ETV Bharat / entertainment

Ram Charan Baby Naming Ceremony: মেয়ের নামকরণ অনুষ্ঠান, ফুল মালায় সাজল রাম চরণের বাড়ি - mega princess naming ceremony

বিয়ের 11 বছর পর গত 20 জুন বাবা হয়েছেন রাম চরণ ৷ শুক্রবার হতে চলেছে এই কন্যার নামকরণ অনুষ্ঠান ৷

Ram Charan Baby Naming Ceremony
আজ রাম চরণের কন্যার নামকরণ অনুষ্ঠান
author img

By

Published : Jun 30, 2023, 4:22 PM IST

হায়দরাবাদ, 30 জুন: বিয়ের 11 বছর পর মা হয়েছেন অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনি ৷ 20 জুন রাতে উপাসনা জন্ম দেন এক কন্যার ৷ স্বাভাবিকভাবেই এখন আনন্দে মেতে উঠেছে গোটা পরিবার ৷ রাম চরণের বাবা মেগাস্টার চিরঞ্জীবীও কয়েকদিন আগেই জানিয়েছিলেন তাঁর পরিবারে নতুন সদস্যের আগমনে ঠিক কতখানি খুশি তিনি ৷ এবার তোড়জোড় শুরু হয়ে গিয়েছ রাম চরণ কন্যার নামকরণের অনুষ্ঠান নিয়ে ৷ খবর অনুযায়ী 30 জুন হতে চলেছে এই বিশেষ অনুষ্ঠান ৷

কোথায় হবে নামকরণ অনুষ্ঠান:

সম্প্রতি একটি ভিডিয়ো বার্তার মাধ্য়মে উপাসনা জানিয়েছিলেন শুক্রবার হতে চলেছে এই নামকরণের বিশেষ অনুষ্ঠান ৷ জানা গিয়েছে, হায়দরাবাদেই হতে চলেছে এই অনুষ্ঠানটি ৷ উপাসনা সম্প্রতি আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে, ঘর সাজানোর কাজও শুরু হয়ে গিয়েছে ৷ ফুল দিয়ে সাজানো হচ্ছে সারা বাড়ি ৷ অনেক সংবাদমাধ্যম এও বলছে আজই মেয়ের নাম ভক্তদের জানাতে পারেন রাম চরণ-উপাসনা ৷

মেয়ের মুখ এখনও সামনে আনেননি রাম চরণ:

বিরাট কোহলি থেকে রণবীর কাপুর মেয়ের মুখ আজকাল অনুরাগীদের দেখানোর পক্ষপাতী নন অনেক তারকাই ৷ যার জেরে সেলেব কন্যাদের অনেকেই এখনও একবারও ক্যামেরার সামনে আসেনি ৷ কয়েকদিন আগে মেয়ের মুখ প্রকাশ্য়ে এনেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তবে দেবী কিংবা রাহাদের মুখ এখনও পর্দার অন্তরালে ৷ একইভাবে মেয়ের মুখ দেখাননি রাম চরণ-উপসনাও ৷ তবে অভিনেতার কন্য়ার নাম কী হতে চলেছে তা হয়তো আজ জানতে পারবেন ভক্তরা ৷

আরও পড়ুন: অবহেলিত মেয়ের উপাখ্যান ! যৌনপল্লীর অন্ধকারে আলো ফেলবে বাপ্পার 'নাজিয়া'

অভিনয়ের কথা বলতে গেলে, রাম চরণের হাতে এখন বেশ কয়েকটি কাজ রয়েছে ৷ তাঁকে আগামীতে দেখা যাবে শঙ্করের পরিচালিত 'গেমচেঞ্জার' ছবিতে ৷ এটি রাম চরণের 15তম প্রোজেক্ট ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন কিয়ারা আদবানিও ৷ যদিও এই ছবির মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷

হায়দরাবাদ, 30 জুন: বিয়ের 11 বছর পর মা হয়েছেন অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনি ৷ 20 জুন রাতে উপাসনা জন্ম দেন এক কন্যার ৷ স্বাভাবিকভাবেই এখন আনন্দে মেতে উঠেছে গোটা পরিবার ৷ রাম চরণের বাবা মেগাস্টার চিরঞ্জীবীও কয়েকদিন আগেই জানিয়েছিলেন তাঁর পরিবারে নতুন সদস্যের আগমনে ঠিক কতখানি খুশি তিনি ৷ এবার তোড়জোড় শুরু হয়ে গিয়েছ রাম চরণ কন্যার নামকরণের অনুষ্ঠান নিয়ে ৷ খবর অনুযায়ী 30 জুন হতে চলেছে এই বিশেষ অনুষ্ঠান ৷

কোথায় হবে নামকরণ অনুষ্ঠান:

সম্প্রতি একটি ভিডিয়ো বার্তার মাধ্য়মে উপাসনা জানিয়েছিলেন শুক্রবার হতে চলেছে এই নামকরণের বিশেষ অনুষ্ঠান ৷ জানা গিয়েছে, হায়দরাবাদেই হতে চলেছে এই অনুষ্ঠানটি ৷ উপাসনা সম্প্রতি আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে, ঘর সাজানোর কাজও শুরু হয়ে গিয়েছে ৷ ফুল দিয়ে সাজানো হচ্ছে সারা বাড়ি ৷ অনেক সংবাদমাধ্যম এও বলছে আজই মেয়ের নাম ভক্তদের জানাতে পারেন রাম চরণ-উপাসনা ৷

মেয়ের মুখ এখনও সামনে আনেননি রাম চরণ:

বিরাট কোহলি থেকে রণবীর কাপুর মেয়ের মুখ আজকাল অনুরাগীদের দেখানোর পক্ষপাতী নন অনেক তারকাই ৷ যার জেরে সেলেব কন্যাদের অনেকেই এখনও একবারও ক্যামেরার সামনে আসেনি ৷ কয়েকদিন আগে মেয়ের মুখ প্রকাশ্য়ে এনেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তবে দেবী কিংবা রাহাদের মুখ এখনও পর্দার অন্তরালে ৷ একইভাবে মেয়ের মুখ দেখাননি রাম চরণ-উপসনাও ৷ তবে অভিনেতার কন্য়ার নাম কী হতে চলেছে তা হয়তো আজ জানতে পারবেন ভক্তরা ৷

আরও পড়ুন: অবহেলিত মেয়ের উপাখ্যান ! যৌনপল্লীর অন্ধকারে আলো ফেলবে বাপ্পার 'নাজিয়া'

অভিনয়ের কথা বলতে গেলে, রাম চরণের হাতে এখন বেশ কয়েকটি কাজ রয়েছে ৷ তাঁকে আগামীতে দেখা যাবে শঙ্করের পরিচালিত 'গেমচেঞ্জার' ছবিতে ৷ এটি রাম চরণের 15তম প্রোজেক্ট ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন কিয়ারা আদবানিও ৷ যদিও এই ছবির মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.