ETV Bharat / entertainment

Bonny Koushani on Rathyatra: টান দিলেন দড়িতে, ঝাড়ু দিলেন রাস্তায়...দেখুন বনি-কৌশানির উল্টোরথের ডায়েরি - Koushani on Rathyatra

একসঙ্গে উল্টো রথ নিয়ে মেতে উঠলেন বনি-কৌশানি ৷ টান দিলেন রথের রশিতে ৷ একসঙ্গে ঝাড়ু দিলেন রাস্তাতেও ৷

Bonny Koushani on Rathyatra
কেমন কাটল বনি কৌশানির উল্টোরথ
author img

By

Published : Jun 28, 2023, 9:19 PM IST

কলকাতা, 28 জুন: রথযাত্রা নিয়ে গত এক সপ্তাহ ধরে মেতে রয়েছে দেশ ৷ ওড়িশা তো বটেই পাশাপাশি বাংলাতেও জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথটান নিয়ে প্রতিবছরের মতো এবারও উৎসাহ ছিল তুঙ্গে ৷ শুধু আমজনতা নয়, তারকারাও মেতে উঠেছেন রথের অনুষ্ঠানে ৷ বুধবার সকালেই মাহেশের রথযাত্রার বেশকিছু ঝলক শেয়ার করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ সেখানে অনুরাগীদের সঙ্গে পা মিলিয়েছিলেন তিনিও ৷ আর এবার রথ টান নিয়ে মেতে উঠলেন বনি-কৌশানি জুটি ৷

সকালে একসঙ্গে জিমে গা ঘামাতে দেখা গিয়েছিল এই তারকা জুটিকে আর এবার উলটো রথযাত্রা উদযাপনে মেতে উঠলেন তাঁরা ৷ কৌশানি তো এদিন রথের রাস্তাও ঝাঁট দিলেন নিজের মতো করে ৷ বনিকে সঙ্গে নিয়ে টানলেন রথের রশিও ৷ সমস্ত ছবি এবং ভিডিয়ো অনুরাগীদের জন্য সোশালে শেয়ারও করেছেন কৌশানি ৷

Bonny Koushani Enjoys The Rathyatra
রথের রাস্তায় ঝাড়ু দিলেন বনি কৌশানি

বুধবার অভিনেত্রীকে দেখা গেল একেবারে ট্র্য়াডিশনাল পোশাকে ৷ তাঁর পরনে এদিন ছিল প্যাস্টেল রঙের সালোয়ার ৷ অন্যদিকে বনি এদিন নিজেকে সাজিয়েছিলেন ধূসর রঙের প্রিন্টেড পঞ্জাবি আর সাদা পাজামায় ৷ ভিডিয়োর ক্যাপশনে কৌশানি লিখেছেন, "আজ উলটো রথে ৷" তাঁদের এই ভিডিয়ো এবং ছবি দেখে খুশি অনুরাগীরাও ৷

Bonny Koushani Enjoys The Rathyatra
রথ টানে হাজির তারকা জুটি

আরও পড়ুন: কাশ্মীরের ঠান্ডায় প্রেম জমল রকি রানির, আলিয়ার কাছে ক্ষমা চাইলেন করণ

অভিনয়ের কথা বলতে গেলে বনি সেনগুপ্ত মঙ্গলবারই শেয়ার করেছেন তাঁর নতুন ছবির প্রথম পোস্টার ৷ তিনি আগামী দিনে বড় পর্দায় ফিরতে চলেছেন রোহন সেনের 'পাকদণ্ডী' ছবির হাত ধরে ৷ এই ছবিতে আরও রয়েছেন পার্নো মিত্র, চন্দন সেন, লোকনাথ দে, অনুষ্কা চক্রবর্তী, দেবজ্যোতি রায়চৌধুরী, রোহন সেন এবং উজ্জয়িনী চট্টোপাধ্য়ায় ৷ এই ছবির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে রয়েছেন অয়ন বন্দ্যোপাধ্যায় ৷ ছবির পরিচালকও তিনি ৷ যদিও কবে মুক্তি পেতে চলেছে, এই ছবি তা এখনও জানা যায়নি ৷ অন্যদিকে কৌশানি মুখোপাধ্যায়কে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল 'ডাল বাটি চুরমা(চচ্চড়ি)' ছবিতে ৷

