ETV Bharat / entertainment

Bipasha Basu's Daughter: হৃদয়ে ছিদ্র, চোখের জলে 3 মাসের কন্যার অস্ত্রোপচারের কথা প্রকাশ বিপাশার

Bipasha Basu's Daughter undergoes heart surgery: তাঁর মেয়ে দেবী বসু সিং গ্রোভারের অসুস্থতা ও সেই নিয়ে তাঁর মাতৃত্বের কঠিন সফরের কথা ভাগ করে নিলেন বিপাশা বসু ৷ ইনস্টাগ্রাম লাইভে নেহা ধুপিয়ার সঙ্গে কথা বলার সময় চোখের জলে বিপাশা জানালেন যে, তাঁর মেয়ে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (ভিএসডি) নিয়ে জন্মেছিল ।

Bipasha Basu's Daughter
কন্যার অস্ত্রোপচারের কথা প্রকাশ বিপাশা বসুর
author img

By

Published : Aug 6, 2023, 10:57 AM IST

হায়দরাবাদ, 6 অগস্ট: তাঁর তিন মাসের কন্যার হৃদয়ে ছিদ্র ছিল ৷ সে জন্য করাতে হয়েছে ওপেন হার্ট সার্জারি ৷ স্বাভাবিকভাবেই কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেত্রী বিপাশা বসু ৷ সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে খোলামেলা আলাপচারিতায় মাতৃত্বের হৃদয় বিদারক ও আবেগময় সেই সফরের কথা ভাগ করে নিলেন তিনি । তাঁর ও করণ সিং গ্রোভারের কন্যা দেবী বসু সিং গ্রোভারের কথা বলতে গিয়ে তাঁর চোখে জল এসে যায় ৷ অভিনেত্রী জানান, অসুস্থতা নিয়ে জন্মগ্রহণ করেছিল তাঁর কন্যা ।

দেবীর হৃদয়ে ছিত্র: 2022 সালের 12 নভেম্বর দেবীর জন্ম ৷ বিপাশা এবং করণের জন্য স্বাভাবিকভাবেই সেটা এক অপরিসীম আনন্দের মুহূর্ত । তবে সন্তানের জন্মের পরপরই তাঁরা জানতে পারেন যে, তাঁদের কন্যাসন্তান ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (VSD) নিয়ে জন্মগ্রহণ করেছে, যার অর্থ তার হৃদয়ে দুটি ছিদ্র রয়েছে । এই দম্পতি প্রাথমিকভাবে খবরটি গোপন রেখেছিলেন ৷ রোগ নির্ণয় হওয়া পর্যন্ত ও তার সঙ্গে জড়িত অনিশ্চয়তার সঙ্গে লড়াই করেছিলেন ।

চ্যালেঞ্জিং অভিজ্ঞতা: এরপর বিপাশা তাঁর মেয়ের অবস্থার জটিলতা বোঝার চেষ্টা করেন এবং তাঁরা ঠিক কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তা প্রকাশ্যে আনেন । তিনি সেই মায়েদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাঁরা তাঁকে এই কঠিন সফরের মধ্যে দিয়ে সাহায্য করেছেন ৷ তবে তাঁর এই চ্যালেঞ্জিং অভিজ্ঞতা যেন আর কোনও বাবা-মায়ের না হয়, সেই প্রার্থনা করেন বিপাশা বসু ৷

অস্ত্রোপচারের সম্ভাবনা বাড়ল: দেবীর জীবনের প্রথম পাঁচ মাস বাবা-মায়ের জন্য খুবই উদ্বেগের ছিল ৷ চিকিত্সকরা প্রতি মাসে শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছিলেন ৷ তাঁরা আশা করেছিলেন, স্বাভাবিকভাবে এই সমস্যার নিরাময় হবে । দেবীর হৃদয়ের ছিদ্রগুলি বড় ছিল, তার ফলে স্বতঃস্ফূর্ত ভাবে নিরাময়ের সম্ভাবনা নিয়ে সন্দেহ তৈরি হয় । কয়েক মাসে তার কোনও উন্নতি না হওয়ায়, সন্তানের অস্ত্রোপচারের সম্ভাবনার জন্যই প্রস্তুত হতে থাকেন সেলেব দম্পতি ৷

