মুম্বই, 1 ফেব্রুয়ারি: বিগ বস 16-এর ফিনালে উইকে সহ-প্রতিযোগী নিমরিত কৌর আহলুওয়ালিয়ার সঙ্গে যোগ দিতে চলেছেন প্রিয়াঙ্কা চৌধুরী, শালিন ভানোত এবং অর্চনা গৌতম (Priyanka Shalin Archana make it to finale week ) ৷ আগামী 12 ফেব্রুয়ারি শেষ হতে চলেছে বিগ বস-এর এই মরশুমের যাত্রা ৷ এর আগেই নিমরিত কৌর পৌঁছেছেন চূড়ান্ত পর্বে ৷ শেষ টাস্কে বিগ বস জানান, ডিজাইনার কেনের সঙ্গে কথা বলার জন্য প্রতিটি দল 27 মিনিট সময় পাবে ৷ তারমধ্য়েই তাঁদের কেনের সঙ্গে কথাও বলতে হবে আর নমিনেশনও জমা করতে হবে ৷
প্রথম যাওয়ার সুযোগ পেয়েছিলেন অর্চনা ৷ তাঁকে ফ্যানেরা যে টুইট করেছে তা দেখানো হয় একইসঙ্গে বলা হয় তাঁর মনোনয়ন পত্র বাক্সের মধ্যে জমা করতে ৷ পরে ডাকা হয় সুম্বুলকে ৷ কাজ শেষ হওয়ার পর বিগ বস জানান, সম্বুল এবং শালিন দু'জনেই গুরুত্বপূর্ণ প্রতিযোগী ৷ আর তাঁদের কারণেই একটি দল জিতবে এবং একটি হারবে ৷ সুম্বুল প্রায় 17 মিনিট, অন্যদিকে শালিন সময় নেয় মাত্র 7 মিনিট ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
মাণ্ডলীর দলকে এদিন চমকে দেয় সম্বুলের দল ৷ কারণ টিম মাণ্ডলী কাজ শেষ করতে সময় নেয় মোট 36 মিনিট ৷ অন্যদিকে টিম বি সময় নেয় 34 মিনিট ৷ ফলত টিম বি এই খেলায় জিতে যায় ৷ ইতিমধ্য়েই যাঁরা মনোনীত হয়েছেন চূড়ান্ত সপ্তাহের জন্য তাঁরা হলেন শিব, এমসি স্ট্যান, নিমৃত কৌর এবং সুম্বুল ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
বিগ বস-এর এবারের মরশুমটি শুরু হয়েছিল গত অক্টোবর মাসে ৷ কথা ছিল সলমন খানের সঞ্চালিত এই শো তিন মাসের জন্য চলবে ৷ কিন্তু এবারও অন্যান্য বারের মতোই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে জনপ্রিয়তা ৷ যার জেরে ফের আরও কিছু সময়ের জন্য বাড়িয়ে দেওয়া হয় এই শোয়ের মেয়াদ ৷ অবশেষে আসতে চলেছে চূড়ান্ত পর্ব ৷ আগামী 12 ফেব্রুয়ারি দর্শকরা পাবেন বিগ বস 16-র চ্যাম্পিয়নকে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">