ETV Bharat / entertainment

Chris Rock On Smith's Slap: চড়-কাণ্ডের পর প্রথমবার জনসমক্ষে, ক্রিস রকের কথায় কেন উচ্ছ্বসিত দর্শকরা ? - অস্কার 2022

অস্কারের (Chris Rock 'still processing' slap of Will Smith) মঞ্চে চড়-কাণ্ডের পর প্রথমবার জনসমক্ষে এসে সেই ঘটনা নিয়ে মুখ খুললেন ক্রিস রক (Chris Rock on Smith's slap)৷

Chris Rock 'still processing' slap of Will Smith at the Oscars
চড়-কাণ্ডের পর প্রথমবার জনসমক্ষে, ক্রিস রকের কথায় কেন উচ্ছ্বসিত দর্শকরা ?
author img

By

Published : Mar 31, 2022, 12:12 PM IST

ওয়াশিংটন, 31 মার্চ: অস্কারের (Oscar 2022) মঞ্চে হলিউডের অভিনেতা উইল স্মিথের হাতে সর্বসমক্ষে চড় খাওয়া নিয়ে এবার মুখ খুললেন কৌতুক অভিনেতা ক্রিস রক (Chris Rock on Smith's slap) ৷ বুধবার বোস্টনের একটি স্ট্যান্ড আপ কমেডি শোতে তাঁর রসিকতার তারিফ করে দু‘মিনিট ধরে তাঁকে স্ট্যান্ডিং ওভেশন দেন দর্শকরা ৷ তাতে কিছুটা অস্বস্তিতে পড়ে অস্কারের চড়-বিতর্ক তুলে আনেন ক্রিস রক (slap controversy)৷

57 বছরের কৌতুকশিল্পী ইগো ডেথ ওয়ার্ল্ড টুর নামে অনুষ্ঠানে তাঁর কমেডির শুরুতেই বলেন, "সপ্তাহান্ত কেমন কাটল ?" এই প্রশ্ন শুনে সবাই হেসে গড়িয়ে পড়েন ৷ এরপর কমেডিয়ান আবার বলা শুরু করেন ৷ বলেন, "কী ঘটেছিল (অস্কারের মঞ্চে) সে সম্পর্কে বলার জন্য রাশি রাশি বাজে কথা আমি বলব না ৷ কাজেই আপনি আমার কাছে জানতে এলে সেটা বলব না ৷ কারণ আমার কাছে গোটা শোয়ের যে চিত্রনাট্য (Chris Rock 'still processing' slap of Will Smith) আছে, সেটি আমি এই উইকেন্ডের আগেই লিখে ফেলেছি ৷ কাজেই কোনও এক সময়ে আমি সেই খারাপ কথাগুলো বলব ৷ সেটা সিরিয়াস কথাও হবে আবার মজার কথাও হবে ৷" রক দর্শকদের উদ্দেশে আরও বলেন, "আমি কয়েকটি জোকস বলছি ৷ কিছু আজব বিষয় ছাড়া জীবন এখন বেশ ভালই চলছে ৷"

আরও পড়ুন: Will Smith Apologizes : ভালবাসার পৃথিবীতে হিংসার কোনও স্থান নেই, রককে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন স্মিথ

প্রায় এক ঘণ্টা ধরে চলে এই কমেডিয়ানের শো ৷ তাঁর কৌতুকের প্রশংসায় পঞ্চমুখ হন দর্শকরা ৷ গত সোমবার রক হলি স্টার উইল স্মিথের স্ত্রীকে নিয়ে রসিকতা করায়, মঞ্চে উঠে গিয়ে কৌতুকশিল্পীকে কষিয়ে চড় মেরেছিলেন স্মিথ ৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে ৷ অ্যালোপেশিয়ায় আক্রান্ত স্মিথ-পত্নীর কম চুল নিয়ে রসিকতাকে ভাল চোখে দেখেননি অধিকাংশ মানুষ ৷ তবে পরে অবশ্য রককে চড় মারার জন্য ক্ষমা চেয়ে নেন উইল স্মিথ ৷ সেই ঘটনার তিনদিন পর প্রথমবার জনসমক্ষে এসে ঠান্ডা মাথায় অনুষ্ঠান পরিচালনা করার জন্য ক্রিস রককে কুর্নিশ জানান দর্শকরা ৷ বেড়ে গিয়েছে ক্রিস রকের শোয়ের টিকিটের মূল্যও ৷

