ETV Bharat / entertainment

Celebrity Cricket League: শুরু তারকাদের ব্যাট বলের লড়াই, মাঠে নামছেন যীশু-রিতেশরা - Celebrity Cricket League

18 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সেলিব্রেটি ক্রিকেট লিগ ৷ প্রথম দিনেই লড়াইয়ে নামছেন যীশু সেনগুপ্ত এবং রীতেশ দেশমুখরা (Celebrity Cricket League First Match) ৷

Etv Bharat
18 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সেলিব্রেটি ক্রিকেট লিগ
author img

By

Published : Feb 18, 2023, 1:08 PM IST

হায়দরাবাদ, 18 ফেব্রুয়ারি: শুরু হতে চলেছে তারকাদের ব্যাট-বলের লড়াই ৷ এই যুদ্ধের পোশাকি নাম সেলিব্রেটি ক্রিকেট লিগ ৷ শনিবার থেকেই শুরু হতে চলেছে এই লিগ জয়ের যুদ্ধ ৷ আর প্রথমদিনেই মাঠে নামছেন যীশু সেনগুপ্ত থেকে শুরু করে ইন্দ্রাশিস এবং দেবরা ৷ কারণ প্রথম দিন মুখোমুখি হতে চলেছে মুম্বই হিরোস এবং বেঙ্গল টাইগারস ৷ যীশু সেনগুপ্তর দলকে এদিন খেলতে হবে রীতেশ দেশমুখের মুম্বইয়ের বিরুদ্ধে ৷ বেঙ্গল টাইগার্স দলটির কর্নধার বনি কাপুর ঠিক যেভাবে মুম্বই দলের কর্নধার সোহেল খান এবং অ্যাম্বাসেডর সলমন(Celebrity Cricket League First Match) ৷
অন্যদিকে আজ রয়েছে আরও একটি খেলা ৷ কর্ণাটক বুলডোজার্সও এদিন মুখোমুখি হতে চলেছে চেন্নাই রাইনোসের ৷ এই লিগে মোট দলের সংখ্য়া আট ৷ বেঙ্গল টাইগার্স, মুম্বই হিরোস-দের সঙ্গেই রয়েছে কেরালা স্ট্রাইকার্স, পঞ্জাব দি শের, ভোজপুরি দাবাংস এবং তেলেগু ওয়ারিয়র্স দল ৷ টি-10 ফরম্যাটেই হতে চলেছে এই লড়াই ৷ পুল এ এবং পুল বি দুই ভাগে ভাগ করা হয়েছে দলগুলিকে ৷ প্রথম বিভাগে রয়েছে বেঙ্গল টাইগার্স, পঞ্জাব দি শের, কেরালা স্ট্রাইকার্স এবং চেন্নাই রাইনোস ৷ বাকি চার দল রয়েছে পুল বি-তে ৷

রবি কিষাণ, বরুণ ধাওয়ান, মনোজ তিওয়ারির মতো অভিনেতারাও অংশ নিতে চলেছেন এই খেলায় ৷ থাকছেন সোনু সুদও ৷ বাংলা দলে রয়েছেন, যীশু, ইন্দ্রাশিস, দেব, উদয় এবং জীতু কমলের মতো অভিনেতারা ৷ অন্যদিকে, ভোজপুরি দাবাংসের নেতৃত্বে থাকছেন গায়ক তথা অভিনেতা এবং সাংসদ মনোজ তিওয়ারি ৷ লিগে অংশ নিচ্ছেন বিজেপির আরও এক সাংসর রবি কিশান ।

আরও পড়ুুন: কবে পর্দায় একসঙ্গে আসবেন দীপিকা বিগ বি প্রভাস?

মোট 16টি লিগের ম্যাচ খেলবে এই আটটি দল ৷ এরপর হবে সেমিফাইনাল আর তারপর সবশেষে ট্রফি জয়ের লড়াই ৷ একদিকে যখন ভারত-অস্ট্রেলিয়া ট্রফি জয়ের লড়াই করছে ময়দািনে ৷ তখন অন্যদিকে এবার তারকাও নামবেন ব্য়াট ও বলের লড়াইয়ে ৷

হায়দরাবাদ, 18 ফেব্রুয়ারি: শুরু হতে চলেছে তারকাদের ব্যাট-বলের লড়াই ৷ এই যুদ্ধের পোশাকি নাম সেলিব্রেটি ক্রিকেট লিগ ৷ শনিবার থেকেই শুরু হতে চলেছে এই লিগ জয়ের যুদ্ধ ৷ আর প্রথমদিনেই মাঠে নামছেন যীশু সেনগুপ্ত থেকে শুরু করে ইন্দ্রাশিস এবং দেবরা ৷ কারণ প্রথম দিন মুখোমুখি হতে চলেছে মুম্বই হিরোস এবং বেঙ্গল টাইগারস ৷ যীশু সেনগুপ্তর দলকে এদিন খেলতে হবে রীতেশ দেশমুখের মুম্বইয়ের বিরুদ্ধে ৷ বেঙ্গল টাইগার্স দলটির কর্নধার বনি কাপুর ঠিক যেভাবে মুম্বই দলের কর্নধার সোহেল খান এবং অ্যাম্বাসেডর সলমন(Celebrity Cricket League First Match) ৷
অন্যদিকে আজ রয়েছে আরও একটি খেলা ৷ কর্ণাটক বুলডোজার্সও এদিন মুখোমুখি হতে চলেছে চেন্নাই রাইনোসের ৷ এই লিগে মোট দলের সংখ্য়া আট ৷ বেঙ্গল টাইগার্স, মুম্বই হিরোস-দের সঙ্গেই রয়েছে কেরালা স্ট্রাইকার্স, পঞ্জাব দি শের, ভোজপুরি দাবাংস এবং তেলেগু ওয়ারিয়র্স দল ৷ টি-10 ফরম্যাটেই হতে চলেছে এই লড়াই ৷ পুল এ এবং পুল বি দুই ভাগে ভাগ করা হয়েছে দলগুলিকে ৷ প্রথম বিভাগে রয়েছে বেঙ্গল টাইগার্স, পঞ্জাব দি শের, কেরালা স্ট্রাইকার্স এবং চেন্নাই রাইনোস ৷ বাকি চার দল রয়েছে পুল বি-তে ৷

রবি কিষাণ, বরুণ ধাওয়ান, মনোজ তিওয়ারির মতো অভিনেতারাও অংশ নিতে চলেছেন এই খেলায় ৷ থাকছেন সোনু সুদও ৷ বাংলা দলে রয়েছেন, যীশু, ইন্দ্রাশিস, দেব, উদয় এবং জীতু কমলের মতো অভিনেতারা ৷ অন্যদিকে, ভোজপুরি দাবাংসের নেতৃত্বে থাকছেন গায়ক তথা অভিনেতা এবং সাংসদ মনোজ তিওয়ারি ৷ লিগে অংশ নিচ্ছেন বিজেপির আরও এক সাংসর রবি কিশান ।

আরও পড়ুুন: কবে পর্দায় একসঙ্গে আসবেন দীপিকা বিগ বি প্রভাস?

মোট 16টি লিগের ম্যাচ খেলবে এই আটটি দল ৷ এরপর হবে সেমিফাইনাল আর তারপর সবশেষে ট্রফি জয়ের লড়াই ৷ একদিকে যখন ভারত-অস্ট্রেলিয়া ট্রফি জয়ের লড়াই করছে ময়দািনে ৷ তখন অন্যদিকে এবার তারকাও নামবেন ব্য়াট ও বলের লড়াইয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.