ETV Bharat / entertainment

Darshana New Video: 'কত পরিশ্রম করছে গো বাচ্চা মেয়েটা', নতুন রিলস নিয়ে কটাক্ষের শিকার দর্শনা - Darshana New Fitness Video

সোমবার সকালে নতুন ফিটনেস ভিডিয়ো পোস্ট করলেন দর্শনা বণিক ৷ কেউ করলেন কটাক্ষ আবার কারও মন জয় করে নিল নায়িকার এই নতুন রিলস ৷

Darshana New Fitness Video
নতুন ফিটনেস ভিডিয়ো নিয়ে কটাক্ষের শিকার দর্শনা
author img

By

Published : Jun 12, 2023, 11:37 AM IST

কলকাতা, 12 জুন: রূপ-সৌন্দর্য যেমনই হোক না কেন তা ধরে রাখতে গেলে রীতিমতো চর্চার প্রয়োজন ৷ মালাইকা আরোরা, শিল্পা শেট্টিদের মতো বলি ডিভারা দেখিয়ে দিয়েছেন শরীরে বয়সের ছাপ ফেলতে না চাইলে যোগ ব্যায়াম থেকে শুরু করে শরীরচর্চা করতেই হবে ৷ ফিটনেস নিয়ে চর্চা এখন সর্বত্র ৷ বলিউডের পাশাপাশি টলিউডের সুন্দরীরাও আজকাল মাঝেমধ্যেই তাঁদের জিম সেশনের ছবি বা ভিডিয়ো পোস্ট করেই থাকেন ৷ এবার এই তালিকায় যোগ হল দর্শনা বণিকের নাম ৷

দর্শণা এখন টলিউড বলিউড দুই ক্ষেত্রেই পরিচিত মুখ ৷ বলিউডে তিনি কাজ করছেন অনুরাগ বসুর মেট্রো ইনদিনো ছবিতে ৷ আবার বাংলায় তাঁর হাতে রয়েছে 'গুডবাই ভেনিস'-এর মতো ছবি ৷ এই ছবিতে স্ক্রিন শেয়ার করবেন নীল ভট্টাচার্য এবং সৌরভ দাসের সঙ্গে ৷ পাশাপাশি আবার হিন্দি ছবি 'নোটারি'-তে তাঁকে দেখা যাবে পরমব্রতর সঙ্গে ৷ সেই দর্শনা সোমবার মাতলেন শরীরচর্চায় ৷

লরির একটি বড় টায়ার কতবার উলটে ফেলতে পারেন সেটাই দেখছিলেন নায়িকা ৷ একসঙ্গে বার দশেক টায়ার ফ্লিপ করতে দেখা গেল দর্শনাকে ৷ নায়িকার পরণে এদিন ছিল কালো টপ আর কালো লেগিন্স ৷ ভিডিয়ো ক্যাপশনে এদিন নায়িকা লেখেন, "একবারে কতগুলো টায়ার ফ্লিপ করতে পারবেন আপনি? কমেন্টে লিখুন ৷ অথবা আপনার স্টোরিতে আমাকে ট্যাগ করুন ৷"

আরও পড়ুন: 50 কোটির ক্লাবে, হিট তকমা পেয়ে গেল 'জরা হাটকে জরা বাঁচকে'

দর্শনার এই ভিডিয়ো বেশ পছন্দ করেছেন তাঁর অনুরাগীরা ৷ কেউ লিখেছেন, 'অসাধারণ' ৷ কেউ আবার লিখেছেন, 'সুন্দর রিলস ভিডিয়ো ৷' আবার কেউ কেউ আশ্রয় নিয়েছেন কটাক্ষের ৷ লিখেছেন, 'আহা কত পরিশ্রম করছে গো বাচ্চা মেয়েটা ৷' যদিও অভিনেতা অভিনেত্রীদের জীবনে এসব রোজকার বিষয় ৷ তাই বেশিরভাগ নায়িকাই দর্শকের এই ধরনের কু-মন্তব্যে কান দেন না ৷

কলকাতা, 12 জুন: রূপ-সৌন্দর্য যেমনই হোক না কেন তা ধরে রাখতে গেলে রীতিমতো চর্চার প্রয়োজন ৷ মালাইকা আরোরা, শিল্পা শেট্টিদের মতো বলি ডিভারা দেখিয়ে দিয়েছেন শরীরে বয়সের ছাপ ফেলতে না চাইলে যোগ ব্যায়াম থেকে শুরু করে শরীরচর্চা করতেই হবে ৷ ফিটনেস নিয়ে চর্চা এখন সর্বত্র ৷ বলিউডের পাশাপাশি টলিউডের সুন্দরীরাও আজকাল মাঝেমধ্যেই তাঁদের জিম সেশনের ছবি বা ভিডিয়ো পোস্ট করেই থাকেন ৷ এবার এই তালিকায় যোগ হল দর্শনা বণিকের নাম ৷

দর্শণা এখন টলিউড বলিউড দুই ক্ষেত্রেই পরিচিত মুখ ৷ বলিউডে তিনি কাজ করছেন অনুরাগ বসুর মেট্রো ইনদিনো ছবিতে ৷ আবার বাংলায় তাঁর হাতে রয়েছে 'গুডবাই ভেনিস'-এর মতো ছবি ৷ এই ছবিতে স্ক্রিন শেয়ার করবেন নীল ভট্টাচার্য এবং সৌরভ দাসের সঙ্গে ৷ পাশাপাশি আবার হিন্দি ছবি 'নোটারি'-তে তাঁকে দেখা যাবে পরমব্রতর সঙ্গে ৷ সেই দর্শনা সোমবার মাতলেন শরীরচর্চায় ৷

লরির একটি বড় টায়ার কতবার উলটে ফেলতে পারেন সেটাই দেখছিলেন নায়িকা ৷ একসঙ্গে বার দশেক টায়ার ফ্লিপ করতে দেখা গেল দর্শনাকে ৷ নায়িকার পরণে এদিন ছিল কালো টপ আর কালো লেগিন্স ৷ ভিডিয়ো ক্যাপশনে এদিন নায়িকা লেখেন, "একবারে কতগুলো টায়ার ফ্লিপ করতে পারবেন আপনি? কমেন্টে লিখুন ৷ অথবা আপনার স্টোরিতে আমাকে ট্যাগ করুন ৷"

আরও পড়ুন: 50 কোটির ক্লাবে, হিট তকমা পেয়ে গেল 'জরা হাটকে জরা বাঁচকে'

দর্শনার এই ভিডিয়ো বেশ পছন্দ করেছেন তাঁর অনুরাগীরা ৷ কেউ লিখেছেন, 'অসাধারণ' ৷ কেউ আবার লিখেছেন, 'সুন্দর রিলস ভিডিয়ো ৷' আবার কেউ কেউ আশ্রয় নিয়েছেন কটাক্ষের ৷ লিখেছেন, 'আহা কত পরিশ্রম করছে গো বাচ্চা মেয়েটা ৷' যদিও অভিনেতা অভিনেত্রীদের জীবনে এসব রোজকার বিষয় ৷ তাই বেশিরভাগ নায়িকাই দর্শকের এই ধরনের কু-মন্তব্যে কান দেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.