হায়দরাবাদ, 22 এপ্রিল: ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এপার বাংলার দর্শকদেরও মুগ্ধ করেছেন তাঁর অভিনয়ে। তাঁর অভিনীত 'হাওয়া' মিলিয়ে দিয়েছে দুই-বাংলার দর্শকদের। অভিনয়ের পাশাপাশি অভিনেতার গানের গলাও তুখোড়। বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজনে 'আইপিডিসি আমাদের গান'-এ মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের কন্ঠে নতুন গান। বলা ভাল, ঈদের উপহার হতে চলেছে 'ঢাকা শহরে আইসা আমার' গানটি ৷
আসলে সময় যত এগিয়েছে ততই শিকড়ের টান ভুলতে বসেছে বর্তমান প্রজন্ম। প্রযুক্তি যত উন্নত হয়েছে তত পিছনে ফেলেছে মাটির গান, লোকগান, পুরনো দিনের গান। সেইসব গানে যাঁরা অবদান রেখেছেন তাঁদের কথা তো অনেকেই জানেনই না। সেই সকল শিল্পীদের গান ফিরিয়ে আনতেই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ৷ বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক এবং একুশে পদকপ্রান্ত খ্য়াতিমান সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ারের অন্যতম একটি গান নতুনভাবে শ্রোতাদের সামনে উপস্থাপন করা হয়েছে ৷
নতুন গান মুক্তি প্রসঙ্গে ওপার বাংলার অভিনেতা চঞ্চল চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "যে গান বর্তমান প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসেছে, সেই গানকে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনাই মূল উদ্দেশ্য ৷ এখনকার জেনারেশনকে মাটির গানের সঙ্গে পরিচয় করানো, বাংলাদেশের জীবনদর্শন তুলে ধরতেই আমাদের গানের যাত্রা শুরু ৷ লালন সাহেব, হাসুল রাজার মতো সঙ্গীতশিল্পীদের গানকে আবার ফিরিয়ে আনা হয়েছে অন্য মোড়কে ৷ এবারের সংযোজন সিনেমার গান নিয়ে ট্রিবিউট ৷"
ঈদ উপলক্ষ্যে বাংলা চলচ্চিত্রের কালজয়ী গান, কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার রচিত-'ঢাকা শহর আইসা আমার' গানটি সামনে এসেছে ৷ গানের সুরকার প্রখ্যাত সঙ্গীত পরিচালক সত্য সাহা ৷ বাংলাদেশের খ্যাতনামা পরিচালক আজিজুর রহমান পরিচালিত 'অশিক্ষিত' সিনেমায় চিত্রায়িত হয়েছিল ৷ ছবিতে গানটি গেয়েছিলেন খন্দকার ফারুক আহমেদ ও শাম্মী আখতার ৷ অভিনয় করেছিলেন নায়করাজ রাজ্জাক এবং অঞ্জনা ৷ সেই সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই গান ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: আসছে নতুন ওয়েব সিরিজ 'নষ্টনীড়', মুখ্য চরিত্রে সন্দীপ্তা সেন
উল্লেখ্য, সোশাল মিডিয়ায় নতুন গান শেয়ার করার পাশাপাশি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ৷ তবে সেই পোস্টে ছিল মানবিক ও ভদ্র হওয়ার বার্তা ৷ প্রশংসা করলে ধন্যবাদ দিতে হয়, সামাজিক মাধ্যমে এইভাবেই ভদ্রতা শিখিয়েছেন অভিনেতা ৷ তিনি বলেন, "যে কোনও ব্যাপারে কেউ কোন প্রশংসা করলে, তাঁকে অন্তত ধন্যবাদটা দিতে হয় ৷ এটা ভদ্রতা... অনেকে প্রশংসা পাওয়াটাকে তাঁদের পৈতৃক সম্পত্তি মনে করেন ৷ এই শিক্ষাটা অনেক বিখ্যাত ব্যক্তিদেরও নেই ৷... আসুন সবাই মানবিক ও ভদ্র হই ৷"