ETV Bharat / entertainment

CBFC on The Kerala Story: দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত অগণতান্ত্রিক, মত সেন্সরবোর্ডের সদস্যের - সেন্সরবোর্ডের সদস্য

সিবিএফসি সদস্য বাণী ত্রিপাঠী একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে বলেছেন যে, পশ্চিমবঙ্গ সরকার দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারে না ৷ তাঁর মতে, দর্শকদের মূল্যায়নের উপর নির্ভর করে এমন সিদ্ধান্ত ।

CBFC on The Kerala Story
CBFC on The Kerala Story
author img

By

Published : May 10, 2023, 12:46 PM IST

হায়দরাবাদ, 10 মে: পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত অগণতান্ত্রিক ৷ এমনই প্রতিক্রিয়া বলিউডের অভিনেতা তথা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর সদস্য বাণী ত্রিপাঠির ৷ একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে বাণী বলেছেন যে, একটি চলচ্চিত্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এবং তার মূল্যায়ন করা দর্শকদের উপর নির্ভর করে ।

ঘৃণা ও হিংসার ঘটনা যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য রাজ্যে দ্য কেরালা স্টোরি প্রদর্শনে অবিলম্বে নিষেধাজ্ঞার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সুদীপ্ত সেন দ্বারা পরিচালিত এই ছবির গল্পটি কেন্দ্রীভূত হয়েছে লাভ জিহাদকে ঘিরে ৷ সন্ত্রাসবাদী সংগঠন আইসিস কেরলের মহিলাদের ইসলামে ধর্মান্তরিত করে নাশকতায় যুক্ত করেছে - এমনই গল্প তুলে ধরেছে এই ছবি ৷ সম্প্রতি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে এই ছবি করমুক্ত হলেও পশ্চিমবঙ্গে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এ ব্যাপারে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সেন্সরবোর্ডের সদস্য বাণী ত্রিপাঠি বলেন, "আপনারা দর্শকদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছেন, যা ছবির ভাগ্য নির্ধারণ করবে । আপনি বা আমি কেউই ছবিটি নিয়ে সিদ্ধান্ত নিতে পারি না, এমনকী একজন প্রযোজকও সিদ্ধান্ত নিতে পারেন না (ফিল্মের ভবিষ্যতের ব্য়াপারে)৷ ছবিটি তাঁদের সঙ্গে কথা বলছে কি না এবং এটি তাঁদের মধ্যে একটি সেতু তৈরি করছে কি না এবং চলচ্চিত্র নির্মাতারা কী বলতে চাইছেন - সেটা একমাত্র দর্শকরাই ঠিক করবেন ।"

তাঁর মতে, প্রতিটি ছবিই কান্না এনে দেবে না ৷ এমন ছবিও আছে যেগুলি অন্ধকারের প্রেক্ষাপটে তৈরি ৷ তিনি বলেন, "তবে দিনের শেষে, আমরা শুধুমাত্র একটি সিনেমাকে সার্টিফাই করতে পারি এবং এটিই এই দেশে গণতান্ত্রিক সার্টিফিকেশনের একমাত্র পথ । যদি এর থেকে কষ্ট আসে, তাহলে ভগবানই তাকে বাঁচাতে পারে ৷"

সম্প্রতি দ্য কেরালা স্টোরিকে বঙ্গে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্তের নিন্দা করেছে প্রডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া । তামিলনাড়ুজুড়ে মাল্টিপ্লেক্সগুলি আইন-শৃঙ্খলার সমস্যা এবং জনসাধারণের দুর্বল প্রতিক্রিয়া উল্লেখ করে রবিবার এই ছবির প্রদর্শনী বাতিল করেছে । গত 5 মে মুক্তি পাওয়া ছবিটি নিয়ে রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে । বিপুল অমৃতলাল শাহের সানশাইন পিকচার্স দ্বারা প্রযোজিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা ।

আরও পড়ুন: অজয়ের 'ভোলা'কে পিছনে ফেলে 5 দিনেই 50 কোটির ক্লাবে 'দ্য কেরালা স্টোরি'

হায়দরাবাদ, 10 মে: পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত অগণতান্ত্রিক ৷ এমনই প্রতিক্রিয়া বলিউডের অভিনেতা তথা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর সদস্য বাণী ত্রিপাঠির ৷ একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে বাণী বলেছেন যে, একটি চলচ্চিত্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এবং তার মূল্যায়ন করা দর্শকদের উপর নির্ভর করে ।

ঘৃণা ও হিংসার ঘটনা যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য রাজ্যে দ্য কেরালা স্টোরি প্রদর্শনে অবিলম্বে নিষেধাজ্ঞার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সুদীপ্ত সেন দ্বারা পরিচালিত এই ছবির গল্পটি কেন্দ্রীভূত হয়েছে লাভ জিহাদকে ঘিরে ৷ সন্ত্রাসবাদী সংগঠন আইসিস কেরলের মহিলাদের ইসলামে ধর্মান্তরিত করে নাশকতায় যুক্ত করেছে - এমনই গল্প তুলে ধরেছে এই ছবি ৷ সম্প্রতি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে এই ছবি করমুক্ত হলেও পশ্চিমবঙ্গে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এ ব্যাপারে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সেন্সরবোর্ডের সদস্য বাণী ত্রিপাঠি বলেন, "আপনারা দর্শকদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছেন, যা ছবির ভাগ্য নির্ধারণ করবে । আপনি বা আমি কেউই ছবিটি নিয়ে সিদ্ধান্ত নিতে পারি না, এমনকী একজন প্রযোজকও সিদ্ধান্ত নিতে পারেন না (ফিল্মের ভবিষ্যতের ব্য়াপারে)৷ ছবিটি তাঁদের সঙ্গে কথা বলছে কি না এবং এটি তাঁদের মধ্যে একটি সেতু তৈরি করছে কি না এবং চলচ্চিত্র নির্মাতারা কী বলতে চাইছেন - সেটা একমাত্র দর্শকরাই ঠিক করবেন ।"

তাঁর মতে, প্রতিটি ছবিই কান্না এনে দেবে না ৷ এমন ছবিও আছে যেগুলি অন্ধকারের প্রেক্ষাপটে তৈরি ৷ তিনি বলেন, "তবে দিনের শেষে, আমরা শুধুমাত্র একটি সিনেমাকে সার্টিফাই করতে পারি এবং এটিই এই দেশে গণতান্ত্রিক সার্টিফিকেশনের একমাত্র পথ । যদি এর থেকে কষ্ট আসে, তাহলে ভগবানই তাকে বাঁচাতে পারে ৷"

সম্প্রতি দ্য কেরালা স্টোরিকে বঙ্গে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্তের নিন্দা করেছে প্রডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া । তামিলনাড়ুজুড়ে মাল্টিপ্লেক্সগুলি আইন-শৃঙ্খলার সমস্যা এবং জনসাধারণের দুর্বল প্রতিক্রিয়া উল্লেখ করে রবিবার এই ছবির প্রদর্শনী বাতিল করেছে । গত 5 মে মুক্তি পাওয়া ছবিটি নিয়ে রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে । বিপুল অমৃতলাল শাহের সানশাইন পিকচার্স দ্বারা প্রযোজিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা ।

আরও পড়ুন: অজয়ের 'ভোলা'কে পিছনে ফেলে 5 দিনেই 50 কোটির ক্লাবে 'দ্য কেরালা স্টোরি'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.