মুম্বই, 3 অগস্ট: শাহরুখ খানের নতুন ছবির জন্য বহুদিন ধরেই অপেক্ষা করে রয়েছেন সিনেপ্রেমী দর্শকরা ৷ চারবছর আগে তাঁকে শেষবার জিরো ছবিতে পর্দায় দেখেছিলেন দর্শকরা ৷ তবে সেই ছবি খুব একটা সাফল্য পায়নি বক্স অফিসে ৷ এবার তাই নতুন ছবির দক্ষিণী পরিচালকের হাত ধরেছেন কিং খান ৷ ছবির নাম 'জওয়ান' ৷ দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের ওপর রয়েছে এই ছবির ভার ৷ ছবিতে শাহরুখের নায়িকা হচ্ছেন নয়নতারা ৷ এখবর সামনে এসেছে আগেই ৷ এবার ছবি নিয়ে আরেকটি বড় খবর সামনে এল ৷
শাহরুখের বিপরীতে ছবিতে খলনায়ক হতে চলেছেন কে ? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন কাজ করছিল অনেকের মনেই ৷ খবর অনুযায়ী এই ছবিতে তথাকথিত ভিলেনের ভূমিকায় দেখা যেতে পারে দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতিকে (Vijay Sethupathi New Film) ৷ বিজয় এই মাসের শেষের দিকে চেন্নাইতে ছবির শ্য়ুটিং শুরু করবেন বলেও জানা গিয়েছে।এই ছবিটি 2023 সালের 2 জুন মুক্তি পেতে চলেছে। শাহরুখের বিপরীতে কোনও একজন শক্তিশালী অভিনেতাকে দরকার ছিল নির্মাতাদের ৷ মানে লালমোহনবাবুর ভাষায় যাঁকে বলে একেবারে 'দুধর্ষ দুশমন'৷ অ্যাটলি কুমারের সেই চাহিদা নাকি পূরণ করতে পেরেছেন বিজয় ৷
গত কয়েকদিন ধরেই এই ছবিতে শাহরুখের বিপরীতে কে থাকবেন তা নিয়ে আলোচনা চলছিল ৷ হালকা চালে নামও চলছিল বিজয়ের ৷ এই খবর সত্য়ি হলে এই প্রথমবার শাহরুখের সঙ্গে কাজ করবেন এই দক্ষিণী সুপারস্টার ৷ এর আগে আমিরের ছবিতেও কাজ করার কথা ছিল তার। তবে তা শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি। (Vijay Sethupathi in New Film of Shah Rukh Khan )৷
খবর অনুযায়ী বিজয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন কিং খানও ৷ বিজয় এবং অ্যাটলি কুমারকে আগেই একসঙ্গে দেখা গিয়েছিলেন ছবির প্রধান অভিনেত্রী নয়নতারার বিবাহে ৷ সেখানে উপস্থিত ছিলেন শাহরুখও ৷
আরও পড়ুন: স্যানিটারি প্যাডে কৃষ্ণ ! 'মাসুম সওয়াল' এর পোস্টারে শুরু বিতর্ক