ETV Bharat / entertainment

Celebs Congratulate Neeraj: করিনা থেকে কঙ্গনা, নীরজের সোনা জয়ে উচ্ছ্বসিত বলিউড - Bollywood celebs laud Neeraj Chopra

ফের এক সোনা আনলেন নীরজ চোপড়া ৷ অলিম্পিকে সোনা জয়ী এই খেলোয়াড় এবার ইতিহাস গড়লেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্য়াম্পিয়নশিপে ৷ অভিনন্দন জানালেন কঙ্গনা-করিনারা ৷

Celebs Congratulate Neeraj
নীরজকে প্রশংসায় ভরাল বলিউড
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 3:06 PM IST

হায়দরাবাদ, 28 অগস্ট: ফের একবার বর্শা দিয়ে সোনা গেঁথেছেন নীরজ চোপড়া ৷ তাঁর অনবদ্য থ্রো ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্য়াম্পিয়নশিপের মঞ্চে তৈরি করেছে ইতিহাস ৷ রবিবার হাঙ্গেরির বুদাপেস্টের সবুজ গালিচায় 88.17 মিটার দূরত্ব অতিক্রম করেছে নীরজের বর্শা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাজনৈতিক মহলের অনেকেই অভিনন্দন জানিয়েছেন এই খেলোয়াড়কে ৷ বাদ রইল না বলিউডও ৷ কঙ্গনা রানওয়াত থেকে করিনা কাপুর খান সকলেই অভিনন্দন জানালেন সোনার ছেলে নীরজকে ৷

Pics Abhishek Bachchan Instagram
নীরজের জয় নিয়ে মুখ খুললেন অভিষেক

নীরজকে নিয়ে লিখতে ইনস্টা স্টোরিতে কঙ্গনা রানওয়াত লেখেন, "গোটা ভারতকে জানাই, অভিনন্দন ৷ আর নীরজ যে সর্বকালের সেরা এই নিয়ে তো কোনও সন্দেহ নেই ৷" করিনা কাপুর খান লেখেন, "তোমার জন্য গর্বিত বিশ্ব চ্য়াম্পিয়ন নীরজ চোপড়া ৷" অভিনেত শাহিদ কাপুর রূপোলি পর্দায় খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন একাধিকবার ৷ তিনিও এদিন গলা ফাটালেন নীরজের জন্য় ৷ তিনি লেখেন, "আমাদের বিশ্ব চ্যাম্পিয়নকে অভিনন্দন ৷ তোমার জন্য গর্বিত নীরজ ৷"

Pic Sahid Instagram
অভিনন্দন জানালেন শাহিদ

বলিউড অভিনেতা অনুপম খের এমনিতেই খেলার বড় ভক্ত ৷ ক্রিকেট হোক বা অন্য়ান্য খেলা ভারতের সাফল্যে সবসময় মেতে ওঠেন তিনি ৷ এর আগে ঋষভ পন্থ যখন হাসপাতালে ভর্তি হন হাসপাতালে তাঁকেও দেখতে গিয়েছিলেন অনুপম ৷ তিনি এদিন লেখেন, "ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্য়াম্পিয়নশিপে নীরজ চোপড়ার জয় ৷ আমাদের ভারত মাতা দীর্ঘজীবী হন ৷"

Pics Ranveer Singh Instagram
নীরজের জয়ে উচ্ছ্বসিত রণবীর

পর্দার কপিল দেব রণবীর সিংও এদিন শেয়ার করেন নীরজের একটি ছবি ৷ অন্যদিকে অভিষেক বচ্চন নীরজকে অভিনন্দন জানাতে গিয়ে লেখেন, "আরও একবার নীরজ চোপড়া ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্য়াম্পিয়নশিপে সোনা জিতে আমাদের সকলকে গর্বিত করলেন ৷"

Pic Kareen Kapoor Instagram
নীরজের জয়ে উচ্ছ্বসিত করিনা

আরও পড়ুন: 'সোনার ছেলের' পদক জয়ে আত্মহারা বাবা, দেশের জন্য গর্বের মুহূর্ত মত সতীশের

এদিন তাঁর দ্বিতীয় থ্রোয়ে সোনা গাঁথেন নীরজ ৷ অন্যদিকে রূপো জিতে নেন পাকিস্তানের আর্শাদ নাদিম ৷ তাঁর বর্শা অতিক্রম করেছিল 87.82 মিটার দূরত্ব ৷ দিনের প্রথম থ্রোটা এদিন ততটা ভালো করতে পারেননি নীরজ ৷ নিজের থ্রোয়ে খুশি হতে পারেননি তিনি ৷ তাই 'ফোর্স ফাউল'ও করেন এই অ্যাথলিট ৷ কিন্তু দ্বিতীয় থ্রোয়ে তাঁর জাত চেনাতে কোনও খামতি রাখেননি অলিম্পিকের সোনাজয়ী তারকা ৷ আর সেই থ্রোয়ের হাত ধরেই তৈরি হল আরও একটি ইতিহাস ৷