আরও পড়ুন: দেবীর 6 মাস পূর্তির উদযাপন বিপাশা-করণের

ওপেন-হার্ট সার্জারির সিদ্ধান্ত: তাঁদের তিন মাসে কন্যার ওপেন-হার্ট সার্জারি করার সিদ্ধান্ত বিপাশা ও করণের জন্য খুবই কঠিন ছিল ৷ তাঁরা প্রথমে ভেবেছিলেন যে, স্বাভাবিক ভাবেই মেয়ে সুস্থ হয়ে উঠবে ৷ কিন্তু শেষ পর্যন্ত তাঁদের এই বাস্তবতার মুখোমুখি হতে হয় যে, তাঁদের মেয়ের সুস্থতা নিশ্চিত করার জন্য অস্ত্রোপচার করা প্রয়োজন ।

ছয় ঘণ্টা অস্ত্রোপচার: একরত্তি মেয়ের অস্ত্রোপচার নিয়ে তীব্র মানসিক অশান্তির কথা বর্ণনা করেছেন বিপাশা । তিনি এই নিয়ে অনেক পড়াশোনা করেছেন, সার্জনদের পরামর্শ নিয়েছেন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে হাসপাতাল পরিদর্শন করেন । তিনি মানসিকভাবে প্রস্তুত হলেও করণ কিছুতেই মেনে নিতে পারছিলেন না ৷ বিপাশা জানিয়েছেন, অস্ত্রোপচার চলে ছয় ঘণ্টা ধরে ৷ দেবী অপারেশন থিয়েটারে থাকাকালীন তাঁর জীবন স্থবির হয়ে গিয়েছিল ।

অস্ত্রোপচার সফল: অবশেষে সুসংবাদ এল ৷ দেবীর অস্ত্রোপচার সফল হয়েছে । চরম দুশ্চিন্তা থেকে মিলল স্বস্তি ৷ দেবীর স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হতে থাকে । এই সংকটে পরম যত্নে মেয়ের চিকিৎসা করার জন্য দক্ষ চিকিৎসকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিপাশা ও করণ ৷

ভালো আছে দেবী: বর্তমানে দেবী ভালো আছে এবং সুস্থ হওয়ার পথে এগোচ্ছে । বিপাশা ও করণের বিশ্বাস, তাঁদের এই কঠিন সফরের অভিজ্ঞতা ভাগ করে নিলে, তা অন্যান্য অভিভাবকদের উত্সাহ জোগাতে পারে, যাঁরা একই রকম চ্যালেঞ্জের সম্মুখীন ৷

হায়দরাবাদ, 6 অগস্ট: তাঁর তিন মাসের কন্যার হৃদয়ে ছিদ্র ছিল ৷ সে জন্য করাতে হয়েছে ওপেন হার্ট সার্জারি ৷ স্বাভাবিকভাবেই কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেত্রী বিপাশা বসু ৷ সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে খোলামেলা আলাপচারিতায় মাতৃত্বের হৃদয় বিদারক ও আবেগময় সেই সফরের কথা ভাগ করে নিলেন তিনি । তাঁর ও করণ সিং গ্রোভারের কন্যা দেবী বসু সিং গ্রোভারের কথা বলতে গিয়ে তাঁর চোখে জল এসে যায় ৷ অভিনেত্রী জানান, অসুস্থতা নিয়ে জন্মগ্রহণ করেছিল তাঁর কন্যা ।

দেবীর হৃদয়ে ছিত্র: 2022 সালের 12 নভেম্বর দেবীর জন্ম ৷ বিপাশা এবং করণের জন্য স্বাভাবিকভাবেই সেটা এক অপরিসীম আনন্দের মুহূর্ত । তবে সন্তানের জন্মের পরপরই তাঁরা জানতে পারেন যে, তাঁদের কন্যাসন্তান ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (VSD) নিয়ে জন্মগ্রহণ করেছে, যার অর্থ তার হৃদয়ে দুটি ছিদ্র রয়েছে । এই দম্পতি প্রাথমিকভাবে খবরটি গোপন রেখেছিলেন ৷ রোগ নির্ণয় হওয়া পর্যন্ত ও তার সঙ্গে জড়িত অনিশ্চয়তার সঙ্গে লড়াই করেছিলেন ।

