কলকাতা, 29 নভেম্বর: বাংলা চলচ্চিত্র পরিচালকের তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম ৷ তিনি শর্মিষ্ঠা দেব(New Film Titli Cottage) ৷ এর আগে বড় পর্দার জন্য তিনি বানিয়েছেন 'কাদম্বরী আজও', 'উদবাস্তু'। 'কাদম্বরী আজও' মুক্তি পেয়েছে এবছরই । আর পোস্ট প্রোডাকশন চলছে 'উদবাস্তু'র । এছাড়া শর্মিষ্ঠা বানিয়েছেন 'অর্কিড' নামের ওয়েব ফিল্ম । 'কাদম্বরী আজও'-তে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী ছিলেন মুখ্য ভূমিকায় ।
প্রসঙ্গত, ভূতের ছবি দেখতে দর্শক আজ নয়, যুগ যুগ ধরে একইভাবে পছন্দ করে আসছে । তা সে বাংলায় হোক বা হিন্দি কিংবা ইংরেজি । একইভাবে গা ছমছমে ভূতের গল্প হোক বা কমেডি সমৃদ্ধ ভূতের গল্প- ভূত থাকলেই আগ্রহের পারদ চড়ে দর্শকের মনে । 'ভূতের ভবিষ্যৎ', 'ভবিষ্যতের ভূত', 'বল্লভপুরের রূপকথা'-সহ আছে আরও বেশ কিছু নাম । সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে 'তিতলি কটেজ'। ছবিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দেবশ্রী রায় রয়েছেন একটি চমকপ্রদ চরিত্রে( Debasree Roy New Film Titli Cottage) ।
'সর্বজয়া' ধারাবাহিক শেষ হওয়ার পর এবার অনেকদিন পর বড় পর্দায় অভিনেত্রী। এই ছবিতে একজন বিজনেস টাইকুনের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 'তিতলি কটেজ'-এর শুটিং । তিনচুলে এবং কলকাতায় হচ্ছে শুটিং । এই ছবিতে রয়েছেন দেবশ্রী রায়, রাজ ভট্টাচার্য, রূপসা চট্টোপাধ্যায়, রাজদীপ সরকার, অংশু বাচ, গার্গী সেনগুপ্ত প্রমুখ(New Film Titli Cottage is Coming Soon)।
আরও পড়ুন: কলকাতায় 'ইন্ডিয়া লকডাউন' এর প্রিমিয়ার দেখলেন মধুর ভান্ডারকার
উল্লেখ্য, অভিনয় করতে দেখা যাবে আসামের প্রথম সারির অভিনেত্রী নিশীতা গোস্বামীকে । রয়েছে শিশু শিল্পী দেবাংশী পাল । প্রসঙ্গত, দেবাংশী এবং গার্গী দু'জনেই এই ছবিতে ডেবিউ করছেন । ছবির গল্পের বিষয়ে জানতে চাইলে শর্মিষ্ঠা দেব বলেন, "এটা একটা মিষ্টি ভূতের গল্প । ছবিতে ভয়ের সঙ্গে সঙ্গে দর্শক আনন্দও পাবেন । এই ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন শুভম রায় । ছবির ডিওপি করছেন শঙ্খদ্বীপ মান্না ।" চলতি বছরে 'তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল'এ দেখানো হবে শর্মিষ্ঠা দেব পরিচালিত বাংলা ছবি 'কাদম্বরী আজও'। আর তা নিয়েও বেশ উচ্ছ্বসিত তিনি।