ETV Bharat / entertainment

বাজেটের টাকা ঘরে তুলতে পারবে কি টাইগার 3? প্রশ্ন তুলছে বক্সঅফিস লড়াই - box office

Tiger 3 box Office Collection: দিওয়ালিতে মুক্তি পেলেও এই কয়েকদিনেই বক্সঅফিসে চাপে পড়েছে টাইগার 3 ৷ সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবি 300 কোটির ঘরে যেতে পারবে তো? উঠেছে সংশয় ৷

Etv Bharat
টাইগার 3
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 2:02 PM IST

হায়দরাবাদ, 23 নভেম্বর: দিওয়ালিতে বক্সঅফিসে যে ধামাক শুরু করেছিলেন তা বর্তমানে অনেকটাই থিতিয়ে গিয়েছে ৷ মণীশ শর্মা পরিচালিত 'টাইগার 3' ছবির বাজেট 300 কোটি টাকা ৷ কিন্তু 250 কোটি টাকা তুলতেই এবার নাভিশ্বাস ধরেছে এই ছবির ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী বুধবার এই ছবির মোট আয় হয়েছে মাত্র 5 কোটি টাকা ৷ সলমন-ক্যাটরিনা ও ইমরান হাশমির স্পাই থ্রিলার এবার লড়াই চালাচ্ছে বক্সঅফিসে ৷

অ্যাকশন-থ্রিলারে ভরপুর এই ছবি মুক্তি পেয়েছিল 22 নভেম্বর ৷ প্রথমদিন এই ছবি ঘরে তুলেছিল 44.50 কোটি টাকা ৷ মুক্তির 11তম দিনে 'টাইগার 3'-এর ঝুলিতে এসেছে 249.70 কোটি টাকা ৷ অর্থাৎ বৃহস্পতিবারের রিপোর্ট না এলেও আশা করা যায়, 250 কোটির ঘরে ঢুকে যাচ্ছে এই ছবি ৷ বুধবার ছবির কালেকশন ছিল 5.75 কোটি টাকা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

স্যাকনিল্ক অনুযায়ী বুধবার ছবির কালেকশনের শতাংশ হিসাব করলে দাঁড়ায় 11.36 পারসেন্ট ৷ বৃহস্পতিবার 250 কোটি হলেও দেখার অপেক্ষা চলতি সপ্তাহের শেষে ছবির ভাগ্যে কতটা আয় আসে ৷ দর্শকদের টাইগার-জোয়া কেমিষ্ট্রি ও নেতিবাচক চরিত্রে ইমরান হাসমিকে দেখতে কতজন দর্শক হলমুখী হন ৷

2017 সালে মুক্তি পেয়েছিল 'টাইগার জিন্দা হ্যায়' ৷ সেই ছবির গতি এগিয়ে নিয়ে গিয়েছে 'টাইগার 3' ৷ যশ রাজ ফিল্মসের প্রযোজনায় গোয়েন্দা চরিত্রে সলমন খান প্রথম থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছিল ৷ এই ছবিতে দেশ ও পরিবারকে বাঁচাতে লড়াই করতে দেখা গিয়েছে টাইগারকে ৷

ছবির গানে সুর দিয়েছেন প্রীতম ৷ ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছেন তনুজ টিকু ৷ জানা গিয়েছে যশ রাজ ব্যানারে এই ছবি সবচেয়ে এক্সপেনসিভ প্রোজেক্ট ৷ 'টাইগার 3'-র মোট বাজেট 300 কোটি টাকা ৷ হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগুতেও মুক্তি পেয়েছে 'টাইগার 3' ৷

আরও পড়ুন:

1. টিকিট না কেটে 'ডাঙ্কি' উপায়ে সিনেমা দেখার বুদ্ধি দিলেন শাহরুখ, জানালেন 'টপ' সিক্রেট কথা

2. বিয়ের পরেও লুকিয়ে প্রেম করা মিস করছেন সিদ্ধার্থ মালহোত্রা!

3. মায়ের কোল খোঁজার গল্প নিয়ে প্রসেনজিতের প্রযোজনায় আসছে 'আলোর কোলে'

হায়দরাবাদ, 23 নভেম্বর: দিওয়ালিতে বক্সঅফিসে যে ধামাক শুরু করেছিলেন তা বর্তমানে অনেকটাই থিতিয়ে গিয়েছে ৷ মণীশ শর্মা পরিচালিত 'টাইগার 3' ছবির বাজেট 300 কোটি টাকা ৷ কিন্তু 250 কোটি টাকা তুলতেই এবার নাভিশ্বাস ধরেছে এই ছবির ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী বুধবার এই ছবির মোট আয় হয়েছে মাত্র 5 কোটি টাকা ৷ সলমন-ক্যাটরিনা ও ইমরান হাশমির স্পাই থ্রিলার এবার লড়াই চালাচ্ছে বক্সঅফিসে ৷

অ্যাকশন-থ্রিলারে ভরপুর এই ছবি মুক্তি পেয়েছিল 22 নভেম্বর ৷ প্রথমদিন এই ছবি ঘরে তুলেছিল 44.50 কোটি টাকা ৷ মুক্তির 11তম দিনে 'টাইগার 3'-এর ঝুলিতে এসেছে 249.70 কোটি টাকা ৷ অর্থাৎ বৃহস্পতিবারের রিপোর্ট না এলেও আশা করা যায়, 250 কোটির ঘরে ঢুকে যাচ্ছে এই ছবি ৷ বুধবার ছবির কালেকশন ছিল 5.75 কোটি টাকা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

স্যাকনিল্ক অনুযায়ী বুধবার ছবির কালেকশনের শতাংশ হিসাব করলে দাঁড়ায় 11.36 পারসেন্ট ৷ বৃহস্পতিবার 250 কোটি হলেও দেখার অপেক্ষা চলতি সপ্তাহের শেষে ছবির ভাগ্যে কতটা আয় আসে ৷ দর্শকদের টাইগার-জোয়া কেমিষ্ট্রি ও নেতিবাচক চরিত্রে ইমরান হাসমিকে দেখতে কতজন দর্শক হলমুখী হন ৷

2017 সালে মুক্তি পেয়েছিল 'টাইগার জিন্দা হ্যায়' ৷ সেই ছবির গতি এগিয়ে নিয়ে গিয়েছে 'টাইগার 3' ৷ যশ রাজ ফিল্মসের প্রযোজনায় গোয়েন্দা চরিত্রে সলমন খান প্রথম থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছিল ৷ এই ছবিতে দেশ ও পরিবারকে বাঁচাতে লড়াই করতে দেখা গিয়েছে টাইগারকে ৷

ছবির গানে সুর দিয়েছেন প্রীতম ৷ ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছেন তনুজ টিকু ৷ জানা গিয়েছে যশ রাজ ব্যানারে এই ছবি সবচেয়ে এক্সপেনসিভ প্রোজেক্ট ৷ 'টাইগার 3'-র মোট বাজেট 300 কোটি টাকা ৷ হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগুতেও মুক্তি পেয়েছে 'টাইগার 3' ৷

আরও পড়ুন:

1. টিকিট না কেটে 'ডাঙ্কি' উপায়ে সিনেমা দেখার বুদ্ধি দিলেন শাহরুখ, জানালেন 'টপ' সিক্রেট কথা

2. বিয়ের পরেও লুকিয়ে প্রেম করা মিস করছেন সিদ্ধার্থ মালহোত্রা!

3. মায়ের কোল খোঁজার গল্প নিয়ে প্রসেনজিতের প্রযোজনায় আসছে 'আলোর কোলে'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.