ETV Bharat / entertainment

New Bengali Movie Siri: উচ্চাকাঙ্খী তুহিনার আলো-আধাঁরি পথে এগিয়ে যাবে 'সিঁড়ি' - Movie Siri

Tuhina Das Bengali Movie Siri: অন্যরকম চরিত্রে দর্শকদের মুগ্ধ করতে আসরে উপস্থিত অভিনেত্রী তুহিনা দাস ৷ মুখ্যচরিত্রে তুহিনা ছাড়াও রয়েছেন মানসী নাথ, ইন্দ্রজিৎ মজুমদার, ঋজু বিশ্বাস-সহ আরও অনেকে ৷ উচ্চাকাঙ্খী এক নারীর আলো-আধাঁরি পথে চড়াই-উতরাই পেরোনোর গল্প 'সিঁড়ি' ৷ শেষ হয়েছে ছবির শুটিং ৷

Etv Bharat
তুহিনা দাসের চড়াই-উতরাই পেরোনোর গল্প 'সিঁড়ি'
author img

By

Published : Jul 21, 2023, 10:20 PM IST

কলকাতা, 21 জুলাই: বাংলা ছবির জগতে সেনসেশনাল অভিনেত্রী তুহিনা দাস ৷ অরিন্দম শীলের 'আসছে আবার শবর' ও অপর্ণা সেনের 'ঘরে বাইরে আজ' ছবিতে তাঁর অভিনয় আলাদা করে নজর কাড়ে দর্শকদের ৷ এবার তাঁকে দেখা যাবে অভিজিৎ নায়েকের পরিচালনা ও প্রযোজনায় নতুন ছবি 'সিঁড়ি'তে। ইতিমধ্যেই ছবির শুটিং করে অভিনেত্রী ব্যস্ত রয়েছেন ডাবিংয়ে ৷

ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, "এই ছবির প্রযোজনা এবং পরিচালনা দুইই আমার। তাই দুই দিক নিয়েই আমার চিন্তা একটা ছিল। তবে সকলকে নিয়ে কাজ করেই আমি খুশি। দারুণ অভিজ্ঞতা হল। এই ছবিতে তুহিনাকে একেবারে অন্যভাবে আবিষ্কার করবে দর্শক।" তুহিনা বলেন, "এই ধরনের চরিত্রে এর আগে আমি অভিনয় করিনি। খুব কম সময়ের মধ্যে পুরো শুটিং শেষ করতে হয়েছে ৷ যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে ৷ তার প্রমাণ দর্শকরা ছবিতে পাবেন । আমার খুব ভালো লেগেছে কাজটা করতে পেরে।"

প্রযোজনা থেকে পরিচালনার কাজে হাত দিয়েছেন অভিজিৎ নায়েক ৷ তাঁর পরিচালনায় প্রথম ছবি 'সিঁড়ি' ৷ গল্প আবর্তিত হয়েছে সুমিতা নামের একটি মেয়েকে কেন্দ্র করে। এই চরিত্রেই রয়েছেন তুহিনা দাস। জানা যায়, সুমিতা ছোটবেলায় তাঁর বাবাকে হারিয়েছেন। যার ফলে তাঁকে এবং তাঁর মা-কে দিন কাটাতে হয় মামাদের দয়াতেই। বড় হওয়ার পরে নিজের চেষ্টাতেই একটি কল সেন্টারে চাকরি পায় সে।

আরও পড়ুন: পুজোয় আসছে সৃজিতের 'দশম অবতার', এক ফ্রেমে বুম্বা-যীশু-অনির্বাণ; সঙ্গী জয়াও

চাকরি সূত্রে কলকাতায় থাকতে শুরু করেন। কলকাতায় কাজ করতে করতেই তার আলাপ হয় সপ্তক (ঋজু) নামের একটি ছেলের সঙ্গে। উচ্চাকাঙ্খী সুমিতা অনেক টাকা উপার্জন করতে বাঁকা পথ বেছে নেন। সুমিতার উদ্দেশ্য জানার পর সপ্তক বেরিয়ে আসেন সেই সম্পর্ক থেকে ৷ এরপর পরবর্তীতে সুমিতার অফিসে আসেন একজন নতুন এইচ.আর, নাম সুপ্রতিম (ইন্দ্রজিৎ)।

তাঁর সঙ্গেও সুমিতার সম্পর্ক হয় এবং পরবর্তীতে বিয়েও হয়। বিয়ের পরে সুপ্রতিম সুমিতাকে ভালো রাখার জন্য একের পর এক খারাপ কাজ করতে থাকেন ৷ বেশি টাকা রোজগার করার জন্য তিনি বেছে নেন অপরাধ জগতের পথ। কিন্তু সত্যি বেশিদিন লুকানো যায় না ৷ সুপ্রতিমের খারাপ কাজ এসে পড়ে সামনে ৷ তাঁকে খুন হতে হয় ৷ অন্যদিকে, ধর্ষিতা হন সুমিতা ৷ তারপর কোন দিকে বাঁক নেবে গল্পের মোড় তা জানা যাবে ছবি মুক্তির পরেই ৷

