্জুন দত্ত পরিচালিত 'ডিপ ফ্রিজ'। 27 নভেম্বর পানাজির আইনক্সে দুপুর 12:45 মিনিটে প্রদর্শিত হবে এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী। এ ছাড়াও আছেন দেবযানী চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়, শোয়েব কবির, আর্য দাশগুপ্ত প্রমুখ।

পরিচালক অর্জুন বলেন, "বিবাহবিচ্ছেদ আজকের দিনে খুব সহজ একটা ব্যাপার হয়ে উঠেছে। আমি আমার চারপাশে এমন দম্পতিদের দেখেছি যারা সুখী নয় এবং তাঁদের ডিভোর্সও হয়েছে। কিন্তু একটা জিনিস সবসময় আমাকে ভাবিয়েছে পুরানো সম্পর্ক কি পুরোপুরি ক্ষয় হয়ে যায় নাকি হৃদয়ের গভীরে কোথাও না কোথাও তা চিরকাল থেকে যায়? 'ডিপ ফ্রিজ' একজন দম্পতির বিবাহবিচ্ছেদের পর সন্তান-সহ তাঁদের জীবনযাত্রার বর্ণনা দেয়। ছবিটি 54তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে দেখানো হবে। তাই আমি খুশি।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'ডিপ ফ্রিজ'-ছবির গল্প মূলত আবর্তিত হয়েছে প্রাক্তন স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদ পরবর্তী সময়ের অভিজ্ঞতাকে কেন্দ্র করে ৷ নতুন সম্পর্কের ভিড়ে কি পুরোনো সম্পর্কের বুনন শিথিল হয়ে পড়ে? নাকি মনের মধ্যেকার টান রয়ে যায় চিরকাল? কোন উপসংহারে পৌঁছবে হিম শীতল হয়ে আসা এই সম্পর্কের গল্প? তাই শোনাবে অর্জুন দত্তের পরবর্তী ছবি 'ডিপ ফ্রিজ'। ছবিটির অফিসিয়াল টিজার ইতিমধ্যেই এসে গিয়েছে প্রকাশ্যে।

ছবির গল্প ও পরিচালনা দুটি দায়িত্বই সামলেছেন অর্জুন দত্ত। চিত্রনাট্য লিখেছেন অর্জুন দত্ত, আশীর্বাদ মৈত্র। সংলাপ লিখেছেন অর্জুন দত্ত, আশীর্বাদ মৈত্র এবং আত্মদীপ ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনা, গীতিকার এবং ব্যাকগ্রাউন্ড স্কোর সবই সৌম্য ঋতের। কৃষ্ণা কয়ালের নিবেদনে কালার্স অফ ড্রিম এন্টারটেনমেন্টের ব্যানারে আসছে ড্রিপ ফ্রিজ।

আরও পড়ুন:

1. কবে আসছে 'কান্তারা চ্যাপ্টার 1'-এর প্রথম ঝলক! দিনক্ষণ জানালেন নির্মাতারা

2. অনীক দত্তর আসন্ন ছবিতে ক্যামিও রোলে বাম নেতা শতরূপ!

3. সম্পত্তিভাগ অমিতাভ-জয়ার, মেয়ে শ্বেতার তবে কি 'প্রতীক্ষা'র অবসান!

কলকাতা, 25 নভেম্বর: গোয়াতে আয়োজিত 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল অর্জুন দত্ত পরিচালিত 'ডিপ ফ্রিজ'। 27 নভেম্বর পানাজির আইনক্সে দুপুর 12:45 মিনিটে প্রদর্শিত হবে এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী। এ ছাড়াও আছেন দেবযানী চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়, শোয়েব কবির, আর্য দাশগুপ্ত প্রমুখ।

পরিচালক অর্জুন বলেন, "বিবাহবিচ্ছেদ আজকের দিনে খুব সহজ একটা ব্যাপার হয়ে উঠেছে। আমি আমার চারপাশে এমন দম্পতিদের দেখেছি যারা সুখী নয় এবং তাঁদের ডিভোর্সও হয়েছে। কিন্তু একটা জিনিস সবসময় আমাকে ভাবিয়েছে পুরানো সম্পর্ক কি পুরোপুরি ক্ষয় হয়ে যায় নাকি হৃদয়ের গভীরে কোথাও না কোথাও তা চিরকাল থেকে যায়? 'ডিপ ফ্রিজ' একজন দম্পতির বিবাহবিচ্ছেদের পর সন্তান-সহ তাঁদের জীবনযাত্রার বর্ণনা দেয়। ছবিটি 54তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে দেখানো হবে। তাই আমি খুশি।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'ডিপ ফ্রিজ'-ছবির গল্প মূলত আবর্তিত হয়েছে প্রাক্তন স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদ পরবর্তী সময়ের অভিজ্ঞতাকে কেন্দ্র করে ৷ নতুন সম্পর্কের ভিড়ে কি পুরোনো সম্পর্কের বুনন শিথিল হয়ে পড়ে? নাকি মনের মধ্যেকার টান রয়ে যায় চিরকাল? কোন উপসংহারে পৌঁছবে হিম শীতল হয়ে আসা এই সম্পর্কের গল্প? তাই শোনাবে অর্জুন দত্তের পরবর্তী ছবি 'ডিপ ফ্রিজ'। ছবিটির অফিসিয়াল টিজার ইতিমধ্যেই এসে গিয়েছে প্রকাশ্যে।

ছবির গল্প ও পরিচালনা দুটি দায়িত্বই সামলেছেন অর্জুন দত্ত। চিত্রনাট্য লিখেছেন অর্জুন দত্ত, আশীর্বাদ মৈত্র। সংলাপ লিখেছেন অর্জুন দত্ত, আশীর্বাদ মৈত্র এবং আত্মদীপ ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনা, গীতিকার এবং ব্যাকগ্রাউন্ড স্কোর সবই সৌম্য ঋতের। কৃষ্ণা কয়ালের নিবেদনে কালার্স অফ ড্রিম এন্টারটেনমেন্টের ব্যানারে আসছে ড্রিপ ফ্রিজ।

আরও পড়ুন:

1. কবে আসছে 'কান্তারা চ্যাপ্টার 1'-এর প্রথম ঝলক! দিনক্ষণ জানালেন নির্মাতারা

2. অনীক দত্তর আসন্ন ছবিতে ক্যামিও রোলে বাম নেতা শতরূপ!

3. সম্পত্তিভাগ অমিতাভ-জয়ার, মেয়ে শ্বেতার তবে কি 'প্রতীক্ষা'র অবসান!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.