ETV Bharat / entertainment

Dada Saheb Phalke Award: এবারের 'দাদা সাহেব ফালকে পুরস্কার' পাচ্ছেন অভিনেত্রী আশা পারেখ - asha parekh films

এইবারের 'দাদা সাহেব ফালকে পুরস্কার'-এর জন্য় মনোনীত হলেন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ ৷ এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ হিন্দি ছবির এই প্রবাদপ্রতীম অভিনেত্রী আজও বলিউডে সমান প্রাসঙ্গিক তাঁর প্রতিভার গুণে ৷ এবার সেই প্রতিভার হাতেই উঠল সম্মাননা (Dada Saheb Phalke Award to actor Asha Parekh ) ৷

Dada Saheb Phalke Award
এবারের 'দাদা সাহেব ফালকে পুরস্কার' পাচ্ছেন অভিনেত্রী আশা পারেখ
author img

By

Published : Sep 27, 2022, 1:31 PM IST

Updated : Sep 27, 2022, 2:19 PM IST

মুম্বই, 27 সেপ্টেম্বর: এই বছরের 'দাদা সাহেব ফালকে পুরস্কার'-এর জন্য় মনোনীত হলেন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ হিন্দি ছবির এই প্রবাদপ্রতী অভিনেত্রী আজও বলিউডে সমান প্রাসঙ্গিক তাঁর প্রতিভার গুণে ৷ এবার সেই প্রতিভার হাতেই উঠল সম্মাননা (Dada Saheb Phalke Award to actor Asha Parekh ) ৷ 30 সেপ্টেম্বর তাঁর হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার । এর আগে তিনি ভারত সরকার পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন।

আশা পারেখ শিশু শিল্পী তাঁর কর্মজীবন শুরু করেছিলেন(Dada Saheb Phalke Award 2022)। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক বিমল রায়ের হাত ধরে শুরু হয় তাঁর কেরিয়ার ৷ বিমল রায় একটি মঞ্চে তাঁর নাচ দেখে মুগ্ধ হন এবং দশ বছর বয়সেই তাঁকে 'মা' (1952) চলচ্চিত্রে কাজের সুযোগ করে দেন ৷ 'বাপ বেটি' (1954) ছবিতে দ্বিতীয়বার কাজের সুযোগ পান তিনি ৷ প্রথম নায়িকা হিসাবে কাজ অবশ্য় 16 বছর বয়সে ৷ লেখক পরিচালক নাসির হুসেন তাঁকে অভিনয়ের সুযোগ দেন 'দিল দেখে দেখে' (1959) ছবিতে ৷ শাম্মী কাপুরের বিপরীতে এই ছবিতে কাজ করেছিলেন তিনি ৷
তিনি তার আরও ছ'টি ছবিতে নায়িকা হিসেবে নিয়েছিলেন আশাকে । ছবিগুলি ছিল 'জব পেয়ার কিসি সে হোতা হ্যায়' (1961), 'ফির ওহি দিল লায়া হুঁ' (1963), 'তিসরি মঞ্জিল' (1966), 'বাহারোঁ কে সপনে' (1967), 'পেয়ার কা মৌসুম' (1969) এবং 'কারওয়া' (1971)। তবে আশার জীবনের বড় টার্নিং পয়েন্ট দো বদন (1966), চিরাগ (1969) এবং মে তুলসি তেরে আঙ্গন কি (1978) এই তিনটি ছবি ৷ এই ছবিগুলিতে বিপুল ভাবে আলোচিত হয় তাঁর অভিনয় ৷

আরও পড়ুন: কন্যা দিবসে মেয়েকে কোলে নিয়ে প্রয়াত বাবার স্মৃতিতে ডুব প্রিয়াঙ্কার
বলিউডের গ্ল্যামার গার্ল হিসাবেও এর পরে জায়গা করে নেন আশা ৷ এবার তাঁকেই সম্মানিত করবে ভারত সরকার ৷ এর আগে সেরা অভিনেত্রী হিসাবে ফিল্ম ফেয়ার পুরস্কার জিতে নিয়েছিলেন আশা ৷ আর এবার তাঁর ক্যাবিনেটে স্থান পেতে চলেছে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সম্মাননা 'দাদা সাহেব ফালকে পুরস্কার' ৷

মুম্বই, 27 সেপ্টেম্বর: এই বছরের 'দাদা সাহেব ফালকে পুরস্কার'-এর জন্য় মনোনীত হলেন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ হিন্দি ছবির এই প্রবাদপ্রতী অভিনেত্রী আজও বলিউডে সমান প্রাসঙ্গিক তাঁর প্রতিভার গুণে ৷ এবার সেই প্রতিভার হাতেই উঠল সম্মাননা (Dada Saheb Phalke Award to actor Asha Parekh ) ৷ 30 সেপ্টেম্বর তাঁর হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার । এর আগে তিনি ভারত সরকার পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন।

আশা পারেখ শিশু শিল্পী তাঁর কর্মজীবন শুরু করেছিলেন(Dada Saheb Phalke Award 2022)। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক বিমল রায়ের হাত ধরে শুরু হয় তাঁর কেরিয়ার ৷ বিমল রায় একটি মঞ্চে তাঁর নাচ দেখে মুগ্ধ হন এবং দশ বছর বয়সেই তাঁকে 'মা' (1952) চলচ্চিত্রে কাজের সুযোগ করে দেন ৷ 'বাপ বেটি' (1954) ছবিতে দ্বিতীয়বার কাজের সুযোগ পান তিনি ৷ প্রথম নায়িকা হিসাবে কাজ অবশ্য় 16 বছর বয়সে ৷ লেখক পরিচালক নাসির হুসেন তাঁকে অভিনয়ের সুযোগ দেন 'দিল দেখে দেখে' (1959) ছবিতে ৷ শাম্মী কাপুরের বিপরীতে এই ছবিতে কাজ করেছিলেন তিনি ৷
তিনি তার আরও ছ'টি ছবিতে নায়িকা হিসেবে নিয়েছিলেন আশাকে । ছবিগুলি ছিল 'জব পেয়ার কিসি সে হোতা হ্যায়' (1961), 'ফির ওহি দিল লায়া হুঁ' (1963), 'তিসরি মঞ্জিল' (1966), 'বাহারোঁ কে সপনে' (1967), 'পেয়ার কা মৌসুম' (1969) এবং 'কারওয়া' (1971)। তবে আশার জীবনের বড় টার্নিং পয়েন্ট দো বদন (1966), চিরাগ (1969) এবং মে তুলসি তেরে আঙ্গন কি (1978) এই তিনটি ছবি ৷ এই ছবিগুলিতে বিপুল ভাবে আলোচিত হয় তাঁর অভিনয় ৷

আরও পড়ুন: কন্যা দিবসে মেয়েকে কোলে নিয়ে প্রয়াত বাবার স্মৃতিতে ডুব প্রিয়াঙ্কার
বলিউডের গ্ল্যামার গার্ল হিসাবেও এর পরে জায়গা করে নেন আশা ৷ এবার তাঁকেই সম্মানিত করবে ভারত সরকার ৷ এর আগে সেরা অভিনেত্রী হিসাবে ফিল্ম ফেয়ার পুরস্কার জিতে নিয়েছিলেন আশা ৷ আর এবার তাঁর ক্যাবিনেটে স্থান পেতে চলেছে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সম্মাননা 'দাদা সাহেব ফালকে পুরস্কার' ৷

Last Updated : Sep 27, 2022, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.