ETV Bharat / entertainment

Chhello Show Child Actor Dies: অস্কারে মনোনীত সিনেমা ‘চেলো শো’র কিশোর অভিনেতার ক্যান্সারে মৃত্যু

ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু অস্কারে মনোনীত ভারতীয় সিনেমা ‘চেলো শো’র (Chhello Show Child Actor Dies) অন্যতম কিশোর অভিনেতা রাহুল কোলি (Rahul Koli) ৷ গত 2 অক্টোবর থেকে সে হাসপাতালে ভর্তি ছিল ৷

chhello-show-child-actor-rahul-koli-dies-of-cancer-at-age-of-14
chhello-show-child-actor-rahul-koli-dies-of-cancer-at-age-of-14
author img

By

Published : Oct 11, 2022, 12:14 PM IST

Updated : Oct 11, 2022, 2:18 PM IST

কলকাতা, 11 অক্টোবর: ‘চেলো শো’ বা ‘দ্য লাস্ট শো’ (The Last Show) খ্যাত কিশোর অভিনেতা রাহুল কোলির জীবনাবসান । ক্যানসারে আক্রান্ত মাত্র 15 বছর বয়সেই প্রয়াত হল রাহুল (Child Actor Rahul Koli Dies) ৷ ‘চেলো শো’ সিনেমায় অভিনয় করা 6 শিশু শিল্পীর মধ্যে একজন ছিল রাহুল কোলি ৷ এই সিনেমাটি 95 তম অ্যাকাডেমি পুরস্কার অর্থাৎ, অস্কারের জন্য ফিচার ফিল্ম বিভাগে ভারত থেকে অফিসিয়াল নমিনেশন পেয়েছে ৷ ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে ‘চেলো শো’ (Chhello Show) সিনেমাটি মনোনীত হয়েছে ৷

জানা গিয়েছে, রাহুল কোলি বারবার জ্বরে ভুগছিলেন এবং রক্তবমি করছিল ৷ তার পরেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ৷ তার বাবা জানিয়েছেন, আগামী 14 অক্টোবর থিয়েটারে গিয়ে ‘চেলো শো’ সিনেমাটি দেখার পরিকল্পনা করেছিলেন ৷ কিন্তু, সিনেমাটি ভারতে বড় পর্দায় আসার আগেই সবশেষ হয়ে গেল (Chhello Show Child Actor Dies) ৷ একটি অনলাইন পোর্টালে রাহুল কোলির বাবা রামু কোলি বলেন, ‘‘2 অক্টোবর অর্থাৎ, রবিবার সকালে রাহুল ব্রেকফাস্ট করেন ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই বারে বারে জ্বর আসতে থাকে ৷ সেই সময় তিনবার রাহুল রক্তবমি করেছে ৷ আর তার পর এখন আমাদের সন্তান আর বেঁচে নেই ৷ আমাদের পরিবারটা ভেঙে পড়েছে ৷’’

আরও পড়ুন: মনের যত্ন নিন ! বায়োস্কোপে বারবার বার্তা দিয়েছে বলিউড

রাহুল কোলির বাবা-মা জানিয়েছেন, গুজরাতের জামনগরে শেষকৃত্য় সম্পন্ন হবে ৷ তার পর 14 তারিখ পুরো পরিবার মিলে রাহুল কোলির অভিনীত ‘চেলো শো’ সিনেমাটি রিলিজের দিন দেখবে ৷ ‘চেলো শো’ সিনেমাটি একটি আত্মজীবনীর অংশ ৷ যেখানে গুজরাতের পশ্চিম প্রান্তের প্রাণশক্তিকে তুলে ধরা হয়েছে ৷ সিনেমার শেষে রাহুল কোলিকে স্মরণ করা হবে ৷ রাহুল কোলির পাশাপাশি, ভাভিন রাবারি, বিকাশ বাটা, রিচা মীনা, ভাবেশ শ্রীমালি এবং দীপেন রাভাল ‘চেলো শো’ সিনেমায় অভিনয় করেছে ৷

কলকাতা, 11 অক্টোবর: ‘চেলো শো’ বা ‘দ্য লাস্ট শো’ (The Last Show) খ্যাত কিশোর অভিনেতা রাহুল কোলির জীবনাবসান । ক্যানসারে আক্রান্ত মাত্র 15 বছর বয়সেই প্রয়াত হল রাহুল (Child Actor Rahul Koli Dies) ৷ ‘চেলো শো’ সিনেমায় অভিনয় করা 6 শিশু শিল্পীর মধ্যে একজন ছিল রাহুল কোলি ৷ এই সিনেমাটি 95 তম অ্যাকাডেমি পুরস্কার অর্থাৎ, অস্কারের জন্য ফিচার ফিল্ম বিভাগে ভারত থেকে অফিসিয়াল নমিনেশন পেয়েছে ৷ ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে ‘চেলো শো’ (Chhello Show) সিনেমাটি মনোনীত হয়েছে ৷

জানা গিয়েছে, রাহুল কোলি বারবার জ্বরে ভুগছিলেন এবং রক্তবমি করছিল ৷ তার পরেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ৷ তার বাবা জানিয়েছেন, আগামী 14 অক্টোবর থিয়েটারে গিয়ে ‘চেলো শো’ সিনেমাটি দেখার পরিকল্পনা করেছিলেন ৷ কিন্তু, সিনেমাটি ভারতে বড় পর্দায় আসার আগেই সবশেষ হয়ে গেল (Chhello Show Child Actor Dies) ৷ একটি অনলাইন পোর্টালে রাহুল কোলির বাবা রামু কোলি বলেন, ‘‘2 অক্টোবর অর্থাৎ, রবিবার সকালে রাহুল ব্রেকফাস্ট করেন ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই বারে বারে জ্বর আসতে থাকে ৷ সেই সময় তিনবার রাহুল রক্তবমি করেছে ৷ আর তার পর এখন আমাদের সন্তান আর বেঁচে নেই ৷ আমাদের পরিবারটা ভেঙে পড়েছে ৷’’

আরও পড়ুন: মনের যত্ন নিন ! বায়োস্কোপে বারবার বার্তা দিয়েছে বলিউড

রাহুল কোলির বাবা-মা জানিয়েছেন, গুজরাতের জামনগরে শেষকৃত্য় সম্পন্ন হবে ৷ তার পর 14 তারিখ পুরো পরিবার মিলে রাহুল কোলির অভিনীত ‘চেলো শো’ সিনেমাটি রিলিজের দিন দেখবে ৷ ‘চেলো শো’ সিনেমাটি একটি আত্মজীবনীর অংশ ৷ যেখানে গুজরাতের পশ্চিম প্রান্তের প্রাণশক্তিকে তুলে ধরা হয়েছে ৷ সিনেমার শেষে রাহুল কোলিকে স্মরণ করা হবে ৷ রাহুল কোলির পাশাপাশি, ভাভিন রাবারি, বিকাশ বাটা, রিচা মীনা, ভাবেশ শ্রীমালি এবং দীপেন রাভাল ‘চেলো শো’ সিনেমায় অভিনয় করেছে ৷

Last Updated : Oct 11, 2022, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.