ETV Bharat / entertainment

Raksha Bandhan 2023: সঞ্জয় দত্ত থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাখিবন্ধনে মেতে উঠলেন দুই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির তারকারা - actors on raksha bandhan

রাখি বন্ধন নিয়ে মেতে উঠেছে বলিউড থেকে টলিউড সকলেই ৷ কঙ্গনা রানওয়াত, অক্ষয় কুমার, কিয়ারা আদবানি থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অনুরাগীদের শুভেচ্ছা জানালেন প্রত্যেকেই ৷

Raksha Bandhan 2023
রাখি বন্ধন নিয়ে মেতেছে বলিউড
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 3:03 PM IST

কলকাতা, 30 অগস্ট: বুধবার পবিত্র রাখিবন্ধনে মেতে উঠেছে গোটা দেশ ৷ রীতি মেনে বোনেরা রাখি পরিয়ে দিচ্ছেন ভাইয়ের হাতে ৷ কেবল আমজনতা নয়, উৎসবে মেতেছে টলিউড-বলিউডও ৷ ঠিক যেমন মনোজ বাজপেয়ী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো অনেকেই ছবি পোস্ট করে অনুরাগীদের রাখিবন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ আবার কঙ্গনা রানাতওয়াত, অক্ষয় কুমার, কিয়ারা আদবানিরা এদিন মেতে উঠলেন বোন আর ভাইদের নিয়ে ৷

Raksha Bandhan 2023
কিয়ারাও আবেগী হয়ে পড়লেন আজকের দিনে

অভিনেতা সঞ্জয় দত্ত এদিন ছবি শেয়ার করলেন প্রিয়া এবং নম্রতা দত্তের সঙ্গে ৷ তিনি এদিন পুরোনো সব কথা ভুলে নতুন করে শুরু করার কথা বলেছেন ৷ তিনি লেখেন, "প্রিয়া অঞ্জু আজ রাখিবন্ধনের দিনে আমি জানাতে চাই তোমরা ঠিক আমার কতটা কাছের ৷ আর তোমাদের আমি কতটা ভালোবাসি ৷ তোমরাই আমার শক্তি ৷ আমি কথা দিচ্ছি সব সময় তোমার সঙ্গেই থাকব ৷"

Raksha Bandhan 2023
থ্রি মাস্কেটিয়ার্স লিখলেন কঙ্গনা

অন্যদিকে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভাই বোনেদের সঙ্গে ছবি শেয়ার করেছেন কঙ্গনাও ৷ তিনি লেখেন, 'রাখিবন্ধনের শুভেচ্ছা ৷ থ্রি মাস্কেটিয়ার্স ৷' অন্যদিকে কিয়ারা তাঁর ভাই মিশেলের জন্য লেখেন,"ভাই তোকে আজ আরেকটু বেশিই মিস করছি ৷" অক্ষয় কুমারও এদিন তাঁর বোনের সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করেছেন ৷

Raksha Bandhan 2023
বোনের সঙ্গে ছবি শেয়ার রশ্মিকার

রশ্মিকা মন্দানাও এদিন ছবি শেয়ার করেছেন তাঁর বোনের সঙ্গে ৷ বোনকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি লেখেন, "আমার মুনচিনকিনকে (ছোট বোন) আজ একটু বেশিই মিস করছি ৷ ওর জন্য একটা 'বিগ হাগ' আর আপনাদের সকলকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানাই ৷"

Raksha Bandhan 2023
শুভশ্রী শুভেচ্ছা জানালেন অনুরাগীদের

আরও পড়ুন: রাখির ছুটিতে দেখে নিন সেলুলয়েডে ভাই-বোনের সম্পর্কের কিছু গল্প

টেলিস্টার রাহুল মজুমদার বুধবার ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ৷ শুরু হয়েছে তাঁর নতুন ধারাবাহিক 'লাভ বিয়ে আজ কাল' ৷ কাজের ফাঁকেই গোটা টিমের সঙ্গে রাখিবন্ধনে মেতে উঠলেন তিনি ৷ ছবি শেয়ার করলেন, "রাখিবন্ধনের শুভেচ্ছা ৷" সবমিলিয়ে বলাই বাহুল্য় বলিউড হোক বা টলিউড তারকারা আজ সকলেই মজেছেন রাখির উৎসবে ৷

