কান, 23 মে : রবিবার ফের বিক্ষোভের সাক্ষী থাকল 75তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট ৷ মাত্র দু'দিন আগেই ইউক্রেনে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে অর্ধনগ্ন হয়ে রেড কার্পেটে প্রতিবাদ জানিয়েছিলেন এক মহিলা ৷ মুখে ছিল একটাই উচ্চকিত স্লোগান, "আমাদের ধর্ষণ করা বন্ধ করুন ৷" ফের একবার এমনই এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকল কান (cannes film festival 2022) ৷
খবর অনুযায়ী রবিবার কালো পোশাক পরিহিত একদল মহিলা রেড কার্পেটে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন ৷ তাঁদের হাতে ছিল আন্দোলনের একটি ব্যানারও ৷ ব্যানারে দেখা যায় বহু মহিলার নামের একটি তালিকা ৷ খবর অনুযায়ী, এই নামগুলি সেই মহিলাদের যাঁরা ফ্রান্সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার এবং যাঁরা মারা গিয়েছেন পুরুষদের হাতে ৷ আন্দোলনকারীরা এদিন স্মোক গ্রেনেডও ব্যবহার করেন ৷ যার জেরে পুরো চত্বরটি কালো ধোঁয়ায় ঢেকে যায় ৷
আরও পড়ুন :সব্যসাচীর সিগনেচার কালো গাউনে ঝড় তুললেন অদিতি
পরে 'রিপোস্ট ফেমিনিস্ট' ফ্লিম গ্রুপের পক্ষ থেকে এই আন্দোলনের দায় স্বীকার করে নেওয়া হয় ৷ এই তথ্য়চিত্রটি তুলে ধরে ফ্রান্সের নারী হত্যার বিভিন্ন ঘটনা ৷ এই আন্দোলনটি হয় ইরানের ছবি হলি স্পাইডার-এর স্ক্রিনিংয়ের ঠিক আগেই ৷ প্রসঙ্গত এটিও ছিল একটি নারীবাদী থ্রিলার ৷