মুম্বই, 2 ফেব্রুয়ারি: চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনসালির (Sanjay Leela Bhansali) সঙ্গে একটা আলাদা বন্ডিং রয়েছে প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষালের (Shreya Song Qaraar)৷ তাঁর হিন্দি প্লেব্যাকের কেরিয়ার শুরু হয়েছিল বনসালি পরিচালিত 'দেবদাস' দিয়ে । সেই জুটিই আবারও ফিরছে ৷ শ্রেয়ার (Shreya Ghoshal) নতুন ব্যক্তিগত গান 'কারার'-এ (Qaraar) সুর দিয়েছেন স্বয়ং সঞ্জয় লীলা বনসালি ৷ বৃহস্পতিবার ইউটিউব এবং অন্যান্য ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি প্রকাশিত হয়েছে ।
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োর টিজার পোস্ট: এ দিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শ্রেয়া তাঁর ভক্ত ও অনুগামীদের এই খবর জানান । তিনি তাঁর মিউজিক ভিডিয়োটির টিজারটি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, "প্রত্যাশার অনুভূতির সঙ্গে অবিরাম প্রেমের একটি গান ! #Qaraar প্রকাশিত হয়েছে !"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: বিশ্বব্যাপী বক্স অফিসে লেটার মার্কস, তবে দক্ষিণী সংস্করণে ডাহা ফেল 'পাঠান'
গান শুনে উচ্ছ্বসিত ভক্তরা: এই গানটি লিখেছেন মোমিন খান মোমিন । শ্রেয়া ভিডিয়োটি পোস্ট করার পরপরই ভক্তরা মন্তব্য বিভাগকে প্রশংসার বন্যায় বানভাসি করেছেন ৷ একজন লিখেছেন, "দারুণ সুন্দর ভিডিয়ো"৷ আরেকজন লিখেছেন, "আপনার কণ্ঠ আমায় শান্তি দেয় ।" আর একজন লিখেছেন, "আপনার কণ্ঠ দিয়ে আমাদের আশীর্বাদ করার জন্য ধন্যবাদ ৷"
ছেলে দেবযানের ছবি পোস্ট: শ্রেয়া বনসালির শেষ মুক্তিপ্রাপ্ত 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র 'জব সাইয়াঁ'-এতেও কণ্ঠ দিয়েছেন । শ্রেয়া এবং তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের কোলে এসেছে পুত্র সন্তান দেবযান ৷ শীঘ্রই সে দুই বছরে পড়বে ৷ শ্রেয়া তাঁর ভক্তদের জন্য মাঝেমধ্যেই দেবযানের ভিডিয়োগুলি পোস্ট করেন । সম্প্রতি বিদেশে তাঁর একটি কনসার্টে ছেলেকে নিয়ে গিয়েছিলেন শ্রেয়া ।