ETV Bharat / entertainment

Sabitri Chatterjee: রুপোলি পর্দায় সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবনের গল্প - Biopic on Sabitri Chatterjee

রুপোলি পর্দায় কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবনের জানা অজানা কাহিনি(Sabitri Chatterjee) । সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবন অবলম্বনে লেখা 'সত্যি সাবিত্রী'ই এবার আসছে পর্দায় (Biopic on Sabitri Chatterjee)।

biopic on sabitri chatterjee is coming soon
রুপোলি পর্দায় সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবনের গল্প
author img

By

Published : Sep 7, 2022, 8:07 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: ইন্ডাস্ট্রির সকলের তিনি সাবুদি । তিনি কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Biopic on Sabitri Chatterjee)। সেই অভিনেত্রী যিনি ছিলেন মহানায়ক উত্তমকুমারেরও প্রিয় পাত্রী ৷ এবার রুপোলি পর্দায় ধরা পরতে চলেছে এই প্রবাদপ্রতীম অভিনেত্রীর জীবনের জানা-অজানা গল্প ৷ একটা সময়ে এক সংবাদপত্রের রবিবারের ক্রোড়পত্রে ধারাবাহিকভাবে প্রকাশিত হত সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবন অবলম্বনে লেখা 'সত্যি সাবিত্রী'(Sabitri Chatterjee)। যাঁর অনুলিখনের দায়িত্বে ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়।

সেই ধারাবাহিক কাহিনি বই আকারে প্রকাশিত হয় 2019 সালে ৷ প্রকাশনার ভার নেয় দে'জ পাবলিশিং। সেই 'সত্যি সাবিত্রী'ই এবার আসতে চলছে পর্দায় । শুরু হয়েছে চিত্রনাট্যের কাজ । চিত্রনাট্য লিখছেন লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়( Life Story of Sabitri Chatterjee)। 'সত্যি সাবিত্রী'তে উঠে এসেছে অভিনেত্রীর বর্ণময় অভিনয় জীবন । উত্তমকুমারের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথাও রয়েছে বইতে । রয়েছে অভিনেত্রীর জীবনের নানান অজানা গল্প ।

biopic on sabitri chatterjee is coming soon
রুপোলি পর্দায় কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবনের জানা অজানা কাহিনি

এই ব্যাপারে লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "হ্যাঁ খবরটা সত্যি । তবে, পরে সব জানাব । আপাতত একটা লেখার মধ্যে রয়েছি ।" সুতরাং খবরটি যে সত্যি তা বলাই বাহুল্য । সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবন বড় পর্দায়, নাকি ওয়েবে আসবে সেই ব্যাপারে জানা যায়নি কিছুই ।

আরও পড়ুন: গো মাংস ভক্ষণের অপরাধে মহাকালেশ্বরে রণলিয়ার পথ আটকাল বজরং দল

প্রসঙ্গত, লীনা গঙ্গোপাধ্যায়ের একের পর এক বাংলা ধারাবাহিকে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায় । 'কুসুম দোলা', 'বিন্নি ধানের খই', 'ধুলোকণা'-সহ আরও বহু ধারাবাহিকে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। সম্প্রতি বর্ষালি চট্টোপাধ্যায় পরিচালিত 'কুলপি' ছবিতেও অভিনয় করেছেন অভিনেত্রী। এ ছাড়া 'কাদম্বরী আজও' ছবিতেও রয়েছেন তিনি। এই বয়সেও রুপোলি পর্দায় দাপিয়ে অভিনয় করছেন তিনি। তাঁর জীবন যে কোনও পর্দাতে উঠে আসলেই দর্শক তা সাদরে গ্রহণ করবে তা বলার অপেক্ষা রাখে না ।

কলকাতা, 6 সেপ্টেম্বর: ইন্ডাস্ট্রির সকলের তিনি সাবুদি । তিনি কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Biopic on Sabitri Chatterjee)। সেই অভিনেত্রী যিনি ছিলেন মহানায়ক উত্তমকুমারেরও প্রিয় পাত্রী ৷ এবার রুপোলি পর্দায় ধরা পরতে চলেছে এই প্রবাদপ্রতীম অভিনেত্রীর জীবনের জানা-অজানা গল্প ৷ একটা সময়ে এক সংবাদপত্রের রবিবারের ক্রোড়পত্রে ধারাবাহিকভাবে প্রকাশিত হত সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবন অবলম্বনে লেখা 'সত্যি সাবিত্রী'(Sabitri Chatterjee)। যাঁর অনুলিখনের দায়িত্বে ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়।

সেই ধারাবাহিক কাহিনি বই আকারে প্রকাশিত হয় 2019 সালে ৷ প্রকাশনার ভার নেয় দে'জ পাবলিশিং। সেই 'সত্যি সাবিত্রী'ই এবার আসতে চলছে পর্দায় । শুরু হয়েছে চিত্রনাট্যের কাজ । চিত্রনাট্য লিখছেন লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়( Life Story of Sabitri Chatterjee)। 'সত্যি সাবিত্রী'তে উঠে এসেছে অভিনেত্রীর বর্ণময় অভিনয় জীবন । উত্তমকুমারের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথাও রয়েছে বইতে । রয়েছে অভিনেত্রীর জীবনের নানান অজানা গল্প ।

biopic on sabitri chatterjee is coming soon
রুপোলি পর্দায় কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবনের জানা অজানা কাহিনি

এই ব্যাপারে লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "হ্যাঁ খবরটা সত্যি । তবে, পরে সব জানাব । আপাতত একটা লেখার মধ্যে রয়েছি ।" সুতরাং খবরটি যে সত্যি তা বলাই বাহুল্য । সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবন বড় পর্দায়, নাকি ওয়েবে আসবে সেই ব্যাপারে জানা যায়নি কিছুই ।

আরও পড়ুন: গো মাংস ভক্ষণের অপরাধে মহাকালেশ্বরে রণলিয়ার পথ আটকাল বজরং দল

প্রসঙ্গত, লীনা গঙ্গোপাধ্যায়ের একের পর এক বাংলা ধারাবাহিকে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায় । 'কুসুম দোলা', 'বিন্নি ধানের খই', 'ধুলোকণা'-সহ আরও বহু ধারাবাহিকে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। সম্প্রতি বর্ষালি চট্টোপাধ্যায় পরিচালিত 'কুলপি' ছবিতেও অভিনয় করেছেন অভিনেত্রী। এ ছাড়া 'কাদম্বরী আজও' ছবিতেও রয়েছেন তিনি। এই বয়সেও রুপোলি পর্দায় দাপিয়ে অভিনয় করছেন তিনি। তাঁর জীবন যে কোনও পর্দাতে উঠে আসলেই দর্শক তা সাদরে গ্রহণ করবে তা বলার অপেক্ষা রাখে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.