ETV Bharat / entertainment

Rio Kapadia Passes Away: প্রয়াত চক দে ইন্ডিয়া খ্যাত অভিনেতা, বয়স হয়েছিল 66 - চক দে ইন্ডিয়া

Rio Kapadia Passes Away: প্রয়াত হলেন চক দে ইন্ডিয়া, মর্দানি খ্যাত অভিনেতা রিও কাপাডিয়া ৷ তাঁর বয়স হয়েছিল 66 বছর ৷

Rio Kapadia Passes Away
রিও কাপাডিয়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 7:47 PM IST

হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: প্রয়াত হলেন চক দে ইন্ডিয়া খ্যাত বলিউডের অভিনেতা রিও কাপাডিয়া ৷ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 66 বছর । আগামিকাল হবে তাঁর শেষকৃত্য ৷

চক দে ইন্ডিয়া ছাড়াও হ্যাপি নিউ ইয়ার ও মর্দানির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন রিও কাপাডিয়া ৷ অ্যামাজন প্রাইম ভিডিয়ো সিরিজ মেড ইন হেভেন সিজন 2-তে মৃণাল ঠাকুরের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি ৷ গত বছর তিনি ক্যানসারে আক্রান্ত হন ৷ দীর্ঘ সময় ধরে তাঁর চিকিৎসা চললেও শেষ রক্ষা হল না ৷ এ দিন তাঁর জীবনাবসান হয় ৷ শুক্রবার মুম্বইয়ের গোরেগাঁওতে হবে অভিনেতার শেষকৃত্য ।

রিও-র মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর এক বন্ধু ফয়জাল মালিক । স্ত্রী মারিয়া ফারাহ এবং তাঁদের দুই সন্তান আমন ও বীরকে রেখে গিয়েছেন অভিনেতা ।

খুদা হাফিজ, দ্য বিগ বুল, এজেন্ট বিনোদ এবং অন্যান্য বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন রিও কাপাডিয়া ৷ তিনি সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিয়ো সিরিজের মেড ইন হেভেন সিজন 2-এর একটি পর্বে অভিনয় করেছেন । হিন্দি চলচ্চিত্র ছাড়াও, টেলিভিশনের একজন পরিচিত মুখ ছিলেন রিও ৷ তিনি সপনে সুহানে লাড়কপন কে এবং সিদ্ধার্থ তিওয়ারির মহাভারতের মতো শোতেও অভিনয় করেছেন । মহাভারতে তিনি গান্ধারীর পিতা গান্ধার রাজা সুবালার ভূমিকায় অভিনয় করেছিলেন ।

আরও পড়ুন: কবে বিয়ে সারতে চলেছেন আমির কন্যা ঈরা? জানুন বিস্তারিত

রিও কাপাডিয়া একজন স্কেচ শিল্পীও ছিলেন। তিনি সোশাল মিডিয়ায় তাঁর আঁকা ছবি পোস্ট করতেন ৷ দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ঋষি কাপুর, শ্রীদেবী, ঐশ্বর্য রাই এবং মাধুরী দীক্ষিত-সহ বহু সেলিব্রিটির স্কেচ করেছেন তিনি ৷ তাঁর সাম্প্রতিকতম সোশাল মিডিয়া পোস্টটি করা হয়েছিল এই বছরের 5 জুন ৷ সেখানে তিনি ইউরোপে তাঁর ছুটি কাটানোর ছবিগুলি শেয়ার করেছেন ৷ তাঁর প্রয়াণে শোকাহত তাঁর পরিবার ও বন্ধুবান্ধবরা ৷ সোশাল মিডিয়ার প্রয়াত অভিনেতার উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের তারকারা ৷

হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: প্রয়াত হলেন চক দে ইন্ডিয়া খ্যাত বলিউডের অভিনেতা রিও কাপাডিয়া ৷ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 66 বছর । আগামিকাল হবে তাঁর শেষকৃত্য ৷

চক দে ইন্ডিয়া ছাড়াও হ্যাপি নিউ ইয়ার ও মর্দানির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন রিও কাপাডিয়া ৷ অ্যামাজন প্রাইম ভিডিয়ো সিরিজ মেড ইন হেভেন সিজন 2-তে মৃণাল ঠাকুরের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি ৷ গত বছর তিনি ক্যানসারে আক্রান্ত হন ৷ দীর্ঘ সময় ধরে তাঁর চিকিৎসা চললেও শেষ রক্ষা হল না ৷ এ দিন তাঁর জীবনাবসান হয় ৷ শুক্রবার মুম্বইয়ের গোরেগাঁওতে হবে অভিনেতার শেষকৃত্য ।

রিও-র মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর এক বন্ধু ফয়জাল মালিক । স্ত্রী মারিয়া ফারাহ এবং তাঁদের দুই সন্তান আমন ও বীরকে রেখে গিয়েছেন অভিনেতা ।

খুদা হাফিজ, দ্য বিগ বুল, এজেন্ট বিনোদ এবং অন্যান্য বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন রিও কাপাডিয়া ৷ তিনি সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিয়ো সিরিজের মেড ইন হেভেন সিজন 2-এর একটি পর্বে অভিনয় করেছেন । হিন্দি চলচ্চিত্র ছাড়াও, টেলিভিশনের একজন পরিচিত মুখ ছিলেন রিও ৷ তিনি সপনে সুহানে লাড়কপন কে এবং সিদ্ধার্থ তিওয়ারির মহাভারতের মতো শোতেও অভিনয় করেছেন । মহাভারতে তিনি গান্ধারীর পিতা গান্ধার রাজা সুবালার ভূমিকায় অভিনয় করেছিলেন ।

আরও পড়ুন: কবে বিয়ে সারতে চলেছেন আমির কন্যা ঈরা? জানুন বিস্তারিত

রিও কাপাডিয়া একজন স্কেচ শিল্পীও ছিলেন। তিনি সোশাল মিডিয়ায় তাঁর আঁকা ছবি পোস্ট করতেন ৷ দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ঋষি কাপুর, শ্রীদেবী, ঐশ্বর্য রাই এবং মাধুরী দীক্ষিত-সহ বহু সেলিব্রিটির স্কেচ করেছেন তিনি ৷ তাঁর সাম্প্রতিকতম সোশাল মিডিয়া পোস্টটি করা হয়েছিল এই বছরের 5 জুন ৷ সেখানে তিনি ইউরোপে তাঁর ছুটি কাটানোর ছবিগুলি শেয়ার করেছেন ৷ তাঁর প্রয়াণে শোকাহত তাঁর পরিবার ও বন্ধুবান্ধবরা ৷ সোশাল মিডিয়ার প্রয়াত অভিনেতার উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের তারকারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.