হায়দরাবাদ, 25 মে: প্রয়াত 'ক্যুইন অফ রক অ্যান্ড রোল' টিনা টার্নার ৷ বুধবার সুইৎজারল্যান্ডে ক্যানসারে আক্রান্ত মৃত্যু হয় গায়িকার। মৃত্যুকালে বয়স হয়েছিল 83 ৷ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টিনা ৷ তাঁর প্রয়াণে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে ৷ শুধু বিনোদন জগৎ নয় রাজনৈতিক মহলও শোকস্তব্ধ এই গায়িকার প্রয়াণে ৷ কিংবদন্তি গায়িকাকে স্মরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ।
বুধবার প্রকাশিত এক দীর্ঘ শোকবার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লেখেন, "ক্যুইন অফ রক অ্যান্ড রোল হিসেবে খ্যাতিলাভের আগে টিনা ছিলেন টেনেসির এক কৃষকের মেয়ে ৷ ছোটবেলায় তিনি গির্জার গায়কদলের সঙ্গে গান গাইতেন ৷ এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন সর্বকালের অন্যতম সেরা শিল্পী ৷ তিনিই একমাত্র নারী যিনি পপ, রক এবং আর অ্যান্ড বি বিভাগ মিলিয়ে মোট 12টি গ্র্যামি পুরস্কার জিতেছেন ৷ এটাই তাঁর বহুমুখি প্রতিভা এবং সৃজনশীলতার প্রমাণ । অনুরাগীদের কাছে তাঁর গ্রহনযোগ্যতা কতখানি তা আলাদা করে বলতে হয় না ৷ লক্ষ লক্ষ মানুষ তাঁর কনসার্টে ভিড় করতেন ৷ তাঁর 'হাই-অক্টেন ডান্স'-ও ছিল রীতিমতো জনপ্রিয় ৷ তাঁর আইকনিক হিট গুলির মধ্যে রয়েছে 'প্রাউড মেরি,' 'দ্য বেস্ট', 'হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট'- এর মতো অসংখ্য গান। আগামিদিনেও ভক্তদের কাছে সম্পদ হয়ে থেকে যাবে এই সমস্ত সৃষ্টি ৷"
-
Tina Turner was raw. She was powerful. She was unstoppable. And she was unapologetically herself—speaking and singing her truth through joy and pain; triumph and tragedy. Today we join fans around the world in honoring the Queen of Rock and Roll, and a star whose light will never… pic.twitter.com/qXl2quZz1c
— Barack Obama (@BarackObama) May 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tina Turner was raw. She was powerful. She was unstoppable. And she was unapologetically herself—speaking and singing her truth through joy and pain; triumph and tragedy. Today we join fans around the world in honoring the Queen of Rock and Roll, and a star whose light will never… pic.twitter.com/qXl2quZz1c
— Barack Obama (@BarackObama) May 24, 2023Tina Turner was raw. She was powerful. She was unstoppable. And she was unapologetically herself—speaking and singing her truth through joy and pain; triumph and tragedy. Today we join fans around the world in honoring the Queen of Rock and Roll, and a star whose light will never… pic.twitter.com/qXl2quZz1c
— Barack Obama (@BarackObama) May 24, 2023
অন্যদিকে, ওবামা টুইটারে শ্রদ্ধা জ্ঞাপন করে লেখেন, "টিনা টার্নার এক অসম্ভব প্রতিভার নাম ৷ তিনি ছিলেন শক্তিশালী কণ্ঠের অধিকারী । তিনি অপ্রতিরোধ্য এবং সেভাবেই নিজেকে মেলে ধরেছেন ৷ তিনি তাঁর সত্যিটা জীবনের বলেছেন আর গেয়েছেন । জীবনের বেদনা, আনন্দ, জয় এবং পরাজয়ের কাহিনি বারবার ধরা পড়েছে তাঁর গলায় ৷ রক অ্যান্ড রোলের রানিকে সম্মান জানাতে তাঁর বিশ্বজোড়া ভক্তদের সঙ্গে আজ এক হয়ে যাচ্ছি ৷ তিনি এমন এক নক্ষত্র যার উজ্জ্বলতা কখনও ম্লান হবে না ৷"
1939 সালের জন্ম টিনা টার্নারের ৷ ছয়ের দশকে তিনি পপ সঙ্গীতের এক জনপ্রিয় নাম হয়ে ওঠেন ৷ এরপর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ বড় দাগ ফেলেছিল তাঁর কেরিয়ারে ৷ কিন্তু টিনা ফের ফিরে আসেন রানির মতোই ৷ নয়ের দশকে এসে উপহার দেন একের পর এক জনপ্রিয় গান ৷ অন্ত্রের ক্যানসারের তাঁকে কেড়ে নিল ঠিকই তবে অনুরাগীদের মনে সুরে সুরেই থেকে যাবেন তিনি ৷
আরও পড়ুন: অসুস্থ সুদীপ্ত সেন, ধুম জ্বর নিয়ে বেসরকারি হাসপাতালে ভরতি