ETV Bharat / entertainment

Ashish Vidyarthi Gets Married: ষষ্ঠীতে ফের বিয়ের পিঁড়িতে বাংলার জামাই, 60 বছরের বিদ্যার্থীর পাত্রী কে ?

60 বছরে জীবনের নতুন ইনিংস শুরু করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। ফের সাত পাকে বাঁধা পড়লেন বাংলার জামাই। বৃহস্পতিবার পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বিয়ে সারেন বলিউডের এই অভিনেতা। দেখে নিন পাত্রী কে ?

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 25, 2023, 7:41 PM IST

কলকাতা, 25 মে: ষষ্ঠীতেই শুভ কাজ সেরে ফেললেন বাংলার প্রাক্তন জামাই ৷ 60 বছর বয়সেই জীবনের আরও এক নতুন অধ্যায় শুরু করলেন বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থী ৷ পাত্রী অন্য হলেও প্রাক্তন ও বর্তমানের পদবী এক ৷ কনে রূপালি বড়ুয়া, অসমের মেয়ে ৷ তবে তিনি কলকাতার এক নামী ফ্যাশন হাউসে কর্মরত। এর আগে কলকাতার জামাই ছিলেন আশিস। অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি। শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজোশির সঙ্গে বাঁধা গাঁটছড়া বেশিদিন টেকেনি। এবার নতুন করে গাঁটছড়া বাঁধলেন আশিস। তবে বিয়ের পর্ব সেরে উচ্ছ্বসিত এই জুটি।

তবে তিনি বোঝালেন প্রেম, বিয়ের কোনও বয়স হয় না। মানুষ একটু ভালো থাকার আশায়, আনন্দে বাঁচার আশায় কারও একজনের হাত ধরে। আশিস বিদ্যার্থীও তাই করলেন, বা এত বয়সে তাঁকেও পছন্দ করলেন একজন স্বাবলম্বী নারী। সিনেমার পর্দা থেকে এখন খানিকটা দূরে আশিস বিদ্য়ার্থী। তবে কলকাতায় এসে রাস্তায় ঘুরে ঘুরে তাঁর ফুড ব্লগ কিন্তু দারুণ জনপ্রিয় সোশাল মিডিয়ায়। 60 বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করে আশিস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "জীবনের এই পর্যায়ে এসে রুপালিকে বিয়ে করাটা এক অদ্ভুত অনুভূতি। আমরা আইনি বিয়ে করেছি। রাতে বন্ধুবান্ধবের সঙ্গে পার্টি রয়েছে ৷" ফ্যাশন ডিজাইনারের সঙ্গে কীভাবে দেখা হল তা নিয়ে বাংলার প্রাক্তন জামাইকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, "ওটা একটা লম্বা গল্প ৷ অন্য কোনও সময় জানাব ৷"

আরও পড়ুন: কান থেকে রিউমার্ড বয়ফ্রেন্ড সিদ্ধার্থের মন চুরি অদিতির

কলকাতার একটি ক্লাবে বৃহস্পতিবার অসমের মেয়ে রূপালি বড়ুয়াকে বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। অভিনেতা এবং ফ্যাশান ডিজাইনার তাঁদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি নিরিবিলি পরিবেশে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেন ।ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের সুবাদে খুবই পরিচিত এই প্রবীণ অভিনেতা 1962 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন। আশিস বিদ্যার্থী তাঁর কেরিয়ারে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, মালায়ালাম, ইংরেজি, ওড়িয়া, মারাঠি এবং বাংলা ছবিতে কাজ করেছেন। 1986 সালে অভিনয় জগতে যাত্রা শুরু করলেও আজও দাপটের সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন এই অভিনেতা। নেতিবাচক চরিত্রে অভিনয়ের পাশাপাশি অন্যান্য বহুমুখী চরিত্রেও দর্শকের মনে দাগ রেখেছেন অসামান্য অভিনয় দক্ষতায়।

কলকাতা, 25 মে: ষষ্ঠীতেই শুভ কাজ সেরে ফেললেন বাংলার প্রাক্তন জামাই ৷ 60 বছর বয়সেই জীবনের আরও এক নতুন অধ্যায় শুরু করলেন বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থী ৷ পাত্রী অন্য হলেও প্রাক্তন ও বর্তমানের পদবী এক ৷ কনে রূপালি বড়ুয়া, অসমের মেয়ে ৷ তবে তিনি কলকাতার এক নামী ফ্যাশন হাউসে কর্মরত। এর আগে কলকাতার জামাই ছিলেন আশিস। অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি। শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজোশির সঙ্গে বাঁধা গাঁটছড়া বেশিদিন টেকেনি। এবার নতুন করে গাঁটছড়া বাঁধলেন আশিস। তবে বিয়ের পর্ব সেরে উচ্ছ্বসিত এই জুটি।

তবে তিনি বোঝালেন প্রেম, বিয়ের কোনও বয়স হয় না। মানুষ একটু ভালো থাকার আশায়, আনন্দে বাঁচার আশায় কারও একজনের হাত ধরে। আশিস বিদ্যার্থীও তাই করলেন, বা এত বয়সে তাঁকেও পছন্দ করলেন একজন স্বাবলম্বী নারী। সিনেমার পর্দা থেকে এখন খানিকটা দূরে আশিস বিদ্য়ার্থী। তবে কলকাতায় এসে রাস্তায় ঘুরে ঘুরে তাঁর ফুড ব্লগ কিন্তু দারুণ জনপ্রিয় সোশাল মিডিয়ায়। 60 বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করে আশিস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "জীবনের এই পর্যায়ে এসে রুপালিকে বিয়ে করাটা এক অদ্ভুত অনুভূতি। আমরা আইনি বিয়ে করেছি। রাতে বন্ধুবান্ধবের সঙ্গে পার্টি রয়েছে ৷" ফ্যাশন ডিজাইনারের সঙ্গে কীভাবে দেখা হল তা নিয়ে বাংলার প্রাক্তন জামাইকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, "ওটা একটা লম্বা গল্প ৷ অন্য কোনও সময় জানাব ৷"

আরও পড়ুন: কান থেকে রিউমার্ড বয়ফ্রেন্ড সিদ্ধার্থের মন চুরি অদিতির

কলকাতার একটি ক্লাবে বৃহস্পতিবার অসমের মেয়ে রূপালি বড়ুয়াকে বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। অভিনেতা এবং ফ্যাশান ডিজাইনার তাঁদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি নিরিবিলি পরিবেশে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেন ।ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের সুবাদে খুবই পরিচিত এই প্রবীণ অভিনেতা 1962 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন। আশিস বিদ্যার্থী তাঁর কেরিয়ারে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, মালায়ালাম, ইংরেজি, ওড়িয়া, মারাঠি এবং বাংলা ছবিতে কাজ করেছেন। 1986 সালে অভিনয় জগতে যাত্রা শুরু করলেও আজও দাপটের সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন এই অভিনেতা। নেতিবাচক চরিত্রে অভিনয়ের পাশাপাশি অন্যান্য বহুমুখী চরিত্রেও দর্শকের মনে দাগ রেখেছেন অসামান্য অভিনয় দক্ষতায়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.