Pic Kangana Ranaut Instagram
অভিনন্দন জানালেন কঙ্গনা

হায়দরাবাদ, 28 অগস্ট: ফের একবার বর্শা দিয়ে সোনা গেঁথেছেন নীরজ চোপড়া ৷ তাঁর অনবদ্য থ্রো ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্য়াম্পিয়নশিপের মঞ্চে তৈরি করেছে ইতিহাস ৷ রবিবার হাঙ্গেরির বুদাপেস্টের সবুজ গালিচায় 88.17 মিটার দূরত্ব অতিক্রম করেছে নীরজের বর্শা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাজনৈতিক মহলের অনেকেই অভিনন্দন জানিয়েছেন এই খেলোয়াড়কে ৷ বাদ রইল না বলিউডও ৷ কঙ্গনা রানওয়াত থেকে করিনা কাপুর খান সকলেই অভিনন্দন জানালেন সোনার ছেলে নীরজকে ৷

Pics Abhishek Bachchan Instagram
নীরজের জয় নিয়ে মুখ খুললেন অভিষেক

নীরজকে নিয়ে লিখতে ইনস্টা স্টোরিতে কঙ্গনা রানওয়াত লেখেন, "গোটা ভারতকে জানাই, অভিনন্দন ৷ আর নীরজ যে সর্বকালের সেরা এই নিয়ে তো কোনও সন্দেহ নেই ৷" করিনা কাপুর খান লেখেন, "তোমার জন্য গর্বিত বিশ্ব চ্য়াম্পিয়ন নীরজ চোপড়া ৷" অভিনেত শাহিদ কাপুর রূপোলি পর্দায় খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন একাধিকবার ৷ তিনিও এদিন গলা ফাটালেন নীরজের জন্য় ৷ তিনি লেখেন, "আমাদের বিশ্ব চ্যাম্পিয়নকে অভিনন্দন ৷ তোমার জন্য গর্বিত নীরজ ৷"

Pic Sahid Instagram
অভিনন্দন জানালেন শাহিদ

বলিউড অভিনেতা অনুপম খের এমনিতেই খেলার বড় ভক্ত ৷ ক্রিকেট হোক বা অন্য়ান্য খেলা ভারতের সাফল্যে সবসময় মেতে ওঠেন তিনি ৷ এর আগে ঋষভ পন্থ যখন হাসপাতালে ভর্তি হন হাসপাতালে তাঁকেও দেখতে গিয়েছিলেন অনুপম ৷ তিনি এদিন লেখেন, "ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্য়াম্পিয়নশিপে নীরজ চোপড়ার জয় ৷ আমাদের ভারত মাতা দীর্ঘজীবী হন ৷"

Pics Ranveer Singh Instagram
নীরজের জয়ে উচ্ছ্বসিত রণবীর

পর্দার কপিল দেব রণবীর সিংও এদিন শেয়ার করেন নীরজের একটি ছবি ৷ অন্যদিকে অভিষেক বচ্চন নীরজকে অভিনন্দন জানাতে গিয়ে লেখেন, "আরও একবার নীরজ চোপড়া ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্য়াম্পিয়নশিপে সোনা জিতে আমাদের সকলকে গর্বিত করলেন ৷"

Pic Kareen Kapoor Instagram
নীরজের জয়ে উচ্ছ্বসিত করিনা

আরও পড়ুন: 'সোনার ছেলের' পদক জয়ে আত্মহারা বাবা, দেশের জন্য গর্বের মুহূর্ত মত সতীশের

এদিন তাঁর দ্বিতীয় থ্রোয়ে সোনা গাঁথেন নীরজ ৷ অন্যদিকে রূপো জিতে নেন পাকিস্তানের আর্শাদ নাদিম ৷ তাঁর বর্শা অতিক্রম করেছিল 87.82 মিটার দূরত্ব ৷ দিনের প্রথম থ্রোটা এদিন ততটা ভালো করতে পারেননি নীরজ ৷ নিজের থ্রোয়ে খুশি হতে পারেননি তিনি ৷ তাই 'ফোর্স ফাউল'ও করেন এই অ্যাথলিট ৷ কিন্তু দ্বিতীয় থ্রোয়ে তাঁর জাত চেনাতে কোনও খামতি রাখেননি অলিম্পিকের সোনাজয়ী তারকা ৷ আর সেই থ্রোয়ের হাত ধরেই তৈরি হল আরও একটি ইতিহাস ৷

Pic Kangana Ranaut Instagram
অভিনন্দন জানালেন কঙ্গনা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.