হায়দরাবাদ, 11 ডিসেম্বর: ববি দেওল-রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' দাপিয়ে বেড়াচ্ছে বক্স অফিসে ৷ রক্ত থকথকে এই ছবিতে 13 থেকে 15 মিনিট দেখা গিয়েছে ববিকে ৷ তবে সেই স্বল্প অভিনয়ে বাকরুদ্ধ করে দিয়েছেন অভিনেতা ৷ পরিচালক তাঁকে সাজিয়েছেন ছবির প্রকৃত 'অ্যানিম্যাল' হিসাবে ৷ বিকৃত যৌনতা, হত্যাকাণ্ড নিয়ে ববি হয়ে উঠেছেন দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দু ৷ যদিও ছবিতে যেভাবে তাঁকে প্রতিভাত করা হয়েছে তা নিয়ে উঠেছ প্রশ্ন ৷ পরিচালকের চোখে নারীর অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে ৷ বিশেষত, ববি অভিনীত আবরার হক চরিত্রটি যেভাবে একটি বৈবাহিক ধর্ষণকে রূপ দেয় তা দেখার পর হতবাক অনেকেই ৷ এবার এই নিয়েই মুখ খুললেন ববি ৷
ছবিতে আবরারের তৃতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মানসী তক্ষক ৷ ববির থেকে তিনি 29 বছরের ছোট ৷ আবরার তাকে সকলের সামনেই সঙ্গমে বাধ্য করে ৷ ধর্ষণের এই দৃশ্য় নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷ নারীকে যেভাবে পণ্য হিসাবে দেখায় এই ছবি তা সমালোচকদের অনেকেরই পছন্দ হয়নি ৷ এই নিয়ে ববি বলেন, "যখন আমি এই চরিত্রের কথা শুনি আমি নিশ্চিত ছিলাম খলনায়ক বোবা হলেও এতে আমি প্রাণ সঞ্চার করব ৷ আসলে আমার বলার মতো কিছুই ছিল না ৷ তবে আমার ভিতরের শক্তি ছিল প্রবল। আমার চেহারায় এবং চরিত্রে সেটাই আমাকে তুলে ধরতে হয়েছে ৷ এর জন্য় কোনও দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়নি ৷ আমাকে চরিত্রের নিষ্ঠুরতাটা তুলে ধরতে হয়েছে ৷ সে একজন খারাপ ব্যক্তি তার কোনও সঙ্গী বা আত্মীয় বলে কিছুই নেই ৷ আমার চরিত্রটির ভিত্তিই ছিল সমস্ত খারাপ বিষয়গুলি ৷"
অবশ্য় শুধু ববি নয় রণবীরকেও রশ্মিকা মন্দনা এবং তৃপ্তি ডিমরির সঙ্গে যে ব্যবহার করতে দেখা গিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ রশ্মিকা ছবিতে তেমনভাবে নারীত্বকে ফুটিয়ে তোলার কোনও সুযোগই পাননি ৷ এক অসুস্থ পরিবেশে ক্রমাগত নিজেকে মানিয়ে নিতে নিতে শেষ পর্যন্ত তিনি বেরিয়ে আসতেও চান ৷ তবে তারপর আবার তাঁর ফিরে যাওয়া সেই গণ্ডিজীবনে ৷ অনেক সমালোচকের দাবি নারীকে যেভাবে ছবিতে প্রতিভাত করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা তা অত্যন্ত বিতর্কিত ৷
তবে মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বক্স অফিসে এই ছবি ভীষণ সফল ৷ ইতিমধ্য়েই দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় 700 কোটিতে পৌঁছে গিয়েছে এই ছবি ৷ ভরপুর অ্যাকশন, রক্তের হোলি খেলা, ভয়ংকর কিছু বিকৃতির দৃশ্য় সত্ত্বেও ছবিটি দর্শকের মন জয় করেছে ৷ ঠিক যেমন প্রশংসায় ভাসছেন ববি তেমন চকোলেট হিরো থেকে অ্যাকশন অবতারেও সকলকে চুপ করিয়ে দিয়েছেন রণবীর কাপুর ৷