ETV Bharat / entertainment

সাত পাকে বাঁধা পড়লেন মুক্তি-কুণাল, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা অনুরাগীদের - Animal actor Kunal Thakur

Mukti Mohan Weeding: বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা-নৃত্যশিল্পী মুক্তি মোহন ৷ 'অ্যানিম্যাল' খ্যাত অভিনেতা কুণাল ঠাকুরের সঙ্গে নতুন পথ চলা শুরু মুক্তির ৷ শুভেচ্ছা অনুরাগীদের ৷

Mukti Mohan Weeding
নবদম্পতি মুক্তি-কুণাল
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 7:28 PM IST

হায়দরাবাদ, 10 ডিসেম্বর: সাত পাকে বাঁধা পড়লেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুক্তি মোহন ৷ 'অ্যানিম্যাল'-খ্যাত অভিনেতা কুণাল ঠাকুরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তিনি ৷ রবিবার ছবি প্রকাশ্যে আসতেই নিমেষে ভাইরাল ৷ নবদম্পতি শুভেচ্ছা কুড়োলেন নেটদুনিয়ায় ৷

একাধিক বিয়ের ছবি শেয়ার করে মুক্তি লিখেছেন, "ত্বয়ি সম্প্রেক্ষ্যা ভগবংস্তবায় হি বিবাহতে। তোমার মধ্যে আমি ঐশ্বরিক সংযোগ অনুভব করেছি ৷ আমার গন্তব্য তোমার দিকেই ছিল ৷ ভগবান, পরিবারের আশীর্বাদ ও বন্ধুদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ ৷ স্বামী-স্ত্রী হিসাবে জীবনের নতুন পথ চলায় আশীর্বাদ ও শুভেচ্ছা চাই সকলের ৷" হ্যাশট্যাগে লিখেছেন কুণাল কো মিলি মুক্তি ৷

শক্তি মোহনও বোন মুক্তির ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ ক্যাপশনে লিখেছেন, "দুজনকেই সারাজীবনের জন্য অনেক ভালোবাসা, শুভেচ্ছা ৷ নবদম্পতি খুশিকে থাকুক, আনন্দে থাকুক ৷" শুভেচ্ছা জানিয়েছেন সুবরা সইত, মিয়াং চ্যাং, নাকুল মেহতা, রেশমি দেশাই-সহ আরও অনেকে ৷ শনিবার আয়ুষ্মান খুরানার স্ত্রী ও লেখক তাহিরা কাশ্যপ সোশাল মিডিয়ায় মুক্তি মোহনের প্রি-ওয়েডিং অনুষ্ঠানের ছবি ও ভিডিয়ো শেয়ার করেন ৷ কেশরিয়া গানে তাল দিতে দেখা যায় মুক্তি ও কুণালকে ৷

মুক্তি মোহন একাধিক টেলিভিশন শোয়ের সঙ্গে যুক্ত ছিলেন ৷ 'জরা নাচকে দিখা 2', 'কমেডি সার্কাস কা জাদু', 'ঝলক দিখলা জা 6', 'ফিয়ার ফ্যাক্টর: খতরো কি খিলাড়ি 7'-এর মতো শোয়ে দেখা গিয়েছে তাঁকে ৷ মুক্তি মোহন ও তাঁর দিদি শক্তি মোহন-নীতি মোহন দুর্দান্ত নৃত্যশিল্পী ৷ পাশাপাশি নীতি বি-টাউনের একজন ব্যস্ত গায়িকাও বটে ৷ অন্যদিকে কুণাল কাপুর একজন মডেল-অভিনেতা ৷ 'কবীর' সিং ছবিতে সহ-অভিনেতার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷ 2018 সালে বালাজি টেলিফিল্মসের জনপ্রিয় ধারাবাহিক 'কসৌটি জিন্দেগি কি'-তে দেখা গিয়েছে কুণালকে ৷ সম্প্রতি 'অ্যানিম্যাল' ছবিতে রশ্মিকা মন্দানার হবু বরের চরিত্রে দেখা যায় কুণাল ঠাকুরকে ৷

আরও পড়ুন:

1. জঙ্গলে আদিমতায় মত্ত বিদ্যুৎ জামাল, জন্মদিনে প্রকৃতির কাছে সঁপলেন নিজেকে

2. 'ভালোবাসা সুন্দরী', বিয়ের দ্বিতীয় জন্মদিনে স্ত্রী ক্যাটরিনাকে প্রেমমাখা শুভেচ্ছা ভিকির

