কলকাতা, 28 ডিসেম্বর: সিনেমার সমাবর্তনের (Cinemar Samabartan) পুরস্কারের জন্য সেরা ছবির (Best Film category) বিভাগে মনোনয়ন পেল 6টি ছবি ৷ সেগুলি হল, অনীক দত্তের 'অপরাজিত', অনির্বাণ ভট্টাচার্যের 'বল্লভপুরের রূপকথা', কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'লক্ষ্মী ছেলে' এবং ঈশান ঘোষের 'ঝিল্লি' ৷
'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'-এর (WBFJA Nominations) উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে সপ্তম 'সিনেমার সমাবর্তন' উৎসব । আগামী 8 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বর্ণময় এই অনুষ্ঠান । আনুষ্ঠানিক ঘোষণাপর্বে হাজির ছিলেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়-সহ কৌশিক গঙ্গোপাধ্যায়, পাওলি দাম, বিরসা দাশগুপ্ত, 'দোস্তজী'র পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়-সহ অন্য়ান্যরা ।
চলতি বছরে সতেরোটি বিভাগে পুরস্কার দেওয়া হবে । এ ছাড়াও আটটি টেকনিক্যাল সেগমেন্ট অ্যাওয়ার্ড এবং একটি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও দেওয়া হবে । চলচ্চিত্র সমালোচক এবং সাংবাদিকদের বিচারে বেছে নেওয়া হয় সেরা ছবি, ছবির পরিচালক, সঙ্গীত পরিচালক-সহ অন্যান্য বিভাগের পুরস্কার বিজেতাদের ।
নমিনেশন ক্যাটাগরিতে রয়েছে বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর (ইন মেমোরি অফ লেট হীরালাল সেন), বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোল, বেস্ট অ্যাক্ট্রেস ইন আ লিডিং রোল, বেস্ট অ্যাক্টর ইন আ সাপোর্টিং রোল, বেস্ট অ্যাক্ট্রেস ইন আ সাপোর্টিং রোল, বেস্ট অ্যাক্টর ইন আ নেগেটিভ রোল, বেস্ট অ্যাক্টর ইন আ কমিক রোল, বেস্ট মিউজিক, বেস্ট প্লেব্যাক সিঙ্গার (মেল), বেস্ট প্লেব্যাক সিঙ্গার (ফিমেল), বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর, মোস্ট প্রমিসিং ডিরেক্টর, মোস্ট প্রমিসিং অ্যাক্টর, মোস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস, মোস্ট পপুলার ফিল্ম অফ দ্য ইয়ার, মোস্ট পপুলার অ্যাক্টর অফ দ্য ইয়ার অ্যান্ড লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (ইন দ্য নেম অফ সত্যজিৎ রায়) ।
আরও পড়ুন: নন্দনে স্লট পেল না মিঠুন অভিনীত প্রজাপতি, টুইটে আক্ষেপ দেবের
আর টেকনিক্যাল সেগমেন্টে রয়েছে বেস্ট স্ক্রিন প্লে, বেস্ট সিনেমাটোগ্রাফার, বেস্ট এডিটর, বেস্ট লিরিসিস্ট, বেস্ট আর্ট ডিরেক্টর, বেস্ট সাউন্ড ডিজাইনার, বেস্ট কস্টিউম ডিজাইনার, বেস্ট মেক আপ আর্টিস্ট।
আগামী বছরের 8 জানুয়ারি ঐতিহ্যবাহী 'জেম সিনেমা'তে অনুষ্ঠিত হবে এই সিনেমার সমাবর্তন অনুষ্ঠান । নিঃসন্দেহে বসবে চাঁদের হাট । খাঁটি বাঙালিয়ানায় ভরপুর এই অনুষ্ঠানে হাজির থাকবেন খ্যাতনামা সাংবাদিকরা ছাড়াও স্বনামধন্য শিল্পী-অভিনেতারা ।