ETV Bharat / entertainment

Kartik Aaryan New Car: 'ভুল ভুলাইয়া 2'-এর সাফল্য উদযাপন, কার্তিককে ম্যাকলারেন জিটি উপহার প্রযোজকের - Bhushan Kumar Gifts a Sports Car to Kartik After Bhool Bhulaiyaa 2 Success

'ভুল ভুলাইয়া 2' ছবির মারাত্মক সাফল্যে খুশি প্রযোজক ভূষণ কুমার ৷ কার্তিক আরিয়ানের হাতে তিনি তুলে দিলেন ভারতের প্রথম ম্যাকলারেন জিটি গাড়ি ৷ কমলা রঙের এই বিলাসবহুল গাড়িটির দাম 4 থেকে 5 কোটি (Bhushan Kumar Gifts a Sports Car to Kartik After Bhool Bhulaiyaa 2 Success) ৷

Kartik Aaryan New Car
'ভুল ভুলাইয়া 2'-এর সাফল্য উদযাপনে কার্তিককে ভারতের প্রথম ম্যাকলারেন জিটি উপহার দিলেন ভূষণ
author img

By

Published : Jun 25, 2022, 10:18 AM IST

Updated : Jun 25, 2022, 10:42 AM IST

মুম্বই, 25 জুন : 'ভুল ভুলাইয়া 2'-এর আশাতীত সাফল্য কার্তিক আরিয়ানের ফিল্মি কেরিয়ারে যে বড়সড় একটি মাইলফলকে পরিণত হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ শুভমুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে এই হরর-কমিডি ড্রামাটি ৷ অক্ষয় কুমার-বিদ্যা বালনের 'ভুল ভুলাইয়া' বক্স অফিসে ব্লকব্লাস্টার সাফল্য পাওয়ার পর এই ছবি দর্শক মনে কেমন প্রভাব ফেলবে, তা নিয়ে আশঙ্কা ছিল ৷ কিন্তু সমস্ত আশঙ্কাকে যেন স্টেপ-আউট করে ছক্কা হাঁকিয়েছেন কার্তিক-কিয়ারা জুটি ৷ কার্তিক আরিয়ান আর কিয়ারা আদবানীর রোম্যান্স, রাজপাল যাদবের কমেডি, সবমিলিয়ে হাসতে-হাসতে আর হাসাতে-হাসাতে 200 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে এই ছবি ৷ ছবির সাফল্যে খুশি প্রযোজকও ৷ সেই খুশিতে কার্তিককে এক নয়া বাহনই গিফট করে দিলেন ভূষণ কুমার ৷

কার্তিককে কী উপহার দিলেন ভূষণ কুমার? কার্তিক আরিয়ানের হাতে তিনি তুলে দিলেন ভারতের প্রথম ম্যাকলারেন জিটি স্পোর্টস কার (Bhushan Kumar Gifts a Sports Car to Kartik After Bhool Bhulaiyaa 2 Success) ৷ কমলা রঙের এই বিলাসবহুল গাড়িটির দাম 4 থেকে 5 কোটি টাকা ৷ নতুন উপহার পেয়ে খুশি কার্তিকও ৷ সোশ্যাল মিডিয়ায় গাড়ির ছবিও শেয়ার করেছেন তিনি ৷ ক্যাপশনে তিনি লেখেন, "চাইনিজ খাওয়ার জন্য নতুন টেবিল পেয়ে গেলাম ৷ পরিশ্রমের ফল মিষ্টি হয় শুনেছিলাম... তবে এত বড় হতে পারে তা ভাবিনি ৷ ভারতের প্রথম ম্যাকলারেন জিটি ৷ পরের পুরস্কার প্রাইভেট জেট কিন্তু স্যার..."

আরও পড়ুন :বন্ধ কারখানার শ্রমিকদের দুর্দশার গল্প তুলে ধরবে 'আকাশ অংশত মেঘলা'

ভূষণ কুমারের টি-সিরিজের ব্যানারে মুক্তি পাওয়া 'ভুল ভুলাইয়া 2' যে শুধু কার্তিক আরিয়ানের জন্যই মাইলস্টোন তা নয় । এই ছবি বলিউডের বক্স অফিসের খরাও কাটিয়েছে ৷ প্রায় একই সময়ে মুক্তি পাওয়া 'ধাকড়' কিংবা পরবর্তীতে মুক্তি পাওয়া 'সম্রাট পৃথ্বীরাজ' যে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, তা অজানা নয় সিনে অনুরাগীদের ৷ এই মুহূর্তে একাধিক কাজ রয়েছে এই অভিনেতার হাতে ৷ একদিকে যেমন তিনি অভিনয় করবেন সাজিদ নাদিয়াদওয়ালার পরবর্তী ছবিতে, তেমনই তাঁকে দেখা যাবে 'ফ্রেডি' এবং 'ক্যাপ্টেন ইন্ডিয়া'-তেও ৷

মুম্বই, 25 জুন : 'ভুল ভুলাইয়া 2'-এর আশাতীত সাফল্য কার্তিক আরিয়ানের ফিল্মি কেরিয়ারে যে বড়সড় একটি মাইলফলকে পরিণত হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ শুভমুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে এই হরর-কমিডি ড্রামাটি ৷ অক্ষয় কুমার-বিদ্যা বালনের 'ভুল ভুলাইয়া' বক্স অফিসে ব্লকব্লাস্টার সাফল্য পাওয়ার পর এই ছবি দর্শক মনে কেমন প্রভাব ফেলবে, তা নিয়ে আশঙ্কা ছিল ৷ কিন্তু সমস্ত আশঙ্কাকে যেন স্টেপ-আউট করে ছক্কা হাঁকিয়েছেন কার্তিক-কিয়ারা জুটি ৷ কার্তিক আরিয়ান আর কিয়ারা আদবানীর রোম্যান্স, রাজপাল যাদবের কমেডি, সবমিলিয়ে হাসতে-হাসতে আর হাসাতে-হাসাতে 200 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে এই ছবি ৷ ছবির সাফল্যে খুশি প্রযোজকও ৷ সেই খুশিতে কার্তিককে এক নয়া বাহনই গিফট করে দিলেন ভূষণ কুমার ৷

কার্তিককে কী উপহার দিলেন ভূষণ কুমার? কার্তিক আরিয়ানের হাতে তিনি তুলে দিলেন ভারতের প্রথম ম্যাকলারেন জিটি স্পোর্টস কার (Bhushan Kumar Gifts a Sports Car to Kartik After Bhool Bhulaiyaa 2 Success) ৷ কমলা রঙের এই বিলাসবহুল গাড়িটির দাম 4 থেকে 5 কোটি টাকা ৷ নতুন উপহার পেয়ে খুশি কার্তিকও ৷ সোশ্যাল মিডিয়ায় গাড়ির ছবিও শেয়ার করেছেন তিনি ৷ ক্যাপশনে তিনি লেখেন, "চাইনিজ খাওয়ার জন্য নতুন টেবিল পেয়ে গেলাম ৷ পরিশ্রমের ফল মিষ্টি হয় শুনেছিলাম... তবে এত বড় হতে পারে তা ভাবিনি ৷ ভারতের প্রথম ম্যাকলারেন জিটি ৷ পরের পুরস্কার প্রাইভেট জেট কিন্তু স্যার..."

আরও পড়ুন :বন্ধ কারখানার শ্রমিকদের দুর্দশার গল্প তুলে ধরবে 'আকাশ অংশত মেঘলা'

ভূষণ কুমারের টি-সিরিজের ব্যানারে মুক্তি পাওয়া 'ভুল ভুলাইয়া 2' যে শুধু কার্তিক আরিয়ানের জন্যই মাইলস্টোন তা নয় । এই ছবি বলিউডের বক্স অফিসের খরাও কাটিয়েছে ৷ প্রায় একই সময়ে মুক্তি পাওয়া 'ধাকড়' কিংবা পরবর্তীতে মুক্তি পাওয়া 'সম্রাট পৃথ্বীরাজ' যে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, তা অজানা নয় সিনে অনুরাগীদের ৷ এই মুহূর্তে একাধিক কাজ রয়েছে এই অভিনেতার হাতে ৷ একদিকে যেমন তিনি অভিনয় করবেন সাজিদ নাদিয়াদওয়ালার পরবর্তী ছবিতে, তেমনই তাঁকে দেখা যাবে 'ফ্রেডি' এবং 'ক্যাপ্টেন ইন্ডিয়া'-তেও ৷

Last Updated : Jun 25, 2022, 10:42 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.