ETV Bharat / entertainment

Film on Bhanu ভানু বন্দ্যোপাধ্যায়ের 102তম জন্মদিনে বড় খবর, আসছে যমালয়ে জীবন্ত ভানু - ভানু বন্দ্যোপাধ্যায়ের 102তম জন্মদিনে বড় খবর

আজ ভানু বন্দ্যোপাধ্যায়ের 102তম জন্মদিন । এই দিনেই ভানু অনুরাগীদের জন্য এল এক বড় খবর ৷ ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক এবার বড় পর্দায় (Film on Bhanu)। অভিনয়ে শ্বাশত ৷ তাঁর জীবন নিয়ে পরিচালক সায়ন্তন ঘোষাল বানাচ্ছেন যমালয়ে জীবন্ত ভানু (Bhanu Bandopadhyay Film Jomaloye Jibonto Bhanu)।

Biopic on Bhanu
ভানু বন্দ্যোপাধ্যায়ের 102তম জন্মদিনে বড় খবর, আসছে যমালয়ে জীবন্ত ভানু
author img

By

Published : Aug 26, 2022, 9:46 AM IST

Updated : Aug 26, 2022, 12:59 PM IST

কলকাতা, 26 অগস্ট: ভানু বন্দ্যোপাধ্যায়ের আজ 102তম জন্মদিন। 1920 সালের 26 অগস্ট বিক্রমপুরে জন্ম হয় তাঁর। 1983 সালের 4 মার্চ বাঙালিকে কাঁদিয়ে চিরবিদায় নেন তিনি । বাঙালি সেদিন হারিয়েছিল এক আপনজনকে । যে আপনজনের কাছে আছে মন ভাল করে দেওয়ার টনিক । এহেন ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক এবার বড় পর্দায় (Film on Bhanu) ।

102তম জন্মদিনেই এই বিশেষ খবর দিল প্রযোজনা সংস্থা। পরিচালক সায়ন্তন ঘোষাল বানাচ্ছেন 'যমালয়ে জীবন্ত ভানু' ( New Film Jomaloye Jibonto Bhanu)। ভানু বাংলার রূপালি পর্দার জগতে এক অবিস্মরণীয় নাম । যুগের পরিবর্তনে সব কিছু পালটে গেলেও আপামর বাঙালির মনে তাঁর জায়গা আজও আগের মতই উজ্জ্বল । যাঁরা তাঁর ছবি দেখেছেন তাঁদের কাছে তো বটেই, এই প্রজন্মের দর্শকদের কাছেও তিনি একইভাবে সমাদৃত (Bhanu Bandopadhyay Film Jomaloye Jibonto Bhanu)।

Biopic on Bhanu
জীবন্ত ভানুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে

ভানুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee New Film)। কদিন আগেই উত্তম কুমারের চরিত্র আর এবার হাসির রাজা ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা দেবেন টলিপড়ার 'অপু' । শাশ্বত চট্টোপাধ্যায়ের কেরিয়ারের পারদ ক্রমশ ঊর্দ্ধমুখী । একের পর এক ভিন্ন চরিত্রে নিজেকে ভিন্নভাবে দক্ষতার সঙ্গে মেলে ধরছেন তিনি । এই ছবিতে অন্যান্য চরিত্রে কারা রয়েছেন তা অবশ্য জানা যায়নি এখনও ।

Jomaloye jibonto Bhanu
ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক এবার বড় পর্দায় । অভিনয়ে শ্বাশত ৷

আরও পড়ুন: খোলামেলা আড্ডায় বলিউডে পা রাখার অনুভূতি ভাগ করে নিলেন বিজয়

ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় । সঙ্গীত পরিচালনায় রাজা নারায়ণ দেব। সাজসজ্জায় সোমনাথ কুণ্ডু । উল্লেখ্য, এই সোমনাথ কুণ্ডুই জিতু কমলকে নিজের দক্ষ হাতে বানিয়েছিলেন অপরাজিত ছবির অপরাজিত রায় । যাঁকে সত্যজিৎ রায় ভেবে ভুল করেছিলেন অনেকে । ছবির ক্যামেরা সামলাবেন রম্বদীপ সাহা । 'বুড়িমা চিত্রম'-এর ব্যানারে সুমন কুমার দাসের প্রযোজনায় আসবে এই ছবি । ক্রিয়েটিভ প্রোডিউসার শুভেন কুমার দাস ।

কলকাতা, 26 অগস্ট: ভানু বন্দ্যোপাধ্যায়ের আজ 102তম জন্মদিন। 1920 সালের 26 অগস্ট বিক্রমপুরে জন্ম হয় তাঁর। 1983 সালের 4 মার্চ বাঙালিকে কাঁদিয়ে চিরবিদায় নেন তিনি । বাঙালি সেদিন হারিয়েছিল এক আপনজনকে । যে আপনজনের কাছে আছে মন ভাল করে দেওয়ার টনিক । এহেন ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক এবার বড় পর্দায় (Film on Bhanu) ।

102তম জন্মদিনেই এই বিশেষ খবর দিল প্রযোজনা সংস্থা। পরিচালক সায়ন্তন ঘোষাল বানাচ্ছেন 'যমালয়ে জীবন্ত ভানু' ( New Film Jomaloye Jibonto Bhanu)। ভানু বাংলার রূপালি পর্দার জগতে এক অবিস্মরণীয় নাম । যুগের পরিবর্তনে সব কিছু পালটে গেলেও আপামর বাঙালির মনে তাঁর জায়গা আজও আগের মতই উজ্জ্বল । যাঁরা তাঁর ছবি দেখেছেন তাঁদের কাছে তো বটেই, এই প্রজন্মের দর্শকদের কাছেও তিনি একইভাবে সমাদৃত (Bhanu Bandopadhyay Film Jomaloye Jibonto Bhanu)।

Biopic on Bhanu
জীবন্ত ভানুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে

ভানুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee New Film)। কদিন আগেই উত্তম কুমারের চরিত্র আর এবার হাসির রাজা ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা দেবেন টলিপড়ার 'অপু' । শাশ্বত চট্টোপাধ্যায়ের কেরিয়ারের পারদ ক্রমশ ঊর্দ্ধমুখী । একের পর এক ভিন্ন চরিত্রে নিজেকে ভিন্নভাবে দক্ষতার সঙ্গে মেলে ধরছেন তিনি । এই ছবিতে অন্যান্য চরিত্রে কারা রয়েছেন তা অবশ্য জানা যায়নি এখনও ।

Jomaloye jibonto Bhanu
ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক এবার বড় পর্দায় । অভিনয়ে শ্বাশত ৷

আরও পড়ুন: খোলামেলা আড্ডায় বলিউডে পা রাখার অনুভূতি ভাগ করে নিলেন বিজয়

ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় । সঙ্গীত পরিচালনায় রাজা নারায়ণ দেব। সাজসজ্জায় সোমনাথ কুণ্ডু । উল্লেখ্য, এই সোমনাথ কুণ্ডুই জিতু কমলকে নিজের দক্ষ হাতে বানিয়েছিলেন অপরাজিত ছবির অপরাজিত রায় । যাঁকে সত্যজিৎ রায় ভেবে ভুল করেছিলেন অনেকে । ছবির ক্যামেরা সামলাবেন রম্বদীপ সাহা । 'বুড়িমা চিত্রম'-এর ব্যানারে সুমন কুমার দাসের প্রযোজনায় আসবে এই ছবি । ক্রিয়েটিভ প্রোডিউসার শুভেন কুমার দাস ।

Last Updated : Aug 26, 2022, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.