কলকাতা, 28 জুন: রথযাত্রা নিয়ে গত এক সপ্তাহ ধরে মেতে রয়েছে দেশ ৷ ওড়িশা তো বটেই পাশাপাশি বাংলাতেও জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথটান নিয়ে প্রতিবছরের মতো এবারও উৎসাহ ছিল তুঙ্গে ৷ শুধু আমজনতা নয়, তারকারাও মেতে উঠেছেন রথের অনুষ্ঠানে ৷ বুধবার সকালেই মাহেশের রথযাত্রার বেশকিছু ঝলক শেয়ার করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ সেখানে অনুরাগীদের সঙ্গে পা মিলিয়েছিলেন তিনিও ৷ আর এবার রথ টান নিয়ে মেতে উঠলেন বনি-কৌশানি জুটি ৷

সকালে একসঙ্গে জিমে গা ঘামাতে দেখা গিয়েছিল এই তারকা জুটিকে আর এবার উলটো রথযাত্রা উদযাপনে মেতে উঠলেন তাঁরা ৷ কৌশানি তো এদিন রথের রাস্তাও ঝাঁট দিলেন নিজের মতো করে ৷ বনিকে সঙ্গে নিয়ে টানলেন রথের রশিও ৷ সমস্ত ছবি এবং ভিডিয়ো অনুরাগীদের জন্য সোশালে শেয়ারও করেছেন কৌশানি ৷

Bonny Koushani Enjoys The Rathyatra
রথের রাস্তায় ঝাড়ু দিলেন বনি কৌশানি

বুধবার অভিনেত্রীকে দেখা গেল একেবারে ট্র্য়াডিশনাল পোশাকে ৷ তাঁর পরনে এদিন ছিল প্যাস্টেল রঙের সালোয়ার ৷ অন্যদিকে বনি এদিন নিজেকে সাজিয়েছিলেন ধূসর রঙের প্রিন্টেড পঞ্জাবি আর সাদা পাজামায় ৷ ভিডিয়োর ক্যাপশনে কৌশানি লিখেছেন, "আজ উলটো রথে ৷" তাঁদের এই ভিডিয়ো এবং ছবি দেখে খুশি অনুরাগীরাও ৷

Bonny Koushani Enjoys The Rathyatra
রথ টানে হাজির তারকা জুটি

আরও পড়ুন: কাশ্মীরের ঠান্ডায় প্রেম জমল রকি রানির, আলিয়ার কাছে ক্ষমা চাইলেন করণ

অভিনয়ের কথা বলতে গেলে বনি সেনগুপ্ত মঙ্গলবারই শেয়ার করেছেন তাঁর নতুন ছবির প্রথম পোস্টার ৷ তিনি আগামী দিনে বড় পর্দায় ফিরতে চলেছেন রোহন সেনের 'পাকদণ্ডী' ছবির হাত ধরে ৷ এই ছবিতে আরও রয়েছেন পার্নো মিত্র, চন্দন সেন, লোকনাথ দে, অনুষ্কা চক্রবর্তী, দেবজ্যোতি রায়চৌধুরী, রোহন সেন এবং উজ্জয়িনী চট্টোপাধ্য়ায় ৷ এই ছবির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে রয়েছেন অয়ন বন্দ্যোপাধ্যায় ৷ ছবির পরিচালকও তিনি ৷ যদিও কবে মুক্তি পেতে চলেছে, এই ছবি তা এখনও জানা যায়নি ৷ অন্যদিকে কৌশানি মুখোপাধ্যায়কে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল 'ডাল বাটি চুরমা(চচ্চড়ি)' ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.