ETV Bharat / entertainment

Bickram Ghosh New Film: গিরিশ মালিকের হিন্দি ছবিতে আফগানি পারকেশনিস্টের চরিত্রে বিক্রম ঘোষ

আবার অভিনয়ে ফিরতে চলেছেন বিক্রম ঘোষ ৷ এবার হিন্দি ছবি 'ব্যান্ড অফ মহারাজাস'-এ আফগান পারকেশনিস্ট-এর চরিত্রে দেখা যাবে তাঁকে ৷

Bickram Ghosh
ব্যান্ড অফ মহারাজাস ছবিতে ফিরতে চলেছেন বিক্রম ঘোষ
author img

By

Published : Jun 13, 2023, 10:40 AM IST

Updated : Jun 13, 2023, 11:48 AM IST

কলকাতা, 13 জুন: 'হঠাৎ নীরার জন্য', 'ছয়' পরপর দুটি ছবিতে অভিনয়ের পর আজ আবার দীর্ঘ অনেক বছর পর পর্দায় মুখ দেখাতে চলেছেন পণ্ডিত বিক্রম ঘোষ । ছবির নাম 'ব্যান্ড অফ মহারাজাস' । গিরিশ মালিকের পরিচালনায় আসছে এই মিউজিক্যাল ড্রামা । কেউ আবার বলছেন থ্রিলারধর্মী হতে চলেছে এই ছবি । তবে, ছবির রসায়ণ যেমনই হোক না কেন, এই ছবির হাত ধরে আবার পর্দায় দেখা যাবে বাদ্যযন্ত্রশিল্পী পণ্ডিত বিক্রম ঘোষকে । একইসঙ্গে এই ছবির সঙ্গীত পরিচালকও তিনি ।

'দত্তা' ছবির গান প্রকাশ অনুষ্ঠানে এসে তিনি নিজের আগামী কাজ নিয়ে ইটিভি ভারতকে বলেন, "অরিন্দম শীলের 'মিতিন মাসি', শুভ্রজিৎ মিত্রর 'দেবী চৌধুরানী'র পাশাপাশি গিরিশ মালিকের হিন্দি ছবি 'ব্যান্ড অফ মহারাজাস'-এ অভিনয় করছি আফগান পারকেশনিস্ট-এর চরিত্রে । তাছাড়া আমার সঙ্গীত পরিচালনা । পঞ্জাব ভিত্তিক সাউন্ড বানাচ্ছি । আমার যে রকম সাউন্ড এতদিন মানুষ শুনে এসেছে তার থেকে একেবারে আলাদা সাউন্ড মানুষ শুনবে এবার ।"

নতুন ছবি নিয়ে অকপট বিক্রম

রেশমি মিত্রর 'বড়বাবু' ছবিরও সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ । 'ব্যান্ড অফ মহারাজাস'-এর গল্প আবর্তিত হয় তিন জন লোক বাদ্যশিল্পীর জীবন কেন্দ্রে রেখে । যারা প্রত্যন্ত গ্রামে বসবাস করে । এই তিন বাদ্যশিল্পীরই একজন বিক্রম ঘোষ । প্রসঙ্গত, বাদ্যশিল্পের দুনিয়ায় নিজের নাম নিজের গুণে অনেক আগেই পোক্ত করেছেন বিক্রম ঘোষ । এরপরে তাঁর সুরের জাদুতে সমৃদ্ধ হয়েছে টলিউড থেকে বলিউড ।

আরও পড়ুন: আবার বিয়ের পিঁড়িতে নওয়াজ, মুক্তি পেল 'টিকু ওয়েডস শেরু'র পোস্টার

অরিন্দম শীল পরিচালিত সব ছবিরই সঙ্গীত পরিচালনায় বিক্রম ঘোষ । 'ব্যোমকেশ গোত্র', 'বসু পরিবার', 'মিতিন মাসি', 'ঈগলের চোখ', 'এবার শবর', 'আবর্ত', 'ধনঞ্জয়' সহ একাধিক ছবির সঙ্গীত পরিচালনা করেছেন তিনি । হাতে রয়েছে একাধিক ছবির কাজ । হিন্দি ছবির তালিকায় আছে 'জাল', 'চৌকি', 'হ্যাপি অ্যানিভার্সারি', 'গুমসুদা' । আর এবার 'ব্যান্ড অফ মহারাজাস' ছবির সঙ্গীত পরিচালনা করলেন তিনি । ছবির মুক্তির দিন জানা যায়নি এখনও ।