3. 'বেশিরভাগ নারীই গীতাঞ্জলি, এই চরিত্র আমার চোখে সুন্দর', বিতর্কের মাঝেই সোশাল মিডিয়ায় কড়া জবাব রশ্মিকার

হায়দরাবাদ, 10 ডিসেম্বর: সাত পাকে বাঁধা পড়লেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুক্তি মোহন ৷ 'অ্যানিম্যাল'-খ্যাত অভিনেতা কুণাল ঠাকুরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তিনি ৷ রবিবার ছবি প্রকাশ্যে আসতেই নিমেষে ভাইরাল ৷ নবদম্পতি শুভেচ্ছা কুড়োলেন নেটদুনিয়ায় ৷

একাধিক বিয়ের ছবি শেয়ার করে মুক্তি লিখেছেন, "ত্বয়ি সম্প্রেক্ষ্যা ভগবংস্তবায় হি বিবাহতে। তোমার মধ্যে আমি ঐশ্বরিক সংযোগ অনুভব করেছি ৷ আমার গন্তব্য তোমার দিকেই ছিল ৷ ভগবান, পরিবারের আশীর্বাদ ও বন্ধুদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ ৷ স্বামী-স্ত্রী হিসাবে জীবনের নতুন পথ চলায় আশীর্বাদ ও শুভেচ্ছা চাই সকলের ৷" হ্যাশট্যাগে লিখেছেন কুণাল কো মিলি মুক্তি ৷

শক্তি মোহনও বোন মুক্তির ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ ক্যাপশনে লিখেছেন, "দুজনকেই সারাজীবনের জন্য অনেক ভালোবাসা, শুভেচ্ছা ৷ নবদম্পতি খুশিকে থাকুক, আনন্দে থাকুক ৷" শুভেচ্ছা জানিয়েছেন সুবরা সইত, মিয়াং চ্যাং, নাকুল মেহতা, রেশমি দেশাই-সহ আরও অনেকে ৷ শনিবার আয়ুষ্মান খুরানার স্ত্রী ও লেখক তাহিরা কাশ্যপ সোশাল মিডিয়ায় মুক্তি মোহনের প্রি-ওয়েডিং অনুষ্ঠানের ছবি ও ভিডিয়ো শেয়ার করেন ৷ কেশরিয়া গানে তাল দিতে দেখা যায় মুক্তি ও কুণালকে ৷

মুক্তি মোহন একাধিক টেলিভিশন শোয়ের সঙ্গে যুক্ত ছিলেন ৷ 'জরা নাচকে দিখা 2', 'কমেডি সার্কাস কা জাদু', 'ঝলক দিখলা জা 6', 'ফিয়ার ফ্যাক্টর: খতরো কি খিলাড়ি 7'-এর মতো শোয়ে দেখা গিয়েছে তাঁকে ৷ মুক্তি মোহন ও তাঁর দিদি শক্তি মোহন-নীতি মোহন দুর্দান্ত নৃত্যশিল্পী ৷ পাশাপাশি নীতি বি-টাউনের একজন ব্যস্ত গায়িকাও বটে ৷ অন্যদিকে কুণাল কাপুর একজন মডেল-অভিনেতা ৷ 'কবীর' সিং ছবিতে সহ-অভিনেতার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷ 2018 সালে বালাজি টেলিফিল্মসের জনপ্রিয় ধারাবাহিক 'কসৌটি জিন্দেগি কি'-তে দেখা গিয়েছে কুণালকে ৷ সম্প্রতি 'অ্যানিম্যাল' ছবিতে রশ্মিকা মন্দানার হবু বরের চরিত্রে দেখা যায় কুণাল ঠাকুরকে ৷

আরও পড়ুন:

1. জঙ্গলে আদিমতায় মত্ত বিদ্যুৎ জামাল, জন্মদিনে প্রকৃতির কাছে সঁপলেন নিজেকে

2. 'ভালোবাসা সুন্দরী', বিয়ের দ্বিতীয় জন্মদিনে স্ত্রী ক্যাটরিনাকে প্রেমমাখা শুভেচ্ছা ভিকির

3. 'বেশিরভাগ নারীই গীতাঞ্জলি, এই চরিত্র আমার চোখে সুন্দর', বিতর্কের মাঝেই সোশাল মিডিয়ায় কড়া জবাব রশ্মিকার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.