মুম্বই, 17 ফেব্রুয়ারি: সদ্য বিয়েপর্ব শেষ হয়েছে (Kiara Advani Wedding)৷ বিয়ে ও রিসেপশনের রকমারি সাজের ছবিতে মোহময়ী রূপে ধরা দিয়েছেন কিয়ারা আডবাণী (Kiara with Her Parents)৷ আর এ বার সামনে এল বিয়ের সাজে তাঁর বাবা-মায়ের সঙ্গে ছবি ৷ সেই ছবিতে নববধূ কিয়ারা আডবাণীর সঙ্গে দেখা গিয়েছে তাঁর বাবা জগদীপ ও মা জেনেভিভ আডবাণীকে (Sidhart Kiara Wedding)৷
ডিজাইনার মণীশ মালহোত্রা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে কিয়ারার বিয়ের ডায়েরি থেকে কনের সঙ্গে তাঁর মা ও বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ৷ সেই ছবিতে বিবাহবাসরে বাবা-মায়ের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে শেরশাহ অভিনেত্রীকে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কিয়ারার মা ও বাবাকে মণীশ মালহোত্রার ডিজাইন করা ট্র্যাডিশনাল পোশাকে দেখা গিয়েছে ৷
অন্য একটি ছবিতে গোলাপী রঙের লেহঙ্গায় বেশ মানিয়েছে মা-মেয়ের জুটিকে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
বিয়েতে মণীশ মালহোত্রার ডিজাইন করা লেহঙ্গা পরেছিলেন কিয়ারা ৷ লেহেঙ্গায় রোমান স্থাপত্যের বিশদ বিবরণ এমব্রয়ডারি করা ছিল ৷ সেই শহরের প্রতি নবদম্পতির বিশেষ ভালোবাসা থেকে অনুপ্রাণিত হয়েই সেই নকশা তৈরি করা হয়েছিল ৷
আরও পড়ুন: 'আজ ফির তুম পে পেয়ার আয়া হ্যায়', বিয়ের পর প্রথম ভ্যালেনটাইনস ডে-তে মেতে উঠলেন সিদ্ধার্থ-কিয়ারা
নববধূ তাঁর জীবনের অন্যতম এই গুরুত্বপূর্ণ দিনের জন্য মণীশ মালহোত্রার হিরের গয়না বেছে নিয়েছিলেন । নেকপিসটিতে বিরল জাম্বিয়ান পান্না দিয়ে কারুকাজ করা অতি-সূক্ষ্ম হ্যান্ডকাট হিরের দুর্দান্ত নকশা তৈরি করা হয়েছে । তাঁকে একটি হিরের আংটিও পরতে দেখা গিয়েছে ৷ এটি তাঁর বিয়ের আংটি বলে অনুমান করা হচ্ছে ।
'শেরশাহ' দম্পতি 7 ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমেরের কাছে সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বাঁধেন । তাঁরা তাদের ঘনিষ্ঠ বন্ধুদের জন্য দিল্লিতে এবং পরে 12 ফেব্রুয়ারি মুম্বইতে রিসেপশনের আয়োজন করেছিলেন । করণ জোহর, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, কাজল, গৌরী খান, সঞ্জয় লীলা বনসালি এবং অন্যান্য সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে ৷
কিয়ারা এবং সিদ্ধার্থ তাঁদের সম্পর্কের বিষয়ে বরাবরই নীরবতা পালন করে গিয়েছেন ৷ তাঁরা ডেটিং খবর কখনও অস্বীকারও করেননি আবার তার সত্যতাও স্বীকার করেননি । 2021 সালে মুক্তি পাওয়া 'শেরশাহ'-এর শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সিদ্ধার্থ এবং কিয়ারা ৷