আরও পড়ুন: 'জিনিয়াস পরিচালক', বিরসাকে দরাজ সার্টিফিকেট দেবের

এই ছবিতে তুহিনা দাস ছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন মানসী নাথ, ইন্দ্রজিৎ মজুমদার, ঋজু বিশ্বাস, এলফিনা মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম দত্ত। চলতি বছরেই মুক্তি পেতে পারে তুহিনা দাসের ‘সিঁড়ি’।

কলকাতা, 21 জুলাই: বাংলা ছবির জগতে সেনসেশনাল অভিনেত্রী তুহিনা দাস ৷ অরিন্দম শীলের 'আসছে আবার শবর' ও অপর্ণা সেনের 'ঘরে বাইরে আজ' ছবিতে তাঁর অভিনয় আলাদা করে নজর কাড়ে দর্শকদের ৷ এবার তাঁকে দেখা যাবে অভিজিৎ নায়েকের পরিচালনা ও প্রযোজনায় নতুন ছবি 'সিঁড়ি'তে। ইতিমধ্যেই ছবির শুটিং করে অভিনেত্রী ব্যস্ত রয়েছেন ডাবিংয়ে ৷

ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, "এই ছবির প্রযোজনা এবং পরিচালনা দুইই আমার। তাই দুই দিক নিয়েই আমার চিন্তা একটা ছিল। তবে সকলকে নিয়ে কাজ করেই আমি খুশি। দারুণ অভিজ্ঞতা হল। এই ছবিতে তুহিনাকে একেবারে অন্যভাবে আবিষ্কার করবে দর্শক।" তুহিনা বলেন, "এই ধরনের চরিত্রে এর আগে আমি অভিনয় করিনি। খুব কম সময়ের মধ্যে পুরো শুটিং শেষ করতে হয়েছে ৷ যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে ৷ তার প্রমাণ দর্শকরা ছবিতে পাবেন । আমার খুব ভালো লেগেছে কাজটা করতে পেরে।"

প্রযোজনা থেকে পরিচালনার কাজে হাত দিয়েছেন অভিজিৎ নায়েক ৷ তাঁর পরিচালনায় প্রথম ছবি 'সিঁড়ি' ৷ গল্প আবর্তিত হয়েছে সুমিতা নামের একটি মেয়েকে কেন্দ্র করে। এই চরিত্রেই রয়েছেন তুহিনা দাস। জানা যায়, সুমিতা ছোটবেলায় তাঁর বাবাকে হারিয়েছেন। যার ফলে তাঁকে এবং তাঁর মা-কে দিন কাটাতে হয় মামাদের দয়াতেই। বড় হওয়ার পরে নিজের চেষ্টাতেই একটি কল সেন্টারে চাকরি পায় সে।

আরও পড়ুন: পুজোয় আসছে সৃজিতের 'দশম অবতার', এক ফ্রেমে বুম্বা-যীশু-অনির্বাণ; সঙ্গী জয়াও

চাকরি সূত্রে কলকাতায় থাকতে শুরু করেন। কলকাতায় কাজ করতে করতেই তার আলাপ হয় সপ্তক (ঋজু) নামের একটি ছেলের সঙ্গে। উচ্চাকাঙ্খী সুমিতা অনেক টাকা উপার্জন করতে বাঁকা পথ বেছে নেন। সুমিতার উদ্দেশ্য জানার পর সপ্তক বেরিয়ে আসেন সেই সম্পর্ক থেকে ৷ এরপর পরবর্তীতে সুমিতার অফিসে আসেন একজন নতুন এইচ.আর, নাম সুপ্রতিম (ইন্দ্রজিৎ)।

তাঁর সঙ্গেও সুমিতার সম্পর্ক হয় এবং পরবর্তীতে বিয়েও হয়। বিয়ের পরে সুপ্রতিম সুমিতাকে ভালো রাখার জন্য একের পর এক খারাপ কাজ করতে থাকেন ৷ বেশি টাকা রোজগার করার জন্য তিনি বেছে নেন অপরাধ জগতের পথ। কিন্তু সত্যি বেশিদিন লুকানো যায় না ৷ সুপ্রতিমের খারাপ কাজ এসে পড়ে সামনে ৷ তাঁকে খুন হতে হয় ৷ অন্যদিকে, ধর্ষিতা হন সুমিতা ৷ তারপর কোন দিকে বাঁক নেবে গল্পের মোড় তা জানা যাবে ছবি মুক্তির পরেই ৷

আরও পড়ুন: 'জিনিয়াস পরিচালক', বিরসাকে দরাজ সার্টিফিকেট দেবের

এই ছবিতে তুহিনা দাস ছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন মানসী নাথ, ইন্দ্রজিৎ মজুমদার, ঋজু বিশ্বাস, এলফিনা মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম দত্ত। চলতি বছরেই মুক্তি পেতে পারে তুহিনা দাসের ‘সিঁড়ি’।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.