ETV Bharat / entertainment

Sara-Manushi Jet off for Cannes: হাতছানি দিচ্ছে কানের লাল গালিচা, ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হলেন সারা-মানুষী - সারা আলি খান

কানের লাল গালিচায় অভিষেক করতে তৈরি সারা আলি খান এবং মানুষী চিল্লার ৷ সোমবার রাতে তাঁদের দেখা গেল মুম্বই বিমান বন্দরে ৷

Sara Manushi Jet off for Cannes
কানের উদ্দেশ্য়ে উড়াল দিলেন সারা মানুষী
author img

By

Published : May 16, 2023, 3:33 PM IST

হায়দরাবাদ, 16 মে: বলি সুন্দরী সারা আলি খান এবং প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার এবছর আত্মপ্রকাশ করছেন কানের লাল গালিচায় ৷ ইতিমধ্যেই তা নিয়ে বেশ উৎসাহী অনুরাগীরা ৷ সোমবার মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন এই দুই সুন্দরী ৷ বলাই যায়, স্বপ্নের উড়ানে ফ্রান্সে পাড়ি দিলেন দুই বলি তনয়া ৷

বিজয় বর্মা এবং ঊর্বশী রাউতেলার মতো অনেকে ইতিমধ্য়েই পৌঁছে গিয়েছেন ফ্রেঞ্চ রিভেরায় ৷ এবার অভিজাত কান ফিল্ম ফেস্টিভ্যাল গণ্যমান্যদের চোখ ধাঁধিয়ে দিতে তৈরি আরও দুই বলি সুন্দরী ৷ মানুষী এবং সারাকে সোমবার রাতে দেখা যায় মুম্বই বিমানবন্দরে ৷ দু'জনেই এদিন ক্য়ামেরার সামনে ধরা দেন একেবারে ক্যাজুয়াল লুকে ৷ পাপারাৎজিদের তোলা ভিডিয়োতে দেখা গিয়েছে কালো জ্যাকেট এবং স্কিনি ডেনিমে নিজেকে সাজিয়েছেন সারা ৷ আর অন্যদিকে মানুষীকে এদিন দেখা যায় সাদা ট্যাঙ্ক টপ আর ডেনিম জিন্সে ৷ দুই সুন্দরীকেই কানের লাল গালিচায় দেখতে মুখিয়ে আছেন অনুরাগীরা ৷

76তম কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার থেকেই ৷ চলবে 27 মে পর্যন্ত ৷ এবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে শুধু সারা-মানুষী নন অভিষেক হতে চলেছে বিরাট-পত্নী অনুষ্কা শর্মাও ৷ অভিষেক হতে চলেছে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডলি সিংয়েরও ৷ আবার অন্য়দিকে ঈশা গুপ্তাকেও দেখা যাবে এই উৎসবে ৷ এছাড়া ঐশ্বর্য রাই বচ্চন প্রতিবছরের মতো এবারও থাকছেন কানের লাল গালিচায় ৷

উৎসবে হাজির থাকবেন অস্কারজয়ী নির্মাতা গুণিত মোঙ্গাও ৷ কান ফিল্ম ফেস্টিভ্যালে এবার দেখানো হবে অনুরাগ কাশ্যপের 'কেনেডি', কানু বহেল পরিচালিত 'আগ্রা'র মতো ভারতীয় ছবিগুলি ৷ সূত্রের খবর, পরিচালক অনুরাগ কাশ্য়পও উপস্থিত থাকতে পারেন কানে ৷ তাঁর সঙ্গে থাকবেন অনুরাগের নতুন ছবির প্রধান চরিত্র রাহুল ভাটও ৷

আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে হাজির কারা কারা ? দেখানো হবে কোন ছবি ? দেখুন একনজরে

হায়দরাবাদ, 16 মে: বলি সুন্দরী সারা আলি খান এবং প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার এবছর আত্মপ্রকাশ করছেন কানের লাল গালিচায় ৷ ইতিমধ্যেই তা নিয়ে বেশ উৎসাহী অনুরাগীরা ৷ সোমবার মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন এই দুই সুন্দরী ৷ বলাই যায়, স্বপ্নের উড়ানে ফ্রান্সে পাড়ি দিলেন দুই বলি তনয়া ৷

বিজয় বর্মা এবং ঊর্বশী রাউতেলার মতো অনেকে ইতিমধ্য়েই পৌঁছে গিয়েছেন ফ্রেঞ্চ রিভেরায় ৷ এবার অভিজাত কান ফিল্ম ফেস্টিভ্যাল গণ্যমান্যদের চোখ ধাঁধিয়ে দিতে তৈরি আরও দুই বলি সুন্দরী ৷ মানুষী এবং সারাকে সোমবার রাতে দেখা যায় মুম্বই বিমানবন্দরে ৷ দু'জনেই এদিন ক্য়ামেরার সামনে ধরা দেন একেবারে ক্যাজুয়াল লুকে ৷ পাপারাৎজিদের তোলা ভিডিয়োতে দেখা গিয়েছে কালো জ্যাকেট এবং স্কিনি ডেনিমে নিজেকে সাজিয়েছেন সারা ৷ আর অন্যদিকে মানুষীকে এদিন দেখা যায় সাদা ট্যাঙ্ক টপ আর ডেনিম জিন্সে ৷ দুই সুন্দরীকেই কানের লাল গালিচায় দেখতে মুখিয়ে আছেন অনুরাগীরা ৷

76তম কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার থেকেই ৷ চলবে 27 মে পর্যন্ত ৷ এবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে শুধু সারা-মানুষী নন অভিষেক হতে চলেছে বিরাট-পত্নী অনুষ্কা শর্মাও ৷ অভিষেক হতে চলেছে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডলি সিংয়েরও ৷ আবার অন্য়দিকে ঈশা গুপ্তাকেও দেখা যাবে এই উৎসবে ৷ এছাড়া ঐশ্বর্য রাই বচ্চন প্রতিবছরের মতো এবারও থাকছেন কানের লাল গালিচায় ৷

উৎসবে হাজির থাকবেন অস্কারজয়ী নির্মাতা গুণিত মোঙ্গাও ৷ কান ফিল্ম ফেস্টিভ্যালে এবার দেখানো হবে অনুরাগ কাশ্যপের 'কেনেডি', কানু বহেল পরিচালিত 'আগ্রা'র মতো ভারতীয় ছবিগুলি ৷ সূত্রের খবর, পরিচালক অনুরাগ কাশ্য়পও উপস্থিত থাকতে পারেন কানে ৷ তাঁর সঙ্গে থাকবেন অনুরাগের নতুন ছবির প্রধান চরিত্র রাহুল ভাটও ৷

আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে হাজির কারা কারা ? দেখানো হবে কোন ছবি ? দেখুন একনজরে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.