ETV Bharat / entertainment

29 বছরের ছোট নায়িকার সঙ্গে বৈবাহিক ধর্ষণের দৃশ্য, 'অ্যানিম্যাল' ছবির পাশবিক অধ্যায় নিয়ে নীরবতা ভাঙলেন ববি - Bobby Deol breaks silence on filming marital rape

Bobby Deol breaks silence on filming marital rape: বিতর্কিত সঙ্গম দৃশ্য়, একের পর এক হত্যাকাণ্ড, নৃশংসতার নানান ঝলক 'অ্যানিম্যাল' ছবিতে ফুটিয়ে তুলেছেন ববি দেওল ৷ এবার ছবির সমস্ত বিতর্কিত দৃশ্য় নিয়ে মুখ খুললেন তিনি ৷

Bobby Deol breaks silence on 'filming' marital rape scene
29 বছরের ছোট নায়িকার সঙ্গে বৈবাহিক ধর্ষণের দৃশ্য়
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 8:02 PM IST

Updated : Dec 21, 2023, 3:11 PM IST

হায়দরাবাদ, 11 ডিসেম্বর: ববি দেওল-রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' দাপিয়ে বেড়াচ্ছে বক্স অফিসে ৷ রক্ত থকথকে এই ছবিতে 13 থেকে 15 মিনিট দেখা গিয়েছে ববিকে ৷ তবে সেই স্বল্প অভিনয়ে বাকরুদ্ধ করে দিয়েছেন অভিনেতা ৷ পরিচালক তাঁকে সাজিয়েছেন ছবির প্রকৃত 'অ্যানিম্যাল' হিসাবে ৷ বিকৃত যৌনতা, হত্যাকাণ্ড নিয়ে ববি হয়ে উঠেছেন দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দু ৷ যদিও ছবিতে যেভাবে তাঁকে প্রতিভাত করা হয়েছে তা নিয়ে উঠেছ প্রশ্ন ৷ পরিচালকের চোখে নারীর অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে ৷ বিশেষত, ববি অভিনীত আবরার হক চরিত্রটি যেভাবে একটি বৈবাহিক ধর্ষণকে রূপ দেয় তা দেখার পর হতবাক অনেকেই ৷ এবার এই নিয়েই মুখ খুললেন ববি ৷

ছবিতে আবরারের তৃতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মানসী তক্ষক ৷ ববির থেকে তিনি 29 বছরের ছোট ৷ আবরার তাকে সকলের সামনেই সঙ্গমে বাধ্য করে ৷ ধর্ষণের এই দৃশ্য় নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷ নারীকে যেভাবে পণ্য হিসাবে দেখায় এই ছবি তা সমালোচকদের অনেকেরই পছন্দ হয়নি ৷ এই নিয়ে ববি বলেন, "যখন আমি এই চরিত্রের কথা শুনি আমি নিশ্চিত ছিলাম খলনায়ক বোবা হলেও এতে আমি প্রাণ সঞ্চার করব ৷ আসলে আমার বলার মতো কিছুই ছিল না ৷ তবে আমার ভিতরের শক্তি ছিল প্রবল। আমার চেহারায় এবং চরিত্রে সেটাই আমাকে তুলে ধরতে হয়েছে ৷ এর জন্য় কোনও দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়নি ৷ আমাকে চরিত্রের নিষ্ঠুরতাটা তুলে ধরতে হয়েছে ৷ সে একজন খারাপ ব্যক্তি তার কোনও সঙ্গী বা আত্মীয় বলে কিছুই নেই ৷ আমার চরিত্রটির ভিত্তিই ছিল সমস্ত খারাপ বিষয়গুলি ৷"

অবশ্য় শুধু ববি নয় রণবীরকেও রশ্মিকা মন্দনা এবং তৃপ্তি ডিমরির সঙ্গে যে ব্যবহার করতে দেখা গিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ রশ্মিকা ছবিতে তেমনভাবে নারীত্বকে ফুটিয়ে তোলার কোনও সুযোগই পাননি ৷ এক অসুস্থ পরিবেশে ক্রমাগত নিজেকে মানিয়ে নিতে নিতে শেষ পর্যন্ত তিনি বেরিয়ে আসতেও চান ৷ তবে তারপর আবার তাঁর ফিরে যাওয়া সেই গণ্ডিজীবনে ৷ অনেক সমালোচকের দাবি নারীকে যেভাবে ছবিতে প্রতিভাত করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা তা অত্যন্ত বিতর্কিত ৷

তবে মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বক্স অফিসে এই ছবি ভীষণ সফল ৷ ইতিমধ্য়েই দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় 700 কোটিতে পৌঁছে গিয়েছে এই ছবি ৷ ভরপুর অ্যাকশন, রক্তের হোলি খেলা, ভয়ংকর কিছু বিকৃতির দৃশ্য় সত্ত্বেও ছবিটি দর্শকের মন জয় করেছে ৷ ঠিক যেমন প্রশংসায় ভাসছেন ববি তেমন চকোলেট হিরো থেকে অ্যাকশন অবতারেও সকলকে চুপ করিয়ে দিয়েছেন রণবীর কাপুর ৷