আরও পড়ুন: Oscars 2022 : সেরা অভিনেতার খেতাব জয় করলেন স্মিথ, দেখে নিন এবারের অস্কার বিজয়ীদের তালিকা

ওয়াশিংটন, 31 মার্চ: অস্কারের (Oscar 2022) মঞ্চে হলিউডের অভিনেতা উইল স্মিথের হাতে সর্বসমক্ষে চড় খাওয়া নিয়ে এবার মুখ খুললেন কৌতুক অভিনেতা ক্রিস রক (Chris Rock on Smith's slap) ৷ বুধবার বোস্টনের একটি স্ট্যান্ড আপ কমেডি শোতে তাঁর রসিকতার তারিফ করে দু‘মিনিট ধরে তাঁকে স্ট্যান্ডিং ওভেশন দেন দর্শকরা ৷ তাতে কিছুটা অস্বস্তিতে পড়ে অস্কারের চড়-বিতর্ক তুলে আনেন ক্রিস রক (slap controversy)৷

57 বছরের কৌতুকশিল্পী ইগো ডেথ ওয়ার্ল্ড টুর নামে অনুষ্ঠানে তাঁর কমেডির শুরুতেই বলেন, "সপ্তাহান্ত কেমন কাটল ?" এই প্রশ্ন শুনে সবাই হেসে গড়িয়ে পড়েন ৷ এরপর কমেডিয়ান আবার বলা শুরু করেন ৷ বলেন, "কী ঘটেছিল (অস্কারের মঞ্চে) সে সম্পর্কে বলার জন্য রাশি রাশি বাজে কথা আমি বলব না ৷ কাজেই আপনি আমার কাছে জানতে এলে সেটা বলব না ৷ কারণ আমার কাছে গোটা শোয়ের যে চিত্রনাট্য (Chris Rock 'still processing' slap of Will Smith) আছে, সেটি আমি এই উইকেন্ডের আগেই লিখে ফেলেছি ৷ কাজেই কোনও এক সময়ে আমি সেই খারাপ কথাগুলো বলব ৷ সেটা সিরিয়াস কথাও হবে আবার মজার কথাও হবে ৷" রক দর্শকদের উদ্দেশে আরও বলেন, "আমি কয়েকটি জোকস বলছি ৷ কিছু আজব বিষয় ছাড়া জীবন এখন বেশ ভালই চলছে ৷"

আরও পড়ুন: Will Smith Apologizes : ভালবাসার পৃথিবীতে হিংসার কোনও স্থান নেই, রককে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন স্মিথ

প্রায় এক ঘণ্টা ধরে চলে এই কমেডিয়ানের শো ৷ তাঁর কৌতুকের প্রশংসায় পঞ্চমুখ হন দর্শকরা ৷ গত সোমবার রক হলি স্টার উইল স্মিথের স্ত্রীকে নিয়ে রসিকতা করায়, মঞ্চে উঠে গিয়ে কৌতুকশিল্পীকে কষিয়ে চড় মেরেছিলেন স্মিথ ৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে ৷ অ্যালোপেশিয়ায় আক্রান্ত স্মিথ-পত্নীর কম চুল নিয়ে রসিকতাকে ভাল চোখে দেখেননি অধিকাংশ মানুষ ৷ তবে পরে অবশ্য রককে চড় মারার জন্য ক্ষমা চেয়ে নেন উইল স্মিথ ৷ সেই ঘটনার তিনদিন পর প্রথমবার জনসমক্ষে এসে ঠান্ডা মাথায় অনুষ্ঠান পরিচালনা করার জন্য ক্রিস রককে কুর্নিশ জানান দর্শকরা ৷ বেড়ে গিয়েছে ক্রিস রকের শোয়ের টিকিটের মূল্যও ৷

আরও পড়ুন: Oscars 2022 : সেরা অভিনেতার খেতাব জয় করলেন স্মিথ, দেখে নিন এবারের অস্কার বিজয়ীদের তালিকা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.