কলকাতা, 8 জুলাই: হাঁটতে হাঁটতে হাজির 'চিনি 2' ছবির মোশন পোস্টার । 2020 সালে মুক্তি পায় মৈনাক ভৌমিক পরিচালিত বাংলা ছবি 'চিনি'। আর এবার মুক্তি পেতে চলেছে ছবির দ্বিতীয় পর্ব 'চিনি 2'। 'চিনি' ছবিতে মূলত রয়েছে মা এবং মেয়ের সম্পর্কের টানাপোড়েন, প্রেম, ভালোবাসা নিয়ে মতানৈক্য। ছবির এই পর্বে এবার থাকছে অন্যকিছু। তবে, তা মা মেয়েকে কেন্দ্রে রেখেই । এবার মা অনেকটাই অন্যরকম । মোশন পোস্টারই দিয়েছে তার আভাস।
'চিনি' তার প্রথম সফরে টানা 100 দিন চলেছিল প্রেক্ষাগৃহে। এবার এই ছবিতে কী দেখতে চলেছেন দর্শকরা সেটাই চমক । মা এবং মেয়ের চরিত্রে যথারীতি রয়েছেন অপরাজিতা আঢ্য এবং মধুমিতা সরকার। তবে এছাড়াও থাকবেন সৌম্য মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে।
শোনা যাচ্ছে, মা এবং মেয়ে দু'জনেরই আলাদা আলাদা ভাবনা চিন্তা তৈরি হয়েছে নিজেদের জীবন নিয়ে । তাই তারা এবার অনেকটাই অন্যরমভাবে ভাবতে শুরু করেছে সবকিছু । মৈনাক ভৌমিক সম্প্রতি শেষ করেছেন তাঁর 'গৃহস্থ' ছবির শুটিংয়ের কাজ ৷ এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী ৷ সঙ্গে দেখা যাব আরিয়ান ভৌমিককে ৷ লন্ডনে শেষ হয়েছে ছবির কাজ ৷ সম্প্রতি ঋতাভরী নিজেই শেয়ার করেছিলেন শুটিং শেষের ভিডিয়ো ৷
আরও পড়ুন: ইতালিতে মায়ের জন্মদিন পালন রণবীর ঋদ্ধিমার, মিষ্টি বার্তা পুত্রবধূ আলিয়ার
মৈনাক ছবির দুনিয়ার আজ যথেষ্ট পরিচিত নাম ৷ তাঁর ছবির তালিকায় রয়েছে, 'মিনি','একান্নবর্তী', 'জেনারেশন আমি','টেক ওয়ান','আমি আর আমার গার্লফ্রেন্ড'-এর মতো একাধিক পরিচিত কাজ ৷ 'চিনি 2' ছবির সঙ্গীত পরিচালক মৈনাক মজুমদার । ক্যামেরার দায়িত্ব সামলেছেন এই সময়কার ব্যস্ততম এবং এক ও অদ্বিতীয় মহিলা সিনেমাটোগ্রাফার মধুরা পালিত । 11 অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'চিনি 2'। ওদিকে এই একই দিনে বড় পর্দায় আসছে বিরসা দাশগুপ্ত পরিচালিত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ।