মুম্বই, 9 ফেব্রুয়ারি: তাঁর হাসি, তাঁর অভিনয়, তাঁর নাচ মাতিয়ে রাখত সিনেপ্রেমীদের ৷ তবে অকালেই ভক্তদের কাঁদিয়ে চলে গিয়েছেন কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ৷ তাঁকে নিয়ে এ বার জীবনী (Sridevi Biography) প্রকাশিত হতে চলেছে ৷ বৃহস্পতিবার এ কথা ঘোষণা করেছেন তাঁর স্বামী তথা চলচ্চিত্র নির্মাতা বনি কাপুর ৷ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি জানান যে, তাঁর প্রয়াত স্ত্রীর জীবনীর নাম রাখা হয়েছে, 'দ্য লাইফ অফ এ লেজেন্ড' (The Life of a Legend)।
শ্রীদেবীকে নিয়ে যা বললেন বনি: এ দিন বনি কাপুর জানান, "শ্রীদেবী প্রকৃতির একজন শক্তি ছিলেন । তিনি যখন তাঁর ভক্তদের সঙ্গে পর্দায় তাঁর শিল্প ভাগ করে নিতেন, তখন তিনি সবচেয়ে খুশি হতেন ৷ তবে ব্যক্তিগত জীবনকেও কঠোরভাবে আলাদা রাখতেন তিনি ।" শ্রীদেবীর জীবনী লিখেছেন ধীরজ কুমার ৷ তাঁকে নিজের পরিবার বলেই মনে করতেন প্রয়াত অভিনেত্রী ৷
শ্রীদেবীর জীবনী লিখেছেন ধীরজ কুমার: ধীরজ কুমারের (Dhiraj Kumar) বিষয়ে বনি জানিয়েছেন, "ধীরজ কুমারকে নিজের পরিবার বলেই মনে করতেন তিনি (শ্রীদেবী)। ধীরজ একজন গবেষক, লেখক এবং কলামিস্ট । আমরা খুশি যে তিনি তাঁর (শ্রীদেবীর) অসাধারণ জীবনের উপর উপযুক্ত বইটি লিখছেন ।" বইটিতে শ্রীদেবীর একটি সম্পূর্ণ প্রতিকৃতি আঁকা হয়েছে ৷ বইটি প্রকাশ করবে ওয়েস্টল্যান্ড বুকস ৷
আরও পড়ুন: শ্রীদেবীর বর্ণময় জীবন থেকে কিছু না-জানা গল্প
-
Announcement @SrideviBKapoor @AuthorDhiraj @WestlandBooks @karthikavk @Blind_glass @LabyrinthAgency @SrideviMemoir pic.twitter.com/86NP6L5DXF
— Boney Kapoor (@BoneyKapoor) February 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Announcement @SrideviBKapoor @AuthorDhiraj @WestlandBooks @karthikavk @Blind_glass @LabyrinthAgency @SrideviMemoir pic.twitter.com/86NP6L5DXF
— Boney Kapoor (@BoneyKapoor) February 8, 2023Announcement @SrideviBKapoor @AuthorDhiraj @WestlandBooks @karthikavk @Blind_glass @LabyrinthAgency @SrideviMemoir pic.twitter.com/86NP6L5DXF
— Boney Kapoor (@BoneyKapoor) February 8, 2023
সুপারস্টার শ্রীদেবীর জীবনাবসান হয় 2018 সালে: ভারতীয় চলচ্চিত্রে (Indian cinema) অতুলনীয় কেরিয়ারের অধিকারী শ্রীদেবী (Sridevi)৷ বলিউডের এই সুপারস্টার তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড় এবং হিন্দি ভাষায় 50 বছরে 300টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন । তিনি পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন ৷ এছাড়াও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, রাজ্য সরকারের পুরস্কার ৷ আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিলেন ইংলিশ ভিংলিশ স্টার ৷ 2018 সালে দুবাইয়ের একটি হোটেলে তাঁর অতিথি কক্ষের বাথটাবে দুর্ঘটনাক্রমে ডুবে মৃত্যু হয় অভিনেত্রীর ৷