কলকাতা, 30 অগস্ট: বুধবার পবিত্র রাখিবন্ধনে মেতে উঠেছে গোটা দেশ ৷ রীতি মেনে বোনেরা রাখি পরিয়ে দিচ্ছেন ভাইয়ের হাতে ৷ কেবল আমজনতা নয়, উৎসবে মেতেছে টলিউড-বলিউডও ৷ ঠিক যেমন মনোজ বাজপেয়ী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো অনেকেই ছবি পোস্ট করে অনুরাগীদের রাখিবন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ আবার কঙ্গনা রানাতওয়াত, অক্ষয় কুমার, কিয়ারা আদবানিরা এদিন মেতে উঠলেন বোন আর ভাইদের নিয়ে ৷

Raksha Bandhan 2023
কিয়ারাও আবেগী হয়ে পড়লেন আজকের দিনে

অভিনেতা সঞ্জয় দত্ত এদিন ছবি শেয়ার করলেন প্রিয়া এবং নম্রতা দত্তের সঙ্গে ৷ তিনি এদিন পুরোনো সব কথা ভুলে নতুন করে শুরু করার কথা বলেছেন ৷ তিনি লেখেন, "প্রিয়া অঞ্জু আজ রাখিবন্ধনের দিনে আমি জানাতে চাই তোমরা ঠিক আমার কতটা কাছের ৷ আর তোমাদের আমি কতটা ভালোবাসি ৷ তোমরাই আমার শক্তি ৷ আমি কথা দিচ্ছি সব সময় তোমার সঙ্গেই থাকব ৷"

Raksha Bandhan 2023
থ্রি মাস্কেটিয়ার্স লিখলেন কঙ্গনা

অন্যদিকে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভাই বোনেদের সঙ্গে ছবি শেয়ার করেছেন কঙ্গনাও ৷ তিনি লেখেন, 'রাখিবন্ধনের শুভেচ্ছা ৷ থ্রি মাস্কেটিয়ার্স ৷' অন্যদিকে কিয়ারা তাঁর ভাই মিশেলের জন্য লেখেন,"ভাই তোকে আজ আরেকটু বেশিই মিস করছি ৷" অক্ষয় কুমারও এদিন তাঁর বোনের সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করেছেন ৷

Raksha Bandhan 2023
বোনের সঙ্গে ছবি শেয়ার রশ্মিকার

রশ্মিকা মন্দানাও এদিন ছবি শেয়ার করেছেন তাঁর বোনের সঙ্গে ৷ বোনকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি লেখেন, "আমার মুনচিনকিনকে (ছোট বোন) আজ একটু বেশিই মিস করছি ৷ ওর জন্য একটা 'বিগ হাগ' আর আপনাদের সকলকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানাই ৷"

Raksha Bandhan 2023
শুভশ্রী শুভেচ্ছা জানালেন অনুরাগীদের

আরও পড়ুন: রাখির ছুটিতে দেখে নিন সেলুলয়েডে ভাই-বোনের সম্পর্কের কিছু গল্প

টেলিস্টার রাহুল মজুমদার বুধবার ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ৷ শুরু হয়েছে তাঁর নতুন ধারাবাহিক 'লাভ বিয়ে আজ কাল' ৷ কাজের ফাঁকেই গোটা টিমের সঙ্গে রাখিবন্ধনে মেতে উঠলেন তিনি ৷ ছবি শেয়ার করলেন, "রাখিবন্ধনের শুভেচ্ছা ৷" সবমিলিয়ে বলাই বাহুল্য় বলিউড হোক বা টলিউড তারকারা আজ সকলেই মজেছেন রাখির উৎসবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.