চ্যালেঞ্জিং অভিজ্ঞতা: এরপর বিপাশা তাঁর মেয়ের অবস্থার জটিলতা বোঝার চেষ্টা করেন এবং তাঁরা ঠিক কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তা প্রকাশ্যে আনেন । তিনি সেই মায়েদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাঁরা তাঁকে এই কঠিন সফরের মধ্যে দিয়ে সাহায্য করেছেন ৷ তবে তাঁর এই চ্যালেঞ্জিং অভিজ্ঞতা যেন আর কোনও বাবা-মায়ের না হয়, সেই প্রার্থনা করেন বিপাশা বসু ৷

অস্ত্রোপচারের সম্ভাবনা বাড়ল: দেবীর জীবনের প্রথম পাঁচ মাস বাবা-মায়ের জন্য খুবই উদ্বেগের ছিল ৷ চিকিত্সকরা প্রতি মাসে শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছিলেন ৷ তাঁরা আশা করেছিলেন, স্বাভাবিকভাবে এই সমস্যার নিরাময় হবে । দেবীর হৃদয়ের ছিদ্রগুলি বড় ছিল, তার ফলে স্বতঃস্ফূর্ত ভাবে নিরাময়ের সম্ভাবনা নিয়ে সন্দেহ তৈরি হয় । কয়েক মাসে তার কোনও উন্নতি না হওয়ায়, সন্তানের অস্ত্রোপচারের সম্ভাবনার জন্যই প্রস্তুত হতে থাকেন সেলেব দম্পতি ৷

আরও পড়ুন: দেবীর 6 মাস পূর্তির উদযাপন বিপাশা-করণের

ওপেন-হার্ট সার্জারির সিদ্ধান্ত: তাঁদের তিন মাসে কন্যার ওপেন-হার্ট সার্জারি করার সিদ্ধান্ত বিপাশা ও করণের জন্য খুবই কঠিন ছিল ৷ তাঁরা প্রথমে ভেবেছিলেন যে, স্বাভাবিক ভাবেই মেয়ে সুস্থ হয়ে উঠবে ৷ কিন্তু শেষ পর্যন্ত তাঁদের এই বাস্তবতার মুখোমুখি হতে হয় যে, তাঁদের মেয়ের সুস্থতা নিশ্চিত করার জন্য অস্ত্রোপচার করা প্রয়োজন ।

ছয় ঘণ্টা অস্ত্রোপচার: একরত্তি মেয়ের অস্ত্রোপচার নিয়ে তীব্র মানসিক অশান্তির কথা বর্ণনা করেছেন বিপাশা । তিনি এই নিয়ে অনেক পড়াশোনা করেছেন, সার্জনদের পরামর্শ নিয়েছেন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে হাসপাতাল পরিদর্শন করেন । তিনি মানসিকভাবে প্রস্তুত হলেও করণ কিছুতেই মেনে নিতে পারছিলেন না ৷ বিপাশা জানিয়েছেন, অস্ত্রোপচার চলে ছয় ঘণ্টা ধরে ৷ দেবী অপারেশন থিয়েটারে থাকাকালীন তাঁর জীবন স্থবির হয়ে গিয়েছিল ।

অস্ত্রোপচার সফল: অবশেষে সুসংবাদ এল ৷ দেবীর অস্ত্রোপচার সফল হয়েছে । চরম দুশ্চিন্তা থেকে মিলল স্বস্তি ৷ দেবীর স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হতে থাকে । এই সংকটে পরম যত্নে মেয়ের চিকিৎসা করার জন্য দক্ষ চিকিৎসকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিপাশা ও করণ ৷

ভালো আছে দেবী: বর্তমানে দেবী ভালো আছে এবং সুস্থ হওয়ার পথে এগোচ্ছে । বিপাশা ও করণের বিশ্বাস, তাঁদের এই কঠিন সফরের অভিজ্ঞতা ভাগ করে নিলে, তা অন্যান্য অভিভাবকদের উত্সাহ জোগাতে পারে, যাঁরা একই রকম চ্যালেঞ্জের সম্মুখীন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.