  1. কফি কাউচে বলিউডের হ্যান্ডসাম ব্যাচেলর, প্রেমের গসিপে জমজমাট হতে চলেছে করণের শো
  2. 'কেনেডি নিয়ে ভাবতে 20 বছর সময় লেগেছে', চলচ্চিত্র উৎসবে এসে জানালেন অনুরাগ
  3. 'ডাঙ্কি'র মানে জানালেন কিং খান, সাতসকালে শেয়ার করলেন নতুন গানের ঝলকও

হায়দরাবাদ, 11 ডিসেম্বর: ববি দেওল-রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' দাপিয়ে বেড়াচ্ছে বক্স অফিসে ৷ রক্ত থকথকে এই ছবিতে 13 থেকে 15 মিনিট দেখা গিয়েছে ববিকে ৷ তবে সেই স্বল্প অভিনয়ে বাকরুদ্ধ করে দিয়েছেন অভিনেতা ৷ পরিচালক তাঁকে সাজিয়েছেন ছবির প্রকৃত 'অ্যানিম্যাল' হিসাবে ৷ বিকৃত যৌনতা, হত্যাকাণ্ড নিয়ে ববি হয়ে উঠেছেন দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দু ৷ যদিও ছবিতে যেভাবে তাঁকে প্রতিভাত করা হয়েছে তা নিয়ে উঠেছ প্রশ্ন ৷ পরিচালকের চোখে নারীর অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে ৷ বিশেষত, ববি অভিনীত আবরার হক চরিত্রটি যেভাবে একটি বৈবাহিক ধর্ষণকে রূপ দেয় তা দেখার পর হতবাক অনেকেই ৷ এবার এই নিয়েই মুখ খুললেন ববি ৷

ছবিতে আবরারের তৃতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মানসী তক্ষক ৷ ববির থেকে তিনি 29 বছরের ছোট ৷ আবরার তাকে সকলের সামনেই সঙ্গমে বাধ্য করে ৷ ধর্ষণের এই দৃশ্য় নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷ নারীকে যেভাবে পণ্য হিসাবে দেখায় এই ছবি তা সমালোচকদের অনেকেরই পছন্দ হয়নি ৷ এই নিয়ে ববি বলেন, "যখন আমি এই চরিত্রের কথা শুনি আমি নিশ্চিত ছিলাম খলনায়ক বোবা হলেও এতে আমি প্রাণ সঞ্চার করব ৷ আসলে আমার বলার মতো কিছুই ছিল না ৷ তবে আমার ভিতরের শক্তি ছিল প্রবল। আমার চেহারায় এবং চরিত্রে সেটাই আমাকে তুলে ধরতে হয়েছে ৷ এর জন্য় কোনও দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়নি ৷ আমাকে চরিত্রের নিষ্ঠুরতাটা তুলে ধরতে হয়েছে ৷ সে একজন খারাপ ব্যক্তি তার কোনও সঙ্গী বা আত্মীয় বলে কিছুই নেই ৷ আমার চরিত্রটির ভিত্তিই ছিল সমস্ত খারাপ বিষয়গুলি ৷"

অবশ্য় শুধু ববি নয় রণবীরকেও রশ্মিকা মন্দনা এবং তৃপ্তি ডিমরির সঙ্গে যে ব্যবহার করতে দেখা গিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ রশ্মিকা ছবিতে তেমনভাবে নারীত্বকে ফুটিয়ে তোলার কোনও সুযোগই পাননি ৷ এক অসুস্থ পরিবেশে ক্রমাগত নিজেকে মানিয়ে নিতে নিতে শেষ পর্যন্ত তিনি বেরিয়ে আসতেও চান ৷ তবে তারপর আবার তাঁর ফিরে যাওয়া সেই গণ্ডিজীবনে ৷ অনেক সমালোচকের দাবি নারীকে যেভাবে ছবিতে প্রতিভাত করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা তা অত্যন্ত বিতর্কিত ৷

তবে মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বক্স অফিসে এই ছবি ভীষণ সফল ৷ ইতিমধ্য়েই দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় 700 কোটিতে পৌঁছে গিয়েছে এই ছবি ৷ ভরপুর অ্যাকশন, রক্তের হোলি খেলা, ভয়ংকর কিছু বিকৃতির দৃশ্য় সত্ত্বেও ছবিটি দর্শকের মন জয় করেছে ৷ ঠিক যেমন প্রশংসায় ভাসছেন ববি তেমন চকোলেট হিরো থেকে অ্যাকশন অবতারেও সকলকে চুপ করিয়ে দিয়েছেন রণবীর কাপুর ৷

  1. কফি কাউচে বলিউডের হ্যান্ডসাম ব্যাচেলর, প্রেমের গসিপে জমজমাট হতে চলেছে করণের শো
  2. 'কেনেডি নিয়ে ভাবতে 20 বছর সময় লেগেছে', চলচ্চিত্র উৎসবে এসে জানালেন অনুরাগ
  3. 'ডাঙ্কি'র মানে জানালেন কিং খান, সাতসকালে শেয়ার করলেন নতুন গানের ঝলকও
Last Updated : Dec 21, 2023, 3:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.