ETV Bharat / entertainment

Chhello Show Child Actor Dies: অস্কারে মনোনীত সিনেমা ‘চেলো শো’র কিশোর অভিনেতার ক্যান্সারে মৃত্যু - Child Actor Rahul Koli Dies

ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু অস্কারে মনোনীত ভারতীয় সিনেমা ‘চেলো শো’র (Chhello Show Child Actor Dies) অন্যতম কিশোর অভিনেতা রাহুল কোলি (Rahul Koli) ৷ গত 2 অক্টোবর থেকে সে হাসপাতালে ভর্তি ছিল ৷

chhello-show-child-actor-rahul-koli-dies-of-cancer-at-age-of-14
chhello-show-child-actor-rahul-koli-dies-of-cancer-at-age-of-14
author img

By

Published : Oct 11, 2022, 12:14 PM IST

Updated : Oct 11, 2022, 2:18 PM IST

কলকাতা, 11 অক্টোবর: ‘চেলো শো’ বা ‘দ্য লাস্ট শো’ (The Last Show) খ্যাত কিশোর অভিনেতা রাহুল কোলির জীবনাবসান । ক্যানসারে আক্রান্ত মাত্র 15 বছর বয়সেই প্রয়াত হল রাহুল (Child Actor Rahul Koli Dies) ৷ ‘চেলো শো’ সিনেমায় অভিনয় করা 6 শিশু শিল্পীর মধ্যে একজন ছিল রাহুল কোলি ৷ এই সিনেমাটি 95 তম অ্যাকাডেমি পুরস্কার অর্থাৎ, অস্কারের জন্য ফিচার ফিল্ম বিভাগে ভারত থেকে অফিসিয়াল নমিনেশন পেয়েছে ৷ ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে ‘চেলো শো’ (Chhello Show) সিনেমাটি মনোনীত হয়েছে ৷

জানা গিয়েছে, রাহুল কোলি বারবার জ্বরে ভুগছিলেন এবং রক্তবমি করছিল ৷ তার পরেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ৷ তার বাবা জানিয়েছেন, আগামী 14 অক্টোবর থিয়েটারে গিয়ে ‘চেলো শো’ সিনেমাটি দেখার পরিকল্পনা করেছিলেন ৷ কিন্তু, সিনেমাটি ভারতে বড় পর্দায় আসার আগেই সবশেষ হয়ে গেল (Chhello Show Child Actor Dies) ৷ একটি অনলাইন পোর্টালে রাহুল কোলির বাবা রামু কোলি বলেন, ‘‘2 অক্টোবর অর্থাৎ, রবিবার সকালে রাহুল ব্রেকফাস্ট করেন ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই বারে বারে জ্বর আসতে থাকে ৷ সেই সময় তিনবার রাহুল রক্তবমি করেছে ৷ আর তার পর এখন আমাদের সন্তান আর বেঁচে নেই ৷ আমাদের পরিবারটা ভেঙে পড়েছে ৷’’

আরও পড়ুন: মনের যত্ন নিন ! বায়োস্কোপে বারবার বার্তা দিয়েছে বলিউড

রাহুল কোলির বাবা-মা জানিয়েছেন, গুজরাতের জামনগরে শেষকৃত্য় সম্পন্ন হবে ৷ তার পর 14 তারিখ পুরো পরিবার মিলে রাহুল কোলির অভিনীত ‘চেলো শো’ সিনেমাটি রিলিজের দিন দেখবে ৷ ‘চেলো শো’ সিনেমাটি একটি আত্মজীবনীর অংশ ৷ যেখানে গুজরাতের পশ্চিম প্রান্তের প্রাণশক্তিকে তুলে ধরা হয়েছে ৷ সিনেমার শেষে রাহুল কোলিকে স্মরণ করা হবে ৷ রাহুল কোলির পাশাপাশি, ভাভিন রাবারি, বিকাশ বাটা, রিচা মীনা, ভাবেশ শ্রীমালি এবং দীপেন রাভাল ‘চেলো শো’ সিনেমায় অভিনয় করেছে ৷

কলকাতা, 11 অক্টোবর: ‘চেলো শো’ বা ‘দ্য লাস্ট শো’ (The Last Show) খ্যাত কিশোর অভিনেতা রাহুল কোলির জীবনাবসান । ক্যানসারে আক্রান্ত মাত্র 15 বছর বয়সেই প্রয়াত হল রাহুল (Child Actor Rahul Koli Dies) ৷ ‘চেলো শো’ সিনেমায় অভিনয় করা 6 শিশু শিল্পীর মধ্যে একজন ছিল রাহুল কোলি ৷ এই সিনেমাটি 95 তম অ্যাকাডেমি পুরস্কার অর্থাৎ, অস্কারের জন্য ফিচার ফিল্ম বিভাগে ভারত থেকে অফিসিয়াল নমিনেশন পেয়েছে ৷ ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে ‘চেলো শো’ (Chhello Show) সিনেমাটি মনোনীত হয়েছে ৷

জানা গিয়েছে, রাহুল কোলি বারবার জ্বরে ভুগছিলেন এবং রক্তবমি করছিল ৷ তার পরেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ৷ তার বাবা জানিয়েছেন, আগামী 14 অক্টোবর থিয়েটারে গিয়ে ‘চেলো শো’ সিনেমাটি দেখার পরিকল্পনা করেছিলেন ৷ কিন্তু, সিনেমাটি ভারতে বড় পর্দায় আসার আগেই সবশেষ হয়ে গেল (Chhello Show Child Actor Dies) ৷ একটি অনলাইন পোর্টালে রাহুল কোলির বাবা রামু কোলি বলেন, ‘‘2 অক্টোবর অর্থাৎ, রবিবার সকালে রাহুল ব্রেকফাস্ট করেন ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই বারে বারে জ্বর আসতে থাকে ৷ সেই সময় তিনবার রাহুল রক্তবমি করেছে ৷ আর তার পর এখন আমাদের সন্তান আর বেঁচে নেই ৷ আমাদের পরিবারটা ভেঙে পড়েছে ৷’’

আরও পড়ুন: মনের যত্ন নিন ! বায়োস্কোপে বারবার বার্তা দিয়েছে বলিউড

রাহুল কোলির বাবা-মা জানিয়েছেন, গুজরাতের জামনগরে শেষকৃত্য় সম্পন্ন হবে ৷ তার পর 14 তারিখ পুরো পরিবার মিলে রাহুল কোলির অভিনীত ‘চেলো শো’ সিনেমাটি রিলিজের দিন দেখবে ৷ ‘চেলো শো’ সিনেমাটি একটি আত্মজীবনীর অংশ ৷ যেখানে গুজরাতের পশ্চিম প্রান্তের প্রাণশক্তিকে তুলে ধরা হয়েছে ৷ সিনেমার শেষে রাহুল কোলিকে স্মরণ করা হবে ৷ রাহুল কোলির পাশাপাশি, ভাভিন রাবারি, বিকাশ বাটা, রিচা মীনা, ভাবেশ শ্রীমালি এবং দীপেন রাভাল ‘চেলো শো’ সিনেমায় অভিনয় করেছে ৷

Last Updated : Oct 11, 2022, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.