কলকাতা, 13 জুন: 'হঠাৎ নীরার জন্য', 'ছয়' পরপর দুটি ছবিতে অভিনয়ের পর আজ আবার দীর্ঘ অনেক বছর পর পর্দায় মুখ দেখাতে চলেছেন পণ্ডিত বিক্রম ঘোষ । ছবির নাম 'ব্যান্ড অফ মহারাজাস' । গিরিশ মালিকের পরিচালনায় আসছে এই মিউজিক্যাল ড্রামা । কেউ আবার বলছেন থ্রিলারধর্মী হতে চলেছে এই ছবি । তবে, ছবির রসায়ণ যেমনই হোক না কেন, এই ছবির হাত ধরে আবার পর্দায় দেখা যাবে বাদ্যযন্ত্রশিল্পী পণ্ডিত বিক্রম ঘোষকে । একইসঙ্গে এই ছবির সঙ্গীত পরিচালকও তিনি ।

'দত্তা' ছবির গান প্রকাশ অনুষ্ঠানে এসে তিনি নিজের আগামী কাজ নিয়ে ইটিভি ভারতকে বলেন, "অরিন্দম শীলের 'মিতিন মাসি', শুভ্রজিৎ মিত্রর 'দেবী চৌধুরানী'র পাশাপাশি গিরিশ মালিকের হিন্দি ছবি 'ব্যান্ড অফ মহারাজাস'-এ অভিনয় করছি আফগান পারকেশনিস্ট-এর চরিত্রে । তাছাড়া আমার সঙ্গীত পরিচালনা । পঞ্জাব ভিত্তিক সাউন্ড বানাচ্ছি । আমার যে রকম সাউন্ড এতদিন মানুষ শুনে এসেছে তার থেকে একেবারে আলাদা সাউন্ড মানুষ শুনবে এবার ।"

নতুন ছবি নিয়ে অকপট বিক্রম

রেশমি মিত্রর 'বড়বাবু' ছবিরও সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ । 'ব্যান্ড অফ মহারাজাস'-এর গল্প আবর্তিত হয় তিন জন লোক বাদ্যশিল্পীর জীবন কেন্দ্রে রেখে । যারা প্রত্যন্ত গ্রামে বসবাস করে । এই তিন বাদ্যশিল্পীরই একজন বিক্রম ঘোষ । প্রসঙ্গত, বাদ্যশিল্পের দুনিয়ায় নিজের নাম নিজের গুণে অনেক আগেই পোক্ত করেছেন বিক্রম ঘোষ । এরপরে তাঁর সুরের জাদুতে সমৃদ্ধ হয়েছে টলিউড থেকে বলিউড ।

আরও পড়ুন: আবার বিয়ের পিঁড়িতে নওয়াজ, মুক্তি পেল 'টিকু ওয়েডস শেরু'র পোস্টার

অরিন্দম শীল পরিচালিত সব ছবিরই সঙ্গীত পরিচালনায় বিক্রম ঘোষ । 'ব্যোমকেশ গোত্র', 'বসু পরিবার', 'মিতিন মাসি', 'ঈগলের চোখ', 'এবার শবর', 'আবর্ত', 'ধনঞ্জয়' সহ একাধিক ছবির সঙ্গীত পরিচালনা করেছেন তিনি । হাতে রয়েছে একাধিক ছবির কাজ । হিন্দি ছবির তালিকায় আছে 'জাল', 'চৌকি', 'হ্যাপি অ্যানিভার্সারি', 'গুমসুদা' । আর এবার 'ব্যান্ড অফ মহারাজাস' ছবির সঙ্গীত পরিচালনা করলেন তিনি । ছবির মুক্তির দিন জানা যায়নি এখনও ।

Last Updated : Jun 13, 2023, 11:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.