মুম্বই, 11 নভেম্বর: মাত্র 46 বছর বয়সে চির ঘুমের দেশে পাড়ি দিলেন অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী (Siddhaanth Suryavanshi died)৷ জিমে ওয়ার্ক-আউট করতে করতেই মৃত্যু হয় তাঁর ৷ তাঁর মৃত্যুর খবর সোশাল মিডিয়ার মাধ্য়মে সকলকে জানান টিভি স্টার জয় ভানুশালী ৷ অভিনেতার মৃত্যুতে ইনস্টাগ্রামে শোকবার্তা জ্ঞাপন করেন জয় ৷ সিদ্ধান্তের একটি ছবিও এদিন শেয়ার করেছেন তিনি (Siddhaanth Suryavanshi passed away)৷
তিনি লেখেন, "খুব তাড়াতাড়ি চলে গেলেন ৷" একটি সংবাদ মাধ্য়মের সঙ্গে কথা বলতে গিয়ে জয় জানিয়েছেন, তিনি তাঁর বন্ধুদের কাছ থেকে সিদ্ধান্তের মৃত্য়ুর খবর পান ৷ তিনি আরও জানিয়েছেন শারীরিক কসরৎ করতে করতে হঠাৎই জিমের মধ্যে পড়ে যান অভিনেতা (Siddhaanth VIR Surryavanshi death cause) ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ মডেলিং থেকে অভিনয়ের দিকে পা বাড়ান সিদ্ধান্ত বীর সূর্যবংশী ৷ অভিনেতার বিবাহ হয় সুপার মডেল আলেশিয়া রাউতের সঙ্গে ৷ তাঁদের দুই সন্তানও রয়েছে ।
আরও পড়ুন: 27তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেজিস্ট্রেশন শুরু
টেলিভিশনে 'কুসুম' সিরিজের হাত ধরে অভিষেক হয় এই অভিনেতার ৷ এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন টেলি দুনিয়ার এক পরিচিত মুখ ৷ 'কন্ট্রোল রুম' সিরিজে ডিসিপি শান্তনু ব্যাসের চরিত্রে শেষবার অভিনয় করেছিলেন তিনি ৷ তাঁর এই চরিত্রটিও বেশ সাফল্য পেয়েছে ৷ 'কসৌটি জিন্দেগি কি', 'কৃষ্ণা অর্জুন', 'কেয়া দিল মে হ্যায়'-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে(kasautii zindagii kay actor death) ৷