ETV Bharat / entertainment

Datta on OTT Platform: 15 সেপ্টেম্বর ওটিটি-তে আসছে 'দত্তা', প্রথম ছবির সাফল্যে খুশি পরিচালক নির্মল চক্রবর্তী - সাহিত্যিক শরৎ চন্দ্র চট্টোপাধ্য়ায়

এবার বড়পর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে নির্মল চক্রবর্তী পরিচালিত 'দত্তা' ৷ 15 সেপ্টেম্বর সাহিত্যিক শরৎ চন্দ্র চট্টোপাধ্য়ায়ের 148তম জন্মদিনে হইচই-তে মুক্তি পাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তের 'দত্তা' ৷

Etv Bharat
15 সেপ্টেম্বর ওটিটি-তে আসছে 'দত্তা'
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 4:15 PM IST

Updated : Aug 31, 2023, 10:21 PM IST

হায়দরাবাদ, 31 অগস্ট: নয় নয় করে 75টা দিন অতিক্রম করে প্রেক্ষাগৃহে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি 'দত্তা' ৷ 16 জুন মুক্তি পেয়েছে এই ছবি ৷ পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন নির্মল চক্রবর্তী ৷ একদিকে বড়পর্দায় ছবির সাফল্য অন্যদিকে, সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 148তম জন্মবার্ষিকীতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই বিষয়ে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হয়েছিল পরিচালক নির্মল চক্রবর্তীর সঙ্গে ৷ তিনি বলেন, "খুবই ভালো লাগছে ৷ আমার প্রথম ছবি প্রেক্ষাগৃহে থাকতে থাকতেই ওটিটি প্ল্যাটফর্মে চলে আসছে ৷ এবার আরও অনেক বেশি দর্শক এই ছবি দেখতে পাবেন ৷ পরিচালক হিসাবে এর থেকে বেশি খুশির বিষয় আর কী হতে পারে ৷ এটা ওটিটিতে আসছে 15 সেপ্টেম্বর ৷ সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 148তম জন্মবার্ষিকীতে ছবিটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ৷ এটা ভেবেই খুব ভালো লাগছে ৷"

প্রথমবার ছবি পরিচালনা তাও আবার সাহিত্য নির্ভর ৷ যে ছবি কি না, এর আগে 1951 সালে প্রথমবার তৈরি করেছিলেন পরিচালক সৌমেন মুখোপাধ্যায়। সেই ছবিতে বিজয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন সুনন্দা দেবী। এরপর 1976 সালে শরৎচন্দ্রের 100 বছরের জন্মদিনে সুচিত্রা সেনকে বিজয়া চরিত্রে রেখে অজয় কর তৈরি করেন 'দত্তা'। এবার নির্মল চক্রবর্তী পরিচালিত 'দত্তা' ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা গিয়েছে বিজয়ার চরিত্রে ৷ অভিনেত্রীও ছবির সাফল্য নিয়ে খুশি বলে জানিয়েছেন পরিচালক ৷

অন্যদিকে 'দত্তা' রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ পরিচালক এই সাফল্য কী আশা করেছিলেন নাকি, একটু ভয় কাজ করছিল? প্রশ্নের জবাবে পরিচালক বলেন, "আমার মনে হয়েছিল, ছবিটা ঠিকমতো বানাতে পারলে লোকে দেখবেন ৷ তবে এতটা সাফল্য ভাবিনি ৷ মানুষের ভালো লেগেছে, এটাই বড় বিষয় আমার কাছে ৷"

তবে একটা বিষয়, সিনেমা যখন ওটিটি-তে চলে আসে তখন প্রেক্ষাগৃহে দর্শক কমতে বাধ্য ৷ সেটা কি ভাবাচ্ছে পরিচালক হিসাবে? জবাবে নির্মল চক্রবর্তী বলেন, "কিছুটা ভাবাচ্ছে ৷ তবে এটাও ঠিক, সব ওটিটি প্ল্যাটফর্ম সবাই সাবস্ক্রাইব করে রাখেন না ৷ ফলে যাঁরা ওটিটি-তে দেখতে পাবেন না তাঁরা হলমুখী নিশ্চই হবেন ৷ ছবিটা এখন পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে চলছে ৷ সে সপ্তাহে যেমন হল ফাঁকা পাচ্ছে আমাদের ছবিটা চলছে ৷"

আরও পড়ুন: জায়েদ খানের সঙ্গে ওপার বাংলার ছবিতে সায়ন্তিকা

পরবর্তী ছবি পরিচালনা প্রসঙ্গে পরিচালক বলেন, "যতদিন না দত্তা একটা ভালো জায়গা তৈরি করতে পারছে ততদিন অন্য কোনও ছবি পরিচালনা নিয়ে ভাবব না, ঠিক করেই রেখেছিলাম ৷ পরের ছবিটা সাহিত্য নির্ভরই করব ৷ এই সময়কার যাঁরা সাহিত্যিক তাঁদের গল্পও হতে পারে ৷ কনটেম্পোরারি বিষয়ও হতে পারে ৷ এবার অন্যরকম কিছু নিয়েই ভাবব ৷"

হায়দরাবাদ, 31 অগস্ট: নয় নয় করে 75টা দিন অতিক্রম করে প্রেক্ষাগৃহে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি 'দত্তা' ৷ 16 জুন মুক্তি পেয়েছে এই ছবি ৷ পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন নির্মল চক্রবর্তী ৷ একদিকে বড়পর্দায় ছবির সাফল্য অন্যদিকে, সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 148তম জন্মবার্ষিকীতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই বিষয়ে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হয়েছিল পরিচালক নির্মল চক্রবর্তীর সঙ্গে ৷ তিনি বলেন, "খুবই ভালো লাগছে ৷ আমার প্রথম ছবি প্রেক্ষাগৃহে থাকতে থাকতেই ওটিটি প্ল্যাটফর্মে চলে আসছে ৷ এবার আরও অনেক বেশি দর্শক এই ছবি দেখতে পাবেন ৷ পরিচালক হিসাবে এর থেকে বেশি খুশির বিষয় আর কী হতে পারে ৷ এটা ওটিটিতে আসছে 15 সেপ্টেম্বর ৷ সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 148তম জন্মবার্ষিকীতে ছবিটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ৷ এটা ভেবেই খুব ভালো লাগছে ৷"

প্রথমবার ছবি পরিচালনা তাও আবার সাহিত্য নির্ভর ৷ যে ছবি কি না, এর আগে 1951 সালে প্রথমবার তৈরি করেছিলেন পরিচালক সৌমেন মুখোপাধ্যায়। সেই ছবিতে বিজয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন সুনন্দা দেবী। এরপর 1976 সালে শরৎচন্দ্রের 100 বছরের জন্মদিনে সুচিত্রা সেনকে বিজয়া চরিত্রে রেখে অজয় কর তৈরি করেন 'দত্তা'। এবার নির্মল চক্রবর্তী পরিচালিত 'দত্তা' ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা গিয়েছে বিজয়ার চরিত্রে ৷ অভিনেত্রীও ছবির সাফল্য নিয়ে খুশি বলে জানিয়েছেন পরিচালক ৷

অন্যদিকে 'দত্তা' রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ পরিচালক এই সাফল্য কী আশা করেছিলেন নাকি, একটু ভয় কাজ করছিল? প্রশ্নের জবাবে পরিচালক বলেন, "আমার মনে হয়েছিল, ছবিটা ঠিকমতো বানাতে পারলে লোকে দেখবেন ৷ তবে এতটা সাফল্য ভাবিনি ৷ মানুষের ভালো লেগেছে, এটাই বড় বিষয় আমার কাছে ৷"

তবে একটা বিষয়, সিনেমা যখন ওটিটি-তে চলে আসে তখন প্রেক্ষাগৃহে দর্শক কমতে বাধ্য ৷ সেটা কি ভাবাচ্ছে পরিচালক হিসাবে? জবাবে নির্মল চক্রবর্তী বলেন, "কিছুটা ভাবাচ্ছে ৷ তবে এটাও ঠিক, সব ওটিটি প্ল্যাটফর্ম সবাই সাবস্ক্রাইব করে রাখেন না ৷ ফলে যাঁরা ওটিটি-তে দেখতে পাবেন না তাঁরা হলমুখী নিশ্চই হবেন ৷ ছবিটা এখন পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে চলছে ৷ সে সপ্তাহে যেমন হল ফাঁকা পাচ্ছে আমাদের ছবিটা চলছে ৷"

আরও পড়ুন: জায়েদ খানের সঙ্গে ওপার বাংলার ছবিতে সায়ন্তিকা

পরবর্তী ছবি পরিচালনা প্রসঙ্গে পরিচালক বলেন, "যতদিন না দত্তা একটা ভালো জায়গা তৈরি করতে পারছে ততদিন অন্য কোনও ছবি পরিচালনা নিয়ে ভাবব না, ঠিক করেই রেখেছিলাম ৷ পরের ছবিটা সাহিত্য নির্ভরই করব ৷ এই সময়কার যাঁরা সাহিত্যিক তাঁদের গল্পও হতে পারে ৷ কনটেম্পোরারি বিষয়ও হতে পারে ৷ এবার অন্যরকম কিছু নিয়েই ভাবব ৷"

Last Updated : Aug 31, 2023, 10:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.