ETV Bharat / entertainment

Bipasha-Karan: মেয়ের একমাসের জন্মদিন নিয়ে মেতে উঠলেন করণ-বিপাশা - Bipasha Basu Daughter Devi

গত 12 নভেম্বর মা হয়েছেন অভিনেত্রী বিপাশা বসু ৷ এবার স্বামীর সঙ্গে মেয়ে দেবীর একমাসের জন্মদিন পালনে মেতে উঠলেন তিনি (Bipasha Karan celebrated Devi one month birthday)৷

Etv Bharat
মেয়ের একমাসের জন্মদিন নিয়ে মেতে উঠলেন করণ-বিপাশা
author img

By

Published : Dec 13, 2022, 2:05 PM IST

মুম্বই, 13 ডিসেম্বর: গত 12 নভেম্বর কন্য়া দেবীকে তাঁদের জগতে স্বাগত জানিয়েছেন তারকা জুটি বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার (Bipasha Basu and Karan Singh Grover)৷ দেখতে দেখতে কেটে গেল পুরো একটি মাস ৷ এবার দেবীর এক মাসের জন্মদিন নিয়ে মেতে উঠলেন এই তারকা দম্পতি ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের একটি ভিডিয়োও শেয়ার করেছেন বিপস ৷ কন্য়া দেবীর জন্য সুন্দর একটি সাদা কেকের ব্য়বস্থা করেছিলেন তাঁরা ৷ তাতে লেখা, 'দেবী প্রথম মাস পূর্ণ করল' (Bipasha Karan celebrated Devi one month birthday)৷

বিপাশা তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে ভিডিয়োটি পোস্ট করে লেখেন, "দেবী আজ একমাস পূর্ণ করল (Bipasha Basu Daughter Devi)৷ আপনাদের সকলকে ধন্যবাদ, যাঁরা দেবীকে ভালবাসা এবং আশীর্বাদ দিয়েছেন ৷ আমরা সত্যিই খুব কৃতজ্ঞ । দুর্গা দুর্গা।" ভিডিয়োতে কন্যার জন্য কেকও কাটেন করণ-বিপাশা ৷ তাঁদের এই সুন্দর ভিডিয়োটি সামনে আসতে না আসতেই লাইক এবং কমেন্টের বন্যা বইতে শুরু করেছে ৷

আরও পড়ুন: ওটিটি তে এবার একগুচ্ছ বাংলা অরিজিনাল ছবি

গত 29 জুলাই বিপাশা সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন খুব তাড়াতাড়ি মা হতে চলেছেন তিনি ৷ গত 30 এপ্রিল নিজেদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন করণ-বিপাশা ৷ 2016 সালে করণকে স্বামী হিসেবে বরণ করে নেন অভিনেত্রী ৷ 2015 সালে 'অ্যালোন' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারকা জুটি ৷ ছবির সেট থেকেই প্রেমের শুরু, পরের বছর এপ্রিলে তা পরিণতি পায় বিয়েতে ৷ সেভাবে ওঠা পড়ার গল্প অবশ্য় খুব বেশি শোনা যায়নি এই পরিবারে ৷

এরই মাঝে তাঁর বেবি বাম্প ফটোশ্যুট নিয়ে ট্রোলিংও কম হয়নি ৷ তবে সেসব এখন অতীত ৷ আপাতত কন্যাকে নিয়েই মেতে রয়েছেন বিপাশা ৷ অভিনয়ের কথা বললে বিপাশা শেষবার পর্দায় ধরা দিয়েছেন মিনি সিরিজ 'ডেঞ্জারাস'-এ ৷ অন্যদিকে করণকে শেষবার দেখা গিয়েছে ওয়েব সিরিজ 'কবুল হ্যায় 2.0'-এ ৷

মুম্বই, 13 ডিসেম্বর: গত 12 নভেম্বর কন্য়া দেবীকে তাঁদের জগতে স্বাগত জানিয়েছেন তারকা জুটি বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার (Bipasha Basu and Karan Singh Grover)৷ দেখতে দেখতে কেটে গেল পুরো একটি মাস ৷ এবার দেবীর এক মাসের জন্মদিন নিয়ে মেতে উঠলেন এই তারকা দম্পতি ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের একটি ভিডিয়োও শেয়ার করেছেন বিপস ৷ কন্য়া দেবীর জন্য সুন্দর একটি সাদা কেকের ব্য়বস্থা করেছিলেন তাঁরা ৷ তাতে লেখা, 'দেবী প্রথম মাস পূর্ণ করল' (Bipasha Karan celebrated Devi one month birthday)৷

বিপাশা তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে ভিডিয়োটি পোস্ট করে লেখেন, "দেবী আজ একমাস পূর্ণ করল (Bipasha Basu Daughter Devi)৷ আপনাদের সকলকে ধন্যবাদ, যাঁরা দেবীকে ভালবাসা এবং আশীর্বাদ দিয়েছেন ৷ আমরা সত্যিই খুব কৃতজ্ঞ । দুর্গা দুর্গা।" ভিডিয়োতে কন্যার জন্য কেকও কাটেন করণ-বিপাশা ৷ তাঁদের এই সুন্দর ভিডিয়োটি সামনে আসতে না আসতেই লাইক এবং কমেন্টের বন্যা বইতে শুরু করেছে ৷

আরও পড়ুন: ওটিটি তে এবার একগুচ্ছ বাংলা অরিজিনাল ছবি

গত 29 জুলাই বিপাশা সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন খুব তাড়াতাড়ি মা হতে চলেছেন তিনি ৷ গত 30 এপ্রিল নিজেদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন করণ-বিপাশা ৷ 2016 সালে করণকে স্বামী হিসেবে বরণ করে নেন অভিনেত্রী ৷ 2015 সালে 'অ্যালোন' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারকা জুটি ৷ ছবির সেট থেকেই প্রেমের শুরু, পরের বছর এপ্রিলে তা পরিণতি পায় বিয়েতে ৷ সেভাবে ওঠা পড়ার গল্প অবশ্য় খুব বেশি শোনা যায়নি এই পরিবারে ৷

এরই মাঝে তাঁর বেবি বাম্প ফটোশ্যুট নিয়ে ট্রোলিংও কম হয়নি ৷ তবে সেসব এখন অতীত ৷ আপাতত কন্যাকে নিয়েই মেতে রয়েছেন বিপাশা ৷ অভিনয়ের কথা বললে বিপাশা শেষবার পর্দায় ধরা দিয়েছেন মিনি সিরিজ 'ডেঞ্জারাস'-এ ৷ অন্যদিকে করণকে শেষবার দেখা গিয়েছে ওয়েব সিরিজ 'কবুল হ্যায় 2.0'-এ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.