ETV Bharat / entertainment

Kailash Kher: ছোড়া হল বোতল, কর্ণাটকে আক্রান্ত কৈলাশ খের

author img

By

Published : Jan 30, 2023, 12:00 PM IST

Updated : Jan 30, 2023, 1:03 PM IST

অনুষ্ঠান করতে গিয়ে আক্রান্ত কৈলাশ খের ৷ হাম্পিতে একটি অনুষ্ঠানে জলের বোতল ছোড়া হল গায়ককে লক্ষ্য করে ৷ ঘটনায় আটক দুই (Kailash Kher Attacked in Karnataka) ৷

Etv Bharat
কর্ণাটকে আক্রমণের শিকার কৈলাশ খের

হাম্পি, 30 জানুয়ারি: কর্ণাটকের হাম্পিতে অনুষ্ঠান করতে গিয়ে আক্রমণের শিকার হলেন কিংবদন্তি গায়ক কৈলাশ খের ৷ খবর অনুযায়ী অনুষ্ঠানের সমাপ্তি পর্বে তিনি যখন গান গাইছিলেন তাঁর দিকে জলের বোতল ছোড়া হয় ৷ তাঁর আঘাত সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি ৷ তবে এই ঘটনায় হাম্পির বিজয়নগর এলাকা থেকে দু'জনকে আটক করেছে পুলিশ (Kailash Kher Attacked in Karnataka ) ৷

গত 27 জানুয়ারি থেকে চলছিল এই হাম্পি উৎসব ৷ আর সেই অনুষ্ঠানেই গাইতে এসেছিলেন কৈলাশ খের ৷ নতুন জেলা গঠনের পর এই প্রথম কোনও অনুষ্ঠান হচ্ছে এই জেলায় ৷ আর প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানেই ঘটে গেল এই অপ্রীতিকর ঘটনা ৷ জানা গিয়েছে, এই অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছিল ৷ কিন্তু সেই নিরপত্তা ব্যবস্থা এড়িয়ে এক ব্যক্তি গায়ককে লক্ষ করে জলের বোতল ছুঁড়ে দেন ৷ সঙ্গে সঙ্গেই তাকে অবশ্য় ধরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা ৷ এই ঘটনায় আরও একজনকে আটক করে পুলিশ ৷

কেন হঠাৎ জলের বোতল ছোড়া হল গায়কের দিকে? পুলিশ সূত্রে খবর, দর্শকরা চাইছিল কৈলাশ কন্নড় ভাষার গানও শোনাবেন ৷ কিন্তু তা শোনাননি শিল্পী ৷ আর সেই কারণেই ওই ব্যক্তি রেগে যান ৷ প্রসঙ্গত, কর্ণাটকে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ শুধু কৈলাশ নন আরও অনেক শিল্পীই ডাক পেয়েছিলেন এই অনুষ্ঠানে তার মধ্যে রয়েছেন আরমান মালিক, বিজয় প্রকাশ এবং রঘু দীক্ষিতের মতো শিল্পীরাও ৷

কৈলাশ খেরের চোট কতখানি তা অবশ্য় এখনও সামনে আসেনি ৷ এই অনুুষ্ঠানের আগেই 'উত্তর প্রদেশ দিবস উদযাপন' অনুষ্ঠানেও ডাক পেয়েছিলেন কৈলাশ ৷ সেখানে তাঁর গাওয়া সুফি এবং অন্যান্য গান মন জয় করেছে দর্শকদের ৷ শুধু তাই নয়, সম্প্রতি বিএসপির উদ্যোগেও মুক্তি পেয়েছে কৈলাশের গাওয়া নতুন গান ৷ যেখানে দেখা গিয়েছ মায়াবতীর প্রশংসায় পঞ্চমুখ ৷

আরও পড়ুন: ভারতে সবচেয়ে দ্রুত 250 কোটির ক্লাবে ঢুকতে চলেছে 'পাঠান', দাবি বিশ্লেষকদের

হাম্পি, 30 জানুয়ারি: কর্ণাটকের হাম্পিতে অনুষ্ঠান করতে গিয়ে আক্রমণের শিকার হলেন কিংবদন্তি গায়ক কৈলাশ খের ৷ খবর অনুযায়ী অনুষ্ঠানের সমাপ্তি পর্বে তিনি যখন গান গাইছিলেন তাঁর দিকে জলের বোতল ছোড়া হয় ৷ তাঁর আঘাত সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি ৷ তবে এই ঘটনায় হাম্পির বিজয়নগর এলাকা থেকে দু'জনকে আটক করেছে পুলিশ (Kailash Kher Attacked in Karnataka ) ৷

গত 27 জানুয়ারি থেকে চলছিল এই হাম্পি উৎসব ৷ আর সেই অনুষ্ঠানেই গাইতে এসেছিলেন কৈলাশ খের ৷ নতুন জেলা গঠনের পর এই প্রথম কোনও অনুষ্ঠান হচ্ছে এই জেলায় ৷ আর প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানেই ঘটে গেল এই অপ্রীতিকর ঘটনা ৷ জানা গিয়েছে, এই অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছিল ৷ কিন্তু সেই নিরপত্তা ব্যবস্থা এড়িয়ে এক ব্যক্তি গায়ককে লক্ষ করে জলের বোতল ছুঁড়ে দেন ৷ সঙ্গে সঙ্গেই তাকে অবশ্য় ধরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা ৷ এই ঘটনায় আরও একজনকে আটক করে পুলিশ ৷

কেন হঠাৎ জলের বোতল ছোড়া হল গায়কের দিকে? পুলিশ সূত্রে খবর, দর্শকরা চাইছিল কৈলাশ কন্নড় ভাষার গানও শোনাবেন ৷ কিন্তু তা শোনাননি শিল্পী ৷ আর সেই কারণেই ওই ব্যক্তি রেগে যান ৷ প্রসঙ্গত, কর্ণাটকে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ শুধু কৈলাশ নন আরও অনেক শিল্পীই ডাক পেয়েছিলেন এই অনুষ্ঠানে তার মধ্যে রয়েছেন আরমান মালিক, বিজয় প্রকাশ এবং রঘু দীক্ষিতের মতো শিল্পীরাও ৷

কৈলাশ খেরের চোট কতখানি তা অবশ্য় এখনও সামনে আসেনি ৷ এই অনুুষ্ঠানের আগেই 'উত্তর প্রদেশ দিবস উদযাপন' অনুষ্ঠানেও ডাক পেয়েছিলেন কৈলাশ ৷ সেখানে তাঁর গাওয়া সুফি এবং অন্যান্য গান মন জয় করেছে দর্শকদের ৷ শুধু তাই নয়, সম্প্রতি বিএসপির উদ্যোগেও মুক্তি পেয়েছে কৈলাশের গাওয়া নতুন গান ৷ যেখানে দেখা গিয়েছ মায়াবতীর প্রশংসায় পঞ্চমুখ ৷

আরও পড়ুন: ভারতে সবচেয়ে দ্রুত 250 কোটির ক্লাবে ঢুকতে চলেছে 'পাঠান', দাবি বিশ্লেষকদের

Last Updated : Jan 30, 2023, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.