ETV Bharat / entertainment

Cuttputlli Trailer Out এবার সিরিয়াল কিলারের পিছনে ধাওয়া করবেন অক্ষয়, হাজির ট্রেলার - সাসপেন্স থ্রিলার কাঠপুতলির ট্রেলার

সামনে এল অক্ষয়ের আরও একটি নতুন ছবির ট্রেলার (Akshay Kumar suspense thriller)৷ শুক্রবার তাঁদের নতুন সাসপেন্স থ্রিলার কাঠপুতলির ট্রেলার প্রকাশ করেছে পূজা এন্টারটেইনমেন্ট(Akshay Kumar Cuttputlli Trailer Out) ৷

Cuttputlli Trailer Out
এবার সিরিয়াল কিলারের পিছনে ধাওয়া করবেন অক্ষয়, হাজির ট্রেলার
author img

By

Published : Aug 20, 2022, 2:54 PM IST

মুম্বই, 20 অগস্ট: বক্স অফিসে একেবারেই মন জয় করতে পারেনি 'বচ্চন পাণ্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ'-এর হালও তথৈবচ ৷ এমনকী দৌড়ের প্রথমভাগে ভাল শুরু করলেও বক্স অফিসে খুব একটা সফল হতে পারেনি 'রক্ষাবন্ধন'-ও ৷ এরইমাঝে সামনে এল অক্ষয়ের আরও একটি নতুন ছবির ট্রেলার(Cuttputlli Trailer Out) ৷ শুক্রবার তাঁদের নতুন সাসপেন্স থ্রিলার 'কাঠপুতলি'-র ট্রেলার প্রকাশ করেছে পূজা এন্টারটেইনমেন্ট ৷ পাওয়ার প্যাকড অ্যাকশন থ্রিলার দেখতে যাঁরা ভালবাসেন তাঁদের জন্য এই গল্প বিনোদনের সমস্ত মশলা নিয়ে হাজির হতে চলেছে বলেই মনে করছেন নির্মাতারা ৷ এমনকী অক্ষয় নিজেও তাঁর ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছেন এটাই তাঁর সেরা চলচ্চিত্র হতে পারে (Akshay Kumar suspense thriller)৷

রঞ্জিত তেওয়ারির পরিচালনায় পর্দায় আসতে চলেছে এই ক্রাইম থ্রিলার ৷ ডিজনি+ হটস্টার হেড অফ কনটেন্ট গৌরব বন্দ্যোপাধ্যায়, রাকুল প্রীত সিং, সরগুন মেহতা, চন্দ্রচূর সিং, রঞ্জিত তেওয়ারি, জ্যাকি ভগনানি, দীপশিখা দেশমুখ এবং অক্ষয় কুমার সকলেই উপস্থিত ছিলেন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ৷ ছবিতে অক্ষয়কে ফের একবার দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে ৷ অক্ষয় এখানে ধাওয়া করেন এক সিরিয়াল কিলারের পিছনে ৷ কসৌলিতে শুরু হয় অক্ষয়ের এই অনুসন্ধান পর্ব ৷ সিরিয়াল কিলার ক্রাইমের বেশ কিছু ঝলক দেখানো হয়েছে ট্রেলারে ৷ গল্পের মধ্য়ে যে একটা টান টান উত্তেজনা রয়েছে তার আভাস মিলেছে ট্রেলারেই (Akshay Kumar Cuttputlli Trailer Out)৷

'কাঠপুতলি' কথার অর্থ হল যে পুতুলের সুতো রয়েছে অন্যের হাতে ৷ এই গল্পে অক্ষয়ের চরিত্র কি কোথাও দাঁড়িয়ে সেরকমই এক কাঠের পুতুল? জবাব দেবে সময়ই ৷ এই ছবি গল্প অবশ্য গড়ে উঠেছে গড়ে উঠেছে বাস্তবের উপর ভিত্তি করেই ৷ সোভিয়েত ইউনিয়নের এক সিরিয়াল কিলার আনাতোলি ইমেলিয়ানোভিচ স্লিভকোর জীবনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি ৷ ছবিটি অবশ্য রাম কুমারের পরিচালনায় আগেই তামিল ভাষায় মুক্তি পেয়েছে ৷ আর এরই অফিসিয়াল রিমেক এই ছবি (Hindi remake of Tamil film Ratsasan)৷

আরও পড়ুন: শহরের হার্টের রোগে অসুস্থ দরিদ্র শিশুদের পাশে রোটারি ক্লাব

আগামী 2 সেপ্টেম্বর ডিজিটাল প্রিমিয়ার হতে চলেছে এই ছবির ৷ ছবিটির প্রযোজনা করেছেন বাশু ভাগনানি, দীপশিখা দেশমুখ এবং জ্যাকি ভাগনানি ৷ এখন এই প্যান ইন্ডিয়া ক্রাইম থ্রিলার অক্ষয়ের ভাগ্য বদলাতে পারে কিনা সেটাই দেখার ৷

মুম্বই, 20 অগস্ট: বক্স অফিসে একেবারেই মন জয় করতে পারেনি 'বচ্চন পাণ্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ'-এর হালও তথৈবচ ৷ এমনকী দৌড়ের প্রথমভাগে ভাল শুরু করলেও বক্স অফিসে খুব একটা সফল হতে পারেনি 'রক্ষাবন্ধন'-ও ৷ এরইমাঝে সামনে এল অক্ষয়ের আরও একটি নতুন ছবির ট্রেলার(Cuttputlli Trailer Out) ৷ শুক্রবার তাঁদের নতুন সাসপেন্স থ্রিলার 'কাঠপুতলি'-র ট্রেলার প্রকাশ করেছে পূজা এন্টারটেইনমেন্ট ৷ পাওয়ার প্যাকড অ্যাকশন থ্রিলার দেখতে যাঁরা ভালবাসেন তাঁদের জন্য এই গল্প বিনোদনের সমস্ত মশলা নিয়ে হাজির হতে চলেছে বলেই মনে করছেন নির্মাতারা ৷ এমনকী অক্ষয় নিজেও তাঁর ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছেন এটাই তাঁর সেরা চলচ্চিত্র হতে পারে (Akshay Kumar suspense thriller)৷

রঞ্জিত তেওয়ারির পরিচালনায় পর্দায় আসতে চলেছে এই ক্রাইম থ্রিলার ৷ ডিজনি+ হটস্টার হেড অফ কনটেন্ট গৌরব বন্দ্যোপাধ্যায়, রাকুল প্রীত সিং, সরগুন মেহতা, চন্দ্রচূর সিং, রঞ্জিত তেওয়ারি, জ্যাকি ভগনানি, দীপশিখা দেশমুখ এবং অক্ষয় কুমার সকলেই উপস্থিত ছিলেন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ৷ ছবিতে অক্ষয়কে ফের একবার দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে ৷ অক্ষয় এখানে ধাওয়া করেন এক সিরিয়াল কিলারের পিছনে ৷ কসৌলিতে শুরু হয় অক্ষয়ের এই অনুসন্ধান পর্ব ৷ সিরিয়াল কিলার ক্রাইমের বেশ কিছু ঝলক দেখানো হয়েছে ট্রেলারে ৷ গল্পের মধ্য়ে যে একটা টান টান উত্তেজনা রয়েছে তার আভাস মিলেছে ট্রেলারেই (Akshay Kumar Cuttputlli Trailer Out)৷

'কাঠপুতলি' কথার অর্থ হল যে পুতুলের সুতো রয়েছে অন্যের হাতে ৷ এই গল্পে অক্ষয়ের চরিত্র কি কোথাও দাঁড়িয়ে সেরকমই এক কাঠের পুতুল? জবাব দেবে সময়ই ৷ এই ছবি গল্প অবশ্য গড়ে উঠেছে গড়ে উঠেছে বাস্তবের উপর ভিত্তি করেই ৷ সোভিয়েত ইউনিয়নের এক সিরিয়াল কিলার আনাতোলি ইমেলিয়ানোভিচ স্লিভকোর জীবনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি ৷ ছবিটি অবশ্য রাম কুমারের পরিচালনায় আগেই তামিল ভাষায় মুক্তি পেয়েছে ৷ আর এরই অফিসিয়াল রিমেক এই ছবি (Hindi remake of Tamil film Ratsasan)৷

আরও পড়ুন: শহরের হার্টের রোগে অসুস্থ দরিদ্র শিশুদের পাশে রোটারি ক্লাব

আগামী 2 সেপ্টেম্বর ডিজিটাল প্রিমিয়ার হতে চলেছে এই ছবির ৷ ছবিটির প্রযোজনা করেছেন বাশু ভাগনানি, দীপশিখা দেশমুখ এবং জ্যাকি ভাগনানি ৷ এখন এই প্যান ইন্ডিয়া ক্রাইম থ্রিলার অক্ষয়ের ভাগ্য বদলাতে পারে কিনা সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.