ETV Bharat / entertainment

Dawshom Awbotaar In London: বাংলায় লক্ষ্মীলাভের পর এবার লন্ডনে সৃজিত-বুম্বার 'দশম অবতার' - প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

এবার লন্ডনে মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের 'দশম অবতার' ৷ ইতিমধ্যেই বাংলার বক্স অফিসে লক্ষ্মীলাভ করেছে ছবি ৷ 7 দিনেই ছবির আয় নাকি ছাড়িয়েছে 4.50 কোটি ৷ এবার বিদেশে কেমন আয় করে ছবিটি সেটাই দেখার ৷

Dawshom Awbotaar In London
লন্ডনে সৃজিত বুম্বার দশম অবতার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 7:06 PM IST

কলকাতা, 27 অক্টোবর: পুজোয় মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের 'দশম অবতার' ছবিটি ৷ বৃহস্পতিবার ছবির সাকসেস পার্টি আয়োজিত হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি 'উৎসব'-এ । বসল চাঁদের হাট ৷ হাজির কোয়েল মল্লিক, অঙ্কুশ হাজরা থেকে শুরু করে রাজ চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ টলিউডের বহু তারকা ৷ আর তার ঠিক পরদিনই প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে 'দশম অবতার' মুক্তি পেতে চলেছে লন্ডনে ।

19 অক্টোবর রিলিজ করে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। প্রযোজনা সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও বেশ সফল এই ছবি ৷ 'দশম অবতার'-এর আয় ছাড়িয়েছে 4.5 কোটিরও বেশি । যা পুজোয় মুক্তি পাওয়া অন্যান্য বাংলা ছবিগুলির তুলনায় অনেকটাই বেশি ৷ আর এবার লন্ডন এবং বার্মিংহামের মানুষদের মনোরঞ্জন করতে চলেছে সৃজিতের ছবি । লন্ডনের বিভিন্ন এলাকায় মানুষ এই ছবিটি দেখতে পাবেন জলে জানা গিয়েছে ।
19 অক্টোবর একইসঙ্গে চারটি ছবি মুক্তি পেলেও পুজোর আবহে শুরু থেকেই এই ছবি নিয়ে দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে । সুতরাং খানিকটা এগিয়েই ছিল প্রবীর-পোদ্দার জুটি । অ্যাডভান্স বুকিং ইঙ্গিত দিয়েছিল দর্শকদের আগ্রহ রয়েছে ' দশম অবতার' ঘিরে । এসভিএফ সূত্রে খবর, 6 দিনে 4.15 কোটির ব্যবসা করেছিল এই ছবি । সাত নম্বর দিনে দশম অবতারের ঝুলিতে এল আরও 35 লক্ষ টাকা । সব মিলিয়ে সাত দিনে এই ছবির কালেকশন 4.50 কোটি টাকা । সুতরাং বলাই বাহুল্য, একাদশী পর্যন্ত বাংলার বক্স অফিসে বাজিমাত করল প্রবীর-পোদ্দার থুড়ি প্রসেনজিৎ এবং অনির্বাণ জুটি ।

আরও পড়ুন: 'আমার করা সবচেয়ে ভয়ংকর চরিত্র', 'অপূর্ব' ছবি নিয়ে বললেন বাঙালি অভিনেতা অভিষেক

অনেকদিন পর জুটিতে ফিরলেন সৃজিত এবং প্রসেনজিৎ । ওদিকে ছয় বছর পর সৃজিতের ছবিতে দেখা গেল জয়া আহসানকে । অন্যদিকে অনির্বাণ আর যীশুও এই প্রথম স্ক্রিন শেয়ার করলেন।

কলকাতা, 27 অক্টোবর: পুজোয় মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের 'দশম অবতার' ছবিটি ৷ বৃহস্পতিবার ছবির সাকসেস পার্টি আয়োজিত হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি 'উৎসব'-এ । বসল চাঁদের হাট ৷ হাজির কোয়েল মল্লিক, অঙ্কুশ হাজরা থেকে শুরু করে রাজ চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ টলিউডের বহু তারকা ৷ আর তার ঠিক পরদিনই প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে 'দশম অবতার' মুক্তি পেতে চলেছে লন্ডনে ।

19 অক্টোবর রিলিজ করে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। প্রযোজনা সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও বেশ সফল এই ছবি ৷ 'দশম অবতার'-এর আয় ছাড়িয়েছে 4.5 কোটিরও বেশি । যা পুজোয় মুক্তি পাওয়া অন্যান্য বাংলা ছবিগুলির তুলনায় অনেকটাই বেশি ৷ আর এবার লন্ডন এবং বার্মিংহামের মানুষদের মনোরঞ্জন করতে চলেছে সৃজিতের ছবি । লন্ডনের বিভিন্ন এলাকায় মানুষ এই ছবিটি দেখতে পাবেন জলে জানা গিয়েছে ।
19 অক্টোবর একইসঙ্গে চারটি ছবি মুক্তি পেলেও পুজোর আবহে শুরু থেকেই এই ছবি নিয়ে দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে । সুতরাং খানিকটা এগিয়েই ছিল প্রবীর-পোদ্দার জুটি । অ্যাডভান্স বুকিং ইঙ্গিত দিয়েছিল দর্শকদের আগ্রহ রয়েছে ' দশম অবতার' ঘিরে । এসভিএফ সূত্রে খবর, 6 দিনে 4.15 কোটির ব্যবসা করেছিল এই ছবি । সাত নম্বর দিনে দশম অবতারের ঝুলিতে এল আরও 35 লক্ষ টাকা । সব মিলিয়ে সাত দিনে এই ছবির কালেকশন 4.50 কোটি টাকা । সুতরাং বলাই বাহুল্য, একাদশী পর্যন্ত বাংলার বক্স অফিসে বাজিমাত করল প্রবীর-পোদ্দার থুড়ি প্রসেনজিৎ এবং অনির্বাণ জুটি ।

আরও পড়ুন: 'আমার করা সবচেয়ে ভয়ংকর চরিত্র', 'অপূর্ব' ছবি নিয়ে বললেন বাঙালি অভিনেতা অভিষেক

অনেকদিন পর জুটিতে ফিরলেন সৃজিত এবং প্রসেনজিৎ । ওদিকে ছয় বছর পর সৃজিতের ছবিতে দেখা গেল জয়া আহসানকে । অন্যদিকে অনির্বাণ আর যীশুও এই প্রথম স্ক্রিন শেয়